- আসানসোলে 2019 সালে বিজেপির বাবুল সুপ্রিয় জিতেছিলেন দু'লক্ষের বেশি ব্যবধানে ৷ সেই মার্জিন ছাপিয়ে অগ্নিমিত্রাকে শত্রুঘ্ন সিনহা হারালেন তিন লক্ষ 3 হাজার 209 ব্যবধানে ৷ বালিগঞ্জে ভোট কমল বাবুলের ৷ তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান 20 হাজার 228 ভোট ৷ জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
WB By Poll : আসানসোলে বিহারীবাবুর বাজিমাত, বালিগঞ্জে জিতলেন বাবুলও - asansol by poll result
16:42 April 16
বিজেপির দখলে থাকবে আসানসোল ? নাকি খনির শহরে ফুটবে ঘাসফুল ৷ বালিগঞ্জ কি ধরে রাখতে পারবে শাসক শিবির ? সব প্রশ্নের উত্তর মিলল ৷ দুই কেন্দ্রেই ঘাসফুল ফোটাল নেতৃত্ব ৷ আসানসোলে তিন লক্ষাধিক ভোটে জিতলেন ‘বিহারীবাবু’৷ ভোট কমলেও বালিগঞ্জেও শেষ হাসি হেসেছেন বাবুল ৷ অন্যদিকে লড়াইয়েই নেই বিজেপি ৷ আসানসোলে নিজের বিধানসভা কেন্দ্রেই হেরেছেন অগ্নিমিত্রা ৷ বালিগঞ্জে জামানত বাজেয়াপ্ত হয়েছে কেয়া ঘোষের ৷
15:01 April 16
-
My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...
">My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...
- আসানসোলে 2019 সালে বিজেপির বাবুল সুপ্রিয় জিতেছিলেন দু'লক্ষের বেশি ব্যবধানে ৷ সেই মার্জিন ছাপিয়ে এবার অগ্নিমিত্রাকে শত্রুঘ্ন সিনহা হারালেন প্রায় তিন লক্ষের ব্যবধানে ৷ নিজের কেন্দ্রেই হার অগ্নিমিত্রার ৷ হেরে দলের দুর্বল সংগঠনকে দুষলেন বিজেপি নেত্রী ৷
13:56 April 16
-
Thank you #Ballygunge 🙏
— Babul Supriyo (@SuPriyoBabul) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you #Asansol 🙏 I was confident #PoeticJustice will prevail & the next MP from Asansol will be from @AITCofficial & I will be back to serve you along with your Dashing New affable cordial ever smiling Hon'ble MP @ShatruganSinha ji ❤️🙏🤗
">Thank you #Ballygunge 🙏
— Babul Supriyo (@SuPriyoBabul) April 16, 2022
Thank you #Asansol 🙏 I was confident #PoeticJustice will prevail & the next MP from Asansol will be from @AITCofficial & I will be back to serve you along with your Dashing New affable cordial ever smiling Hon'ble MP @ShatruganSinha ji ❤️🙏🤗Thank you #Ballygunge 🙏
— Babul Supriyo (@SuPriyoBabul) April 16, 2022
Thank you #Asansol 🙏 I was confident #PoeticJustice will prevail & the next MP from Asansol will be from @AITCofficial & I will be back to serve you along with your Dashing New affable cordial ever smiling Hon'ble MP @ShatruganSinha ji ❤️🙏🤗
- আসানসোলে গণনা কেন্দ্রের বাইরে গন্ডগোল ৷ অগ্নিমিত্রা পলের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ৷ এই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন ৷
13:45 April 16
- আসানসোলে সবুজ ঝড় ৷ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে রয়েছেন 2 লাখ 28 হাজার 541 ভোটে ৷
13:42 April 16
- বালিগঞ্জ বিধানসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস ৷ এই কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে 19 হাজারের বেশি ভোটে হারিয়ে জিতলেন তিনি ৷
13:21 April 16
- মা মাটি মানুষকে এটা নববর্ষের উপহার ৷ দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলকে এভাবেই ব্যাখ্যা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তৃণমূলের উপর ভরসা রাখার জন্য দুটি কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷
