কলকাতা, 23 জুলাই: নিউ নর্ম্যালে খুলেছে স্কুল ৷ তবে গ্রীষ্মের ছুটির পর শহরের একাধিক স্কুলে পঠন-পাঠন চালু হলেও পড়ুয়াদের পড়াশোনায় মন নেই ৷ এক কথায় স্কুলে ফিরলেও মন নেই ক্লাসে। আবার বেশ কিছু পড়ুয়া স্কুলে আসতেই নারাজ। আর তাই কলকাতার বেশ কিছু স্কুল পড়ুয়াদের স্কুলমুখী করতে একাধিক উদ্যোগ নিয়েছে (Local School Takes Lots of initiative)। আয়োজন করেছে স্পোর্টস-সহ একাধিক এক্সস্ট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ৷
সেই সূত্রে দীর্ঘ দু'বছর পরে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল । সেখানে ডিপিএস রুবিপার্ক ছাড়াও শহরের আরও 10টি নামী স্কুল অংশগ্রহণ করেছিল । দর্শকাসনে বসা পড়ুয়াদেরও উৎসাহ ছিল চোখে পড়ার মতো । ডিপিএসের প্রিন্সিপ্যাল জয়তী চৌধুরী বলেন, "আমরা দেখছিলাম একাংশ পড়ুয়া খুবই চুপচাপ হয়ে পড়েছে। নিজেদের কথা ভাগ করে নিচ্ছে না। তাই কেবল এই ফুটবল ম্যাচ নয়, আমরা সার্বিক ভাবে এমন কর্মসূচির উপর জোর দিয়েছি, যেখানে পড়ুয়ারা মেলামেশা বাড়াতে পারবে।"
আরও পড়ুন: পঠন-পাঠনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো থাকলেও পড়ুয়া নেই 10 স্কুলে
শুধু বেসরকারি স্কুল নয় সরকারি স্কুলও নানারকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ওপর জোর দিয়েছে। উত্তর কলকাতার অতি প্রাচীন স্কুল পার্ক ইনস্টিটিউশন আয়োজন করেছিল একটি ম্যাজিক শোয়ের। ওই স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা জানান, স্কুল খোলার পর থেকে বহু পড়ুয়া স্কুলে আসছিল না ৷ অনেকে পড়াশুনো ছেড়ে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। তাই বেশ কিছু পড়ুয়াদের বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের স্কুলমুখী করার চেষ্টা করেছিলেন।