কলকাতা, 21 জুলাই: কন্ঠস্বর আরও জোরালো হোক (TMC 21st July Rally )৷ তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের আগে এই বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek on 21st July)৷ মানুষের জন্য তৃণমূল দল সবকিছু করতে তৈরি বলে দাবি করেছেন তিনি ৷
আজ একুশে জুলাই ৷ তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে গত কয়েকদিন থেকেই দূর-দূরান্ত থেকে কলকাতায় আসা শুরু করেছেন কর্মী-সমর্থকরা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শহর আরও একটা জনস্রোতের সাক্ষী হতে চলেছে ৷ সেই সমাবেশের আগে টুইট করে মানুষকে আরও দৃঢ়চেতা হওয়ার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটে লেখেন, "21 জুলাই হল বাংলার ইতিহাসের একটা পবিত্র দিন ৷ 1993 সালে পুলিশি নৃশংসতায় যে 13 জন শহিদ প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি ৷"
-
21st July is a sacrosanct day in the history of Bengal!
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I offer my heartfelt tribute to the 13 martyrs who lost their lives owing to police brutalities in 1993.
This #ShahidDibas, let our voices be louder - we will not be cowed down by any force! For people, we'll give our all.
">21st July is a sacrosanct day in the history of Bengal!
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2022
I offer my heartfelt tribute to the 13 martyrs who lost their lives owing to police brutalities in 1993.
This #ShahidDibas, let our voices be louder - we will not be cowed down by any force! For people, we'll give our all.21st July is a sacrosanct day in the history of Bengal!
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2022
I offer my heartfelt tribute to the 13 martyrs who lost their lives owing to police brutalities in 1993.
This #ShahidDibas, let our voices be louder - we will not be cowed down by any force! For people, we'll give our all.
আরও পড়ুন: শিয়ালদায় মানুষের উপচে পড়া ভিড়, বিলি হচ্ছে জল-বাতাসা-মাস্ক
কণ্ঠস্বর আরও দৃপ্ত করার ডাক দিয়ে অভিষেক আরও লিখেছেন, "এই শহিদ দিবসে আমাদের কণ্ঠস্বর আরও দৃঢ় হোক (Let our voices be louder) - আমরা কোনও শক্তিকে ভয় পাব না ! মানুষের জন্য আমরা আমাদের সবটা দেব ৷"