13:12 April 16
বালিগঞ্জে 16, 17 ও 18 রাউন্ড শেষের ফলাফল
রাউন্ড 16
তৃণমূল কংগ্রেসে পেয়েছে 43220 ভোট
কংগ্রেসের প্রাপ্ত ভোট 4964টি
বিজেপির প্রাপ্ত ভোট 9371টি
সিপিএমের প্রাপ্ত ভোট 29136টি
রাউন্ড 17
তৃণমূল কংগ্রেসে পেয়েছে 44951 ভোট
কংগ্রেসের প্রাপ্ত ভোট 5046টি
বিজেপির প্রাপ্ত ভোট 10719টি
সিপিএমের প্রাপ্ত ভোট 29565টি
রাউন্ড 18
তৃণমূল কংগ্রেসে পেয়েছে 48109 ভোট
কংগ্রেসের প্রাপ্ত ভোট 5114টি
বিজেপির প্রাপ্ত ভোট 12035টি
সিপিএমের প্রাপ্ত ভোট 30190টি
12:36 April 16
- আসানসোলে কোণঠাসা গেরুয়া শিবির ৷ ট্রেন্ড বলছে নিকটতম প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পলের থেকে 1 লক্ষ 36 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ সম্ভাব্য জয়ের আঁচ পেয়েই আসানসোলের 43 ডিগ্রির গরমেও পথে নেমে পড়েছেন ঘাসফুল সমর্থকরা ৷ ঢাক, ঢোল বাজিয়ে, আবির খেলা শুরু হয়ে গিয়েছে ৷
12:22 April 16
- 13তম রাউন্ড শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 10 হাজার 851 ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ৷ প্রথমবার ভোটে দাঁড়িয়ে সকলকে চমকে দিয়েছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম ৷ 13 রাউন্ডের গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট 26 হাজার 64 ৷
12:19 April 16
- বালিগঞ্জে 13তম রাউন্ডের গণনা শেষ
তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 35408টি
কংগ্রেসের প্রাপ্ত ভোট 4581টি
বিজেপির প্রাপ্ত ভোট 6469টি
সিপিএমের প্রাপ্ত ভোট 26064টি
11:59 April 16
- আসানসোলে ফুটতে চলেছে ঘাসফুল ? 1 লক্ষের বেশি ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা ৷
11:55 April 16
- প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর 65 নম্বর ওয়ার্ডে 1200 ভোটে লিড দিল সিপিএম । সূত্রের খবর, আপাতত ওই ওয়ার্ডের গণনা শেষে তৃণমূলকে 1200 ভোটে পিছনে ফেলেছে লাল ঝান্ডা ৷
11:48 April 16
- বালিগঞ্জে দ্বাদশ রাউন্ডের গণনা শেষ
তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট - 33660টি
কংগ্রেসের প্রাপ্ত ভোট - 4525টি
বিজেপির প্রাপ্ত ভোট - 5438টি
সিপিএমের প্রাপ্ত ভোট - 25473টি
নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে বাবুল সুপ্রিয়র ব্যবধান 8187 টি ভোট ৷ অন্যদিকে দ্বাদশ রাউন্ড শেষে বিজেপি চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এল ৷
11:18 April 16
- নবম রাউন্ড শেষে 62 হাজারেরও বেশি ভোটে এগিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বির থেকে 63 হাজার 623 ভোটে এগিয়ে রয়েছেন তিনি ।
11:14 April 16
- বালিগঞ্জে পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ
পঞ্চম রাউন্ডের ফলাফল
তৃণমূল কংগ্রেস- 16548টি ভোট
কংগ্রেস - 2820টি ভোট
বিজেপি -1418টি ভোট
সিপিএম-8049টি ভোট
ষষ্ঠ রাউন্ডের ফলাফল
তৃণমূল কংগ্রেস- 18874টি ভোট
কংগ্রেস - 3047টি ভোট
বিজেপি -1744টি ভোট
সিপিএম-9769টি ভোট
11:09 April 16
- পান্ডবেশ্বর আসনে 22 হাজার ভোটে এগিয়ে তৃণমূল
- আসানসোল উত্তরে 6 হাজার ভোটে এগিয়ে তৃণমূল
- জামুড়িয়ায় 7 হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল
- বারাবনিতে 4 হাজার ভোটে এগিয়ে তৃণমূল
- রানিগঞ্জে 4 হাজার ভোটে এগিয়ে তৃণমূল
- কুলটিতে 3 হাজার ভোটে এগিয়ে বিজেপি
- আসানসোল দক্ষিণে 500 ভোটে এগিয়ে বিজেপি
10:25 April 16
