কলকাতা, 3 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে ৷ কাল নবান্নে সাংবাদিক বৈঠকে নতুন করে করোনা বিধিবনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ সেই বিধিতে জানানো হয়েছিল সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন ৷ যদিও 24 ঘণ্টার মধ্যেই ফের সেই বিধি বদল ৷ জানানো হল, 7টা নয়, রাত 10টা পর্যন্ত মিলবে লোকাল ট্রেন (Local train will run till 10 pm) ৷
আজ থেকেই 7 টার পরিবর্তে শেষ ট্রেন ছাড়বে রাত দশটায় ৷ অন্যদিকে, সরকারের ঘোষণা মতোই লোকাল ট্রেন চলবে মাত্র 50 শতাংশ যাত্রী নিয়ে । যদিও সকাল থেকেই বিভিন্ন স্টেশনে দেখা গেল ঠিক বিপরীত ছবি ৷ কোনও রকম কোভিডবিধি ছাড়াই বাদুড়ঝোলা হয়ে ট্রেনে যাতায়াত করছেন যাত্রীরা ।
একইসঙ্গে বিভিন্ন স্টেশনে যাত্রীরা ট্রেনে উঠতে পারছেন না বলে চলল বিক্ষোভ । এই মুহূর্তে অবরোধ চলছে দাসনগর ও আমতা স্টেশনের মাঝে । হাওড়া ও শিয়ালদা স্টেশনে গাদাগাদি করে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা । সকাল থেকে বিভিন্ন জায়গার এই দৃশ্যের পরই তিন ঘণ্টা বাড়ানো হল শেষ ট্রেনের সময়সীমা ৷ যদিও 10টা পর্যন্ত ট্রেন চালানো হলেও যাত্রীসংখ্যা আদৌ 50 শতাংশে বেঁধে রাখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেল ৷
আরও পড়ুন : একগুচ্ছ বিধিনিষেধ নিয়ে নির্ধারিত দিনেই রাজ্যে পৌরভোট
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘প্রতিটি স্টেশনে বারেবারে মাইকিং করা হচ্ছে । আরপিএফ যাত্রীদের সচেতন করছেন । যাঁদের মুখে মাস্ক নেই তাঁদের ধরপাকড়ও করা হচ্ছে । তবে আসল সচেতনতা মানুষের হাতে। তাঁরা যদি সচেতন না হন এবং বিপদের কথা মাথায় না রাখেন, তাহলে আমরা তো তাঁদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দিতে পারি না ।’’