ETV Bharat / city

SSC Recruitment Scam: পরিবর্তনের পরিবর্তন চেয়ে সরব বাম মনস্ক বুদ্ধিজীবীরা - পবিত্র সরকার

নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে এবার পরিবর্তনের পরিবর্তন চাইলেন বাম মনোভাবাপন্ন বুদ্ধিজীবীরা ৷ শনিবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে বাংলায় বদলের ডাক দিলেন তাঁরা ৷

Leftist Intellectuals demand change in State Government after SSC Recruitment Scam
SSC Recruitment Scam: পরিবর্তনের পরিবর্তন চেয়ে সরব বাম মনস্ক বুদ্ধিজীবীরা
author img

By

Published : Jul 30, 2022, 7:30 PM IST

কলকাতা, 30 জুলাই: নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) প্রেক্ষিতে রাজ্যে এবার পালাবদলের ডাক দিলেন বাম মনোভাবাপন্ন বুদ্ধিজীবীরা ৷ তাঁদের বক্তব্য, বর্তমান সরকার আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে ৷ আন্দোলনের জেরে বা রাজনৈতিক চাপের মুখে ন্য়ায্য চাকরিপ্রার্থীদের মধ্যে কয়েকজনের নিয়োগ হয়ে গেলেই সব সমস্যা মিটে যাবে, এমনটা হতে পারে না ৷ তাই এই পরিবর্তনের পরিবর্তন চাই ৷

শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বাম-বুদ্ধিজীবীরা ৷ সেখানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar), সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya), অভিনেতা দেবদূত ঘোষ-সহ অন্যরা ৷ সেখানেই বাংলায় বদলের ডাক দেন তাঁরা ৷

শিক্ষাবিদ পবিত্র সরকারের অভিযোগ, "গোটা বিশ্বের কাছে বাংলার মাথা হেঁট হয়ে গিয়েছে ৷ আমরা শুধু সেই ছেলেমেয়েগুলির কথা ভাবছি, যাঁরা গত 500 দিন ধরে রাস্তায় বসে আছেন ৷ বৈধ প্যানেলভুক্ত হওয়া সত্ত্বেও পুলিশের লাঠি খেয়ে, জল, ঝড়, বৃষ্টিতে ভিজে রাস্তায় বসে আছেন ৷ কোটি কোটি টাকার কাছে তাঁদের নাম প্যানেলের নীচে নেমে গিয়েছে ৷ লড়াইটা সবে শুরু হয়েছে ৷ শুধুমাত্র একটা দলের কারণে গত 10 বছরে প্রশাসনের মজ্জায় মজ্জায় দুর্নীতি ভরে গিয়েছে ৷"

বাংলায় বদলের ডাক বাম-বুদ্ধিজীবীদের !

আরও পড়ুন: Saumitra Slams Abhishek: চাকরি প্রার্থীদের বৈঠক নিয়ে অভিষেককে কটাক্ষ সৌমিত্রর

পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, শিক্ষক দুর্নীতিতে শুধুমাত্র একজন মন্ত্রী বা প্রাক্তন মন্ত্রী জড়িত থাকতে পারেন না ৷ তাঁর অভিযোগ, রাজ্য মন্ত্রিসভার প্রত্য়েকটি সদস্য দুর্নীতিতে জড়িত রয়েছেন ৷ সঠিক তদন্ত হলে তাঁদের সকলের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যাবে ৷

বিকাশ মনে করেন, বাংলার এই নিয়োগ দুর্নীতি ব্যাপম কেলেঙ্কারির থেকে বড় ঘটনা ৷ এর সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রীও জড়িত থাকতে পারেন বলে তাঁর আশঙ্কা ৷ বিকাশের দাবি, তদন্তে যাঁর যাঁর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাঁদের সকলকেই কঠোর শাস্তি দিতে হবে ৷ শুক্রবার এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি বৈঠক করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কোন এক্তিয়ারে অভিষেক সেই বৈঠক করলেন, এদিন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিকাশ ৷

কলকাতা, 30 জুলাই: নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) প্রেক্ষিতে রাজ্যে এবার পালাবদলের ডাক দিলেন বাম মনোভাবাপন্ন বুদ্ধিজীবীরা ৷ তাঁদের বক্তব্য, বর্তমান সরকার আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে ৷ আন্দোলনের জেরে বা রাজনৈতিক চাপের মুখে ন্য়ায্য চাকরিপ্রার্থীদের মধ্যে কয়েকজনের নিয়োগ হয়ে গেলেই সব সমস্যা মিটে যাবে, এমনটা হতে পারে না ৷ তাই এই পরিবর্তনের পরিবর্তন চাই ৷

শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বাম-বুদ্ধিজীবীরা ৷ সেখানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar), সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya), অভিনেতা দেবদূত ঘোষ-সহ অন্যরা ৷ সেখানেই বাংলায় বদলের ডাক দেন তাঁরা ৷

শিক্ষাবিদ পবিত্র সরকারের অভিযোগ, "গোটা বিশ্বের কাছে বাংলার মাথা হেঁট হয়ে গিয়েছে ৷ আমরা শুধু সেই ছেলেমেয়েগুলির কথা ভাবছি, যাঁরা গত 500 দিন ধরে রাস্তায় বসে আছেন ৷ বৈধ প্যানেলভুক্ত হওয়া সত্ত্বেও পুলিশের লাঠি খেয়ে, জল, ঝড়, বৃষ্টিতে ভিজে রাস্তায় বসে আছেন ৷ কোটি কোটি টাকার কাছে তাঁদের নাম প্যানেলের নীচে নেমে গিয়েছে ৷ লড়াইটা সবে শুরু হয়েছে ৷ শুধুমাত্র একটা দলের কারণে গত 10 বছরে প্রশাসনের মজ্জায় মজ্জায় দুর্নীতি ভরে গিয়েছে ৷"

বাংলায় বদলের ডাক বাম-বুদ্ধিজীবীদের !

আরও পড়ুন: Saumitra Slams Abhishek: চাকরি প্রার্থীদের বৈঠক নিয়ে অভিষেককে কটাক্ষ সৌমিত্রর

পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, শিক্ষক দুর্নীতিতে শুধুমাত্র একজন মন্ত্রী বা প্রাক্তন মন্ত্রী জড়িত থাকতে পারেন না ৷ তাঁর অভিযোগ, রাজ্য মন্ত্রিসভার প্রত্য়েকটি সদস্য দুর্নীতিতে জড়িত রয়েছেন ৷ সঠিক তদন্ত হলে তাঁদের সকলের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যাবে ৷

বিকাশ মনে করেন, বাংলার এই নিয়োগ দুর্নীতি ব্যাপম কেলেঙ্কারির থেকে বড় ঘটনা ৷ এর সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রীও জড়িত থাকতে পারেন বলে তাঁর আশঙ্কা ৷ বিকাশের দাবি, তদন্তে যাঁর যাঁর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাঁদের সকলকেই কঠোর শাস্তি দিতে হবে ৷ শুক্রবার এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি বৈঠক করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কোন এক্তিয়ারে অভিষেক সেই বৈঠক করলেন, এদিন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিকাশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.