- মোট সাতটি বিধানসভার মধ্যে কুলটি ও আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি ৷ বাকি পাঁচটি জায়গায় লিড করছে তৃণমূল ৷
10:10 April 16
- প্রথম রাউন্ডের গণনা থেকেই বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ পঞ্চম রাউন্ড শেষে তাঁর প্রাপ্ত ভোট 16 হাজার 548টি ৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিএম পেয়েছে 8 হাজার 49টি ভোট ৷ কংগ্রেসের প্রাপ্ত ভোট 2 হাজার 820 ৷ সর্বশেষে বিজেপির প্রাপ্ত ভোট 1 হাজার 418 ৷ পঞ্চম রাউন্ড শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 8 হাজার 499 ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ৷
09:55 April 16
- আসানসোলে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা । নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 10339 ভোট এগিয়ে তিনি ৷
09:53 April 16
- চতুর্থ রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোট 13000 ৷ চতুর্থ রাউন্ড শেষে 6295 ভোটের ব্যবধান এগিয়ে বাবুল ৷
সিপিএম 6705
কংগ্রেস 2603
বিজেপি 771
09:39 April 16
- আসানসোলে যখন বিধানসভার নিরিখে গণনা হয় তখন আসানসোল দক্ষিণ এবং কুলটি বিধানসভায় এগিয়েছিলেন অগ্নিমিত্রা পল ৷ অন্যদিকে জামুড়িয়াতে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ প্রথম রাউন্ডের শেষে সাতটা বিধানসভার নিরিখে অবশেষে দেখা গেল বিহারীবাবু এগিয়ে রয়েছে সাড়ে 6 হাজার ভোটে ৷
09:33 April 16
- বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের গণনা শেষ ৷ 9751 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ সিপিএম প্রার্থী সায়রা হালিম পেয়েছেন 5075টি ভোট ৷ কংগ্রেসের প্রাপ্ত ভোট 2186 ৷ সবশেষে রয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ৷ তৃতীয় রাউন্ড শেষে তাঁর প্রাপ্ত ভোট 621 ৷
09:16 April 16
- প্রথম রাউন্ডের গণনা শেষে বালিগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম ৷
তৃণমূল কংগ্রেস 3667
সিপিএম 1498
কংগ্রেস 472
বিজেপি 280
09:12 April 16
- বালিগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে 4000 বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ৷
07:49 April 16
- 8টায় শুরু হবে গণনা । যে কাউন্টিং এজেন্টরা গণনা পর্যবেক্ষণ করবেন তাঁরা মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস ভিতরে নিয়ে যেতে পারবে না। কোভিড পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও গণনা কেন্দ্রে প্রবেশ করতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক। থাকবে স্যানিটাইজারও ।
07:49 April 16
- অনুমতিপ্রাপ্ত যাঁরা ভেতরে প্রবেশ করবেন তাঁরা শুধুমাত্র সাদা কাগজ ও পেন নিয়ে প্রবেশ করতে পারবেন গণনা কেন্দ্রে। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে রিটার্নিং অফিসার স্ট্রং রুমে পৌঁছবেন। এরপর তাঁদের ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই খোলা হবে ইভিএম। এরপর শুরু হবে ভোট গণনা ।
07:48 April 16
- গণনা কেন্দ্রের বাইরে 200 মিটারের মধ্যে থাকছে 144 ধারা । গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথম বলয় অর্থাৎ গণনা কেন্দ্রের ঠিক বাইরে থাকছে রাজ্য পুলিশের কমব্যাট ও কমান্ডো বাহিনী। দ্বিতীয় বলয়ে থাকছে রাজ্য সরকারের কর্মীরা, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও সাংবাদিকরা। তৃতীয় স্তরে থাকবে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ ।
07:48 April 16
- কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে ভোটগ্রহণ কেন্দ্রের মতো গণনা কেন্দ্র ও স্ট্রং রুমেও মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী। সর্বক্ষণের নজরদারি চলবে সিসিটিভির মাধ্যমে। 11টি কেন্দ্রে হবে ভোট গণনা। প্রতিবারের মতো এবারও গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। মোতায়েন করা হবে সশস্ত্র পুলিশ বাহিনী। স্ট্রং রুমে রাখা রয়েছে ইভিএম। আর স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
07:47 April 16
- বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে হেস্টিংসের ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজে। আসানসোল লোকসভা ভোট গণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে।
07:47 April 16
- সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জের আসনটি ফাঁকা হয় ৷ তৃণমূলের গড় হিসেবে পরিচিত বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল ৷ তবে বালিগঞ্জে পঞ্চাশ শতাংশও ভোট না পড়ায় বেশ চাপে রয়েছে শাসক শিবির ৷ এই কেন্দ্রের সংখ্যালঘু ভোটাররা বাবুলকে মেনে নিতে পারেননি বলেই নাকি ভোটের হার কম ৷
07:47 April 16
- খনির শহরে মূল লড়াই তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং আসানসোলের ঘরের মেয়ে বিজেপির অগ্নিমিত্রা পলের মধ্যে ৷ 2014 সাল থেকে এই আসনটি ধরে রেখেছে বিজেপি ৷ বাঙালি, অবাঙালি এবং মুসলিম ভোটারদের সংমিশ্রণে এই কেন্দ্র থেকে 2019 লোকসভা নির্বাচনে বেশ মার্জিন বাড়িয়েছিল বিজেপি ৷ দু'বারই গেরুয়া শিবিরের মুখ ছিলেন বাবুল সুপ্রিয় ৷ তবে পরিস্থিতি এখন আর অনুকূলে নেই ৷ একুশের বিধানসভা নির্বাচন ও পৌরসভার নির্বাচনে দলের ভরাডুবিতে বেজায় অস্বস্তিতে বঙ্গ বিজেপি ৷ পরিস্থিতি বদলে গেলেও আসানসোল হাতছাড়া করতে রাজি নয় তারা ৷
07:10 April 16
- 12 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দুটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে ৷ আসানসোলে ভোট পড়েছিল 66 শতাংশের বেশি এবং বালিগঞ্জ বিধানসভায় ভোটের হার 41 শতাংশের মত ৷
16:42 April 16
বিজেপির দখলে থাকবে আসানসোল ? নাকি খনির শহরে ফুটবে ঘাসফুল ৷ বালিগঞ্জ কি ধরে রাখতে পারবে শাসক শিবির ? সব প্রশ্নের উত্তর মিলল ৷ দুই কেন্দ্রেই ঘাসফুল ফোটাল নেতৃত্ব ৷ আসানসোলে তিন লক্ষাধিক ভোটে জিতলেন ‘বিহারীবাবু’৷ ভোট কমলেও বালিগঞ্জেও শেষ হাসি হেসেছেন বাবুল ৷ অন্যদিকে লড়াইয়েই নেই বিজেপি ৷ আসানসোলে নিজের বিধানসভা কেন্দ্রেই হেরেছেন অগ্নিমিত্রা ৷ বালিগঞ্জে জামানত বাজেয়াপ্ত হয়েছে কেয়া ঘোষের ৷
- আসানসোলে 2019 সালে বিজেপির বাবুল সুপ্রিয় জিতেছিলেন দু'লক্ষের বেশি ব্যবধানে ৷ সেই মার্জিন ছাপিয়ে অগ্নিমিত্রাকে শত্রুঘ্ন সিনহা হারালেন তিন লক্ষ 3 হাজার 209 ব্যবধানে ৷ বালিগঞ্জে ভোট কমল বাবুলের ৷ তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান 20 হাজার 228 ভোট ৷ জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
15:01 April 16
-
My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...
">My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...My most sincere thanks to the wonderful people of Asansol for their massive expression of support to me.
— Shatrughan Sinha (@ShatruganSinha) April 16, 2022
I am overwhelmed and also humbled by the love and affection showered on me by the lovely people of Asansol, Bengal.....and feel both delighted and blessed at the same time...
