ETV Bharat / city

LIC-র শেয়ার বিক্রির প্রস্তাবের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ কর্মীদের

আজ কলকাতার অফিসে বিক্ষোভ দেখান LIC-র কর্মীরা ৷ তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার শেয়ার বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা ।

Protest in Kolkata LIC building
LIC ভবনে বিক্ষোভ
author img

By

Published : Feb 3, 2020, 5:13 PM IST

Updated : Feb 3, 2020, 7:36 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের হাতে থাকা ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) শেয়ার বিক্রির প্রস্তাবের প্রতিবাদে আজ কলকাতায় বিক্ষোভ দেখালেন কর্মীরা । শনিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন LIC-র শেয়ার বিক্রির প্রস্তাবের কথা ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

2020-2021 আর্থিক বর্ষে বিলগ্নিকরণ থেকে 2.1 লাখ কোটি টাকা আয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তারই একটি অংশ LIC-র শেয়ার বিক্রি বলে মনে করা হচ্ছে ৷ শনিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন LIC-র শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়ার পরই অনেকের মধ্যেই আশঙ্কা দেখা দেয় ৷ আর আজ সকাল থেকে LIC-র কলকাতার অফিসে বিক্ষোভ দেখান কর্মচারীরা ৷ তাঁদের বক্তব্য, প্রায় 32 কোটি সাধারণ মানুষের সঞ্চয় গচ্ছিত রয়েছে LIC-তে । 64 বছর ধরে সাধারণ মানুষের আশা-ভরসা সুরক্ষিত রেখেছে LIC ৷ স্বাভাবিকভাবেই LIC-র শেয়ার বিক্রি করতে দেওয়া যাবে না । আজ এবং আগামীকাল দফায় দফায় রাজ্যের প্রতিটি LIC অফিসে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন কর্মীরা । LIC কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ভবিষ্যতে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা ।

LIC কর্মচারীদের বিক্ষোভ

LIC কর্মীদের পাশাপাশি আজ রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতায় বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ রাজ্যের প্রতিটি জেলাতেও বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ ৷ এছাড়া দিল্লিতে LIC-র সদর দপ্তরের সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানা গেছে ৷

যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ

আরও পড়ুন: LIC-র আংশিক বিলগ্নিকরণের প্রস্তাবে চিন্তায় গ্রাহক থেকে এজেন্ট

কলকাতা, 3 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের হাতে থাকা ভারতীয় জীবন বিমা নিগমের (LIC) শেয়ার বিক্রির প্রস্তাবের প্রতিবাদে আজ কলকাতায় বিক্ষোভ দেখালেন কর্মীরা । শনিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন LIC-র শেয়ার বিক্রির প্রস্তাবের কথা ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

2020-2021 আর্থিক বর্ষে বিলগ্নিকরণ থেকে 2.1 লাখ কোটি টাকা আয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তারই একটি অংশ LIC-র শেয়ার বিক্রি বলে মনে করা হচ্ছে ৷ শনিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন LIC-র শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়ার পরই অনেকের মধ্যেই আশঙ্কা দেখা দেয় ৷ আর আজ সকাল থেকে LIC-র কলকাতার অফিসে বিক্ষোভ দেখান কর্মচারীরা ৷ তাঁদের বক্তব্য, প্রায় 32 কোটি সাধারণ মানুষের সঞ্চয় গচ্ছিত রয়েছে LIC-তে । 64 বছর ধরে সাধারণ মানুষের আশা-ভরসা সুরক্ষিত রেখেছে LIC ৷ স্বাভাবিকভাবেই LIC-র শেয়ার বিক্রি করতে দেওয়া যাবে না । আজ এবং আগামীকাল দফায় দফায় রাজ্যের প্রতিটি LIC অফিসে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন কর্মীরা । LIC কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ভবিষ্যতে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা ।

LIC কর্মচারীদের বিক্ষোভ

LIC কর্মীদের পাশাপাশি আজ রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতায় বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ রাজ্যের প্রতিটি জেলাতেও বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ ৷ এছাড়া দিল্লিতে LIC-র সদর দপ্তরের সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানা গেছে ৷

যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ

আরও পড়ুন: LIC-র আংশিক বিলগ্নিকরণের প্রস্তাবে চিন্তায় গ্রাহক থেকে এজেন্ট

Intro:64 বছরের পুরনো ভারতীয় জীবন বীমা নিগমের শেয়ার বিক্রির প্রতিবাদে আজ বিক্ষোভ দেখালেন জীবন বীমা নিগমের কর্মীরা। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এলআইসির শেয়ার বিক্রির প্রস্তাব ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলআইসি কর্মচারীরা।


Body:এখনো পর্যন্ত কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে ভারতীয় জীবন বীমা নিগমে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে এলআইসি কর্মীদের কাছে। কোনভাবেই এলআইসির শেয়ার বিক্রি করতে দেবেনা কর্মচারীরা। আজ এবং আগামীকাল দফায় দফায় রাজ্যের সমস্ত এলআইসি অফিসে বিক্ষোভ দেখালেন তারা। এলআইসি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন করবে তারা। প্রায় 32 কোটি সাধারণ মানুষের সঞ্চয় গচ্ছিত রয়েছে ভারতীয় জীবন বীমা নিগমে।


Conclusion:
Last Updated : Feb 3, 2020, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.