কলকাতা, 15 ফেব্রুয়ারি: বুধবার থেকে আবারও মাঝরাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন (Local Train Time Extend)। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যে। স্কুল থেকে শুরু করে ধাপে ধাপে খুলে যাচ্ছে সবকিছুই। নাগরিক জীবন আবার ফিরছে স্বাভাবিক ছন্দে। তাই রাজ্য সরকারের সাম্প্রতিক করোনা নিষেধাজ্ঞা মেনে এবার রাত 12টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "বুধবার থেকে আবার স্বাভাবিক হচ্ছে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে সমস্ত লোকাল, সাবার্বান ও ইএমইউ ট্রেনগুলি। তবে যাত্রী সংখ্যা বাড়ানো হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করতে আপাতত 75 শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। আগেই এই সংখ্যা ছিল 50 শতাংশ। টাইমটেবিল মেনেই চলবে ট্রেন। যে ট্রেনটি রাত 11.55 মিনিটে ছাড়ার কথা ছিল তা ওই সময়ই ছাড়বে।"
তিনি আরও বলেন, "মাথায় রাখতে হবে যে অতিমারী এখনও শেষ হয়ে যায়নি। তাই আমাদের সাধারণ মানুষের কাছে একান্ত আবেদন যে জরুরি কাজ ছাড়া যেন তারা ট্রেনে সফর না করেন। ট্রেনে সফর করার সময় বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে।" লোকাল ট্রেন রাজ্যের লাইফলাইন। তাই গতবছর লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে লোকাল ট্রেনের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছিল। পাশপাশি যাত্রী সংখ্যা কমে 50 শতাংশ করা হয়েছিল। এরফলে স্বাভাবিকভাবেই আবার সমস্যা পড়তে থাকেন যাত্রীরা। শেষ ট্রেনের সময় নিয়ে প্রথমে কিছুটা বিভ্রান্তি ছড়ানোর পড়ে শেষ ট্রেনের ছাড়ার সময় করা হয় রাত 10টা ৷ এর ফলে, অনেকেই শহরে এসে কাজে যোগ দিতে পারছিলেন না ৷ তবে, এবার আবার রাত 12টায় শেষ ট্রেন করে দেওয়ার ফলে বহু যাত্রী আবারও উপকৃত হবেন।