- আসানসোলে 2019 সালে বিজেপির বাবুল সুপ্রিয় জিতেছিলেন দু'লক্ষের বেশি ব্যবধানে ৷ সেই মার্জিন ছাপিয়ে এবার অগ্নিমিত্রাকে শত্রুঘ্ন সিনহা হারালেন প্রায় তিন লক্ষের ব্যবধানে ৷ নিজের কেন্দ্রেই হার অগ্নিমিত্রার ৷ হেরে দলের দুর্বল সংগঠনকে দুষলেন বিজেপি নেত্রী ৷
13:56 April 16
-
Thank you #Ballygunge 🙏
— Babul Supriyo (@SuPriyoBabul) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you #Asansol 🙏 I was confident #PoeticJustice will prevail & the next MP from Asansol will be from @AITCofficial & I will be back to serve you along with your Dashing New affable cordial ever smiling Hon'ble MP @ShatruganSinha ji ❤️🙏🤗
">Thank you #Ballygunge 🙏
— Babul Supriyo (@SuPriyoBabul) April 16, 2022
Thank you #Asansol 🙏 I was confident #PoeticJustice will prevail & the next MP from Asansol will be from @AITCofficial & I will be back to serve you along with your Dashing New affable cordial ever smiling Hon'ble MP @ShatruganSinha ji ❤️🙏🤗Thank you #Ballygunge 🙏
— Babul Supriyo (@SuPriyoBabul) April 16, 2022
Thank you #Asansol 🙏 I was confident #PoeticJustice will prevail & the next MP from Asansol will be from @AITCofficial & I will be back to serve you along with your Dashing New affable cordial ever smiling Hon'ble MP @ShatruganSinha ji ❤️🙏🤗
- আসানসোলে গণনা কেন্দ্রের বাইরে গন্ডগোল ৷ অগ্নিমিত্রা পলের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ৷ এই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন ৷
13:45 April 16
- আসানসোলে সবুজ ঝড় ৷ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে রয়েছেন 2 লাখ 28 হাজার 541 ভোটে ৷
13:42 April 16
- বালিগঞ্জ বিধানসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস ৷ এই কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে 19 হাজারের বেশি ভোটে হারিয়ে জিতলেন তিনি ৷
13:21 April 16
- মা মাটি মানুষকে এটা নববর্ষের উপহার ৷ দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলকে এভাবেই ব্যাখ্যা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তৃণমূলের উপর ভরসা রাখার জন্য দুটি কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷
13:12 April 16
বালিগঞ্জে 16, 17 ও 18 রাউন্ড শেষের ফলাফল
রাউন্ড 16
তৃণমূল কংগ্রেসে পেয়েছে 43220 ভোট
কংগ্রেসের প্রাপ্ত ভোট 4964টি
বিজেপির প্রাপ্ত ভোট 9371টি
সিপিএমের প্রাপ্ত ভোট 29136টি
রাউন্ড 17
তৃণমূল কংগ্রেসে পেয়েছে 44951 ভোট
কংগ্রেসের প্রাপ্ত ভোট 5046টি
বিজেপির প্রাপ্ত ভোট 10719টি
সিপিএমের প্রাপ্ত ভোট 29565টি
রাউন্ড 18
তৃণমূল কংগ্রেসে পেয়েছে 48109 ভোট
কংগ্রেসের প্রাপ্ত ভোট 5114টি
বিজেপির প্রাপ্ত ভোট 12035টি
সিপিএমের প্রাপ্ত ভোট 30190টি
12:36 April 16
- আসানসোলে কোণঠাসা গেরুয়া শিবির ৷ ট্রেন্ড বলছে নিকটতম প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পলের থেকে 1 লক্ষ 36 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ সম্ভাব্য জয়ের আঁচ পেয়েই আসানসোলের 43 ডিগ্রির গরমেও পথে নেমে পড়েছেন ঘাসফুল সমর্থকরা ৷ ঢাক, ঢোল বাজিয়ে, আবির খেলা শুরু হয়ে গিয়েছে ৷
12:22 April 16
- 13তম রাউন্ড শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 10 হাজার 851 ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ৷ প্রথমবার ভোটে দাঁড়িয়ে সকলকে চমকে দিয়েছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম ৷ 13 রাউন্ডের গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট 26 হাজার 64 ৷
12:19 April 16
- বালিগঞ্জে 13তম রাউন্ডের গণনা শেষ
তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 35408টি
কংগ্রেসের প্রাপ্ত ভোট 4581টি
বিজেপির প্রাপ্ত ভোট 6469টি
সিপিএমের প্রাপ্ত ভোট 26064টি
11:59 April 16
- আসানসোলে ফুটতে চলেছে ঘাসফুল ? 1 লক্ষের বেশি ভোটে এগিয়ে শত্রুঘ্ন সিনহা ৷
11:55 April 16
- প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর 65 নম্বর ওয়ার্ডে 1200 ভোটে লিড দিল সিপিএম । সূত্রের খবর, আপাতত ওই ওয়ার্ডের গণনা শেষে তৃণমূলকে 1200 ভোটে পিছনে ফেলেছে লাল ঝান্ডা ৷
11:48 April 16
- বালিগঞ্জে দ্বাদশ রাউন্ডের গণনা শেষ
তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট - 33660টি
কংগ্রেসের প্রাপ্ত ভোট - 4525টি
বিজেপির প্রাপ্ত ভোট - 5438টি
সিপিএমের প্রাপ্ত ভোট - 25473টি
নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে বাবুল সুপ্রিয়র ব্যবধান 8187 টি ভোট ৷ অন্যদিকে দ্বাদশ রাউন্ড শেষে বিজেপি চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এল ৷
11:18 April 16
- নবম রাউন্ড শেষে 62 হাজারেরও বেশি ভোটে এগিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বির থেকে 63 হাজার 623 ভোটে এগিয়ে রয়েছেন তিনি ।
11:14 April 16
- বালিগঞ্জে পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ
পঞ্চম রাউন্ডের ফলাফল
তৃণমূল কংগ্রেস- 16548টি ভোট
কংগ্রেস - 2820টি ভোট
বিজেপি -1418টি ভোট
সিপিএম-8049টি ভোট
ষষ্ঠ রাউন্ডের ফলাফল
তৃণমূল কংগ্রেস- 18874টি ভোট
কংগ্রেস - 3047টি ভোট
বিজেপি -1744টি ভোট
সিপিএম-9769টি ভোট
11:09 April 16
- পান্ডবেশ্বর আসনে 22 হাজার ভোটে এগিয়ে তৃণমূল
- আসানসোল উত্তরে 6 হাজার ভোটে এগিয়ে তৃণমূল
- জামুড়িয়ায় 7 হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল
- বারাবনিতে 4 হাজার ভোটে এগিয়ে তৃণমূল
- রানিগঞ্জে 4 হাজার ভোটে এগিয়ে তৃণমূল
- কুলটিতে 3 হাজার ভোটে এগিয়ে বিজেপি
- আসানসোল দক্ষিণে 500 ভোটে এগিয়ে বিজেপি
10:25 April 16
- মোট সাতটি বিধানসভার মধ্যে কুলটি ও আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি ৷ বাকি পাঁচটি জায়গায় লিড করছে তৃণমূল ৷
10:10 April 16
- প্রথম রাউন্ডের গণনা থেকেই বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ পঞ্চম রাউন্ড শেষে তাঁর প্রাপ্ত ভোট 16 হাজার 548টি ৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিএম পেয়েছে 8 হাজার 49টি ভোট ৷ কংগ্রেসের প্রাপ্ত ভোট 2 হাজার 820 ৷ সর্বশেষে বিজেপির প্রাপ্ত ভোট 1 হাজার 418 ৷ পঞ্চম রাউন্ড শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 8 হাজার 499 ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ৷
09:55 April 16
- আসানসোলে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা । নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 10339 ভোট এগিয়ে তিনি ৷
09:53 April 16
- চতুর্থ রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোট 13000 ৷ চতুর্থ রাউন্ড শেষে 6295 ভোটের ব্যবধান এগিয়ে বাবুল ৷
সিপিএম 6705
কংগ্রেস 2603
বিজেপি 771
09:39 April 16
- আসানসোলে যখন বিধানসভার নিরিখে গণনা হয় তখন আসানসোল দক্ষিণ এবং কুলটি বিধানসভায় এগিয়েছিলেন অগ্নিমিত্রা পল ৷ অন্যদিকে জামুড়িয়াতে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ প্রথম রাউন্ডের শেষে সাতটা বিধানসভার নিরিখে অবশেষে দেখা গেল বিহারীবাবু এগিয়ে রয়েছে সাড়ে 6 হাজার ভোটে ৷
09:33 April 16
- বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের গণনা শেষ ৷ 9751 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ সিপিএম প্রার্থী সায়রা হালিম পেয়েছেন 5075টি ভোট ৷ কংগ্রেসের প্রাপ্ত ভোট 2186 ৷ সবশেষে রয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ৷ তৃতীয় রাউন্ড শেষে তাঁর প্রাপ্ত ভোট 621 ৷
09:16 April 16
- প্রথম রাউন্ডের গণনা শেষে বালিগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম ৷
তৃণমূল কংগ্রেস 3667
সিপিএম 1498
কংগ্রেস 472
বিজেপি 280
09:12 April 16
- বালিগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে 4000 বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ৷
07:49 April 16
- 8টায় শুরু হবে গণনা । যে কাউন্টিং এজেন্টরা গণনা পর্যবেক্ষণ করবেন তাঁরা মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস ভিতরে নিয়ে যেতে পারবে না। কোভিড পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও গণনা কেন্দ্রে প্রবেশ করতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক। থাকবে স্যানিটাইজারও ।
07:49 April 16
- অনুমতিপ্রাপ্ত যাঁরা ভেতরে প্রবেশ করবেন তাঁরা শুধুমাত্র সাদা কাগজ ও পেন নিয়ে প্রবেশ করতে পারবেন গণনা কেন্দ্রে। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে রিটার্নিং অফিসার স্ট্রং রুমে পৌঁছবেন। এরপর তাঁদের ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই খোলা হবে ইভিএম। এরপর শুরু হবে ভোট গণনা ।
07:48 April 16
- গণনা কেন্দ্রের বাইরে 200 মিটারের মধ্যে থাকছে 144 ধারা । গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথম বলয় অর্থাৎ গণনা কেন্দ্রের ঠিক বাইরে থাকছে রাজ্য পুলিশের কমব্যাট ও কমান্ডো বাহিনী। দ্বিতীয় বলয়ে থাকছে রাজ্য সরকারের কর্মীরা, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও সাংবাদিকরা। তৃতীয় স্তরে থাকবে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ ।
07:48 April 16
- কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে ভোটগ্রহণ কেন্দ্রের মতো গণনা কেন্দ্র ও স্ট্রং রুমেও মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী। সর্বক্ষণের নজরদারি চলবে সিসিটিভির মাধ্যমে। 11টি কেন্দ্রে হবে ভোট গণনা। প্রতিবারের মতো এবারও গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। মোতায়েন করা হবে সশস্ত্র পুলিশ বাহিনী। স্ট্রং রুমে রাখা রয়েছে ইভিএম। আর স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
07:47 April 16
- বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে হেস্টিংসের ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজে। আসানসোল লোকসভা ভোট গণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে।
07:47 April 16
- সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জের আসনটি ফাঁকা হয় ৷ তৃণমূলের গড় হিসেবে পরিচিত বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল ৷ তবে বালিগঞ্জে পঞ্চাশ শতাংশও ভোট না পড়ায় বেশ চাপে রয়েছে শাসক শিবির ৷ এই কেন্দ্রের সংখ্যালঘু ভোটাররা বাবুলকে মেনে নিতে পারেননি বলেই নাকি ভোটের হার কম ৷
07:47 April 16
- খনির শহরে মূল লড়াই তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং আসানসোলের ঘরের মেয়ে বিজেপির অগ্নিমিত্রা পলের মধ্যে ৷ 2014 সাল থেকে এই আসনটি ধরে রেখেছে বিজেপি ৷ বাঙালি, অবাঙালি এবং মুসলিম ভোটারদের সংমিশ্রণে এই কেন্দ্র থেকে 2019 লোকসভা নির্বাচনে বেশ মার্জিন বাড়িয়েছিল বিজেপি ৷ দু'বারই গেরুয়া শিবিরের মুখ ছিলেন বাবুল সুপ্রিয় ৷ তবে পরিস্থিতি এখন আর অনুকূলে নেই ৷ একুশের বিধানসভা নির্বাচন ও পৌরসভার নির্বাচনে দলের ভরাডুবিতে বেজায় অস্বস্তিতে বঙ্গ বিজেপি ৷ পরিস্থিতি বদলে গেলেও আসানসোল হাতছাড়া করতে রাজি নয় তারা ৷
07:10 April 16
- 12 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দুটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে ৷ আসানসোলে ভোট পড়েছিল 66 শতাংশের বেশি এবং বালিগঞ্জ বিধানসভায় ভোটের হার 41 শতাংশের মত ৷