কলকাতা, 26 নভেম্বর : এই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্পের স্লোগান অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে । সামনেই আবার কলকাতা পৌরসভা নির্বাচন (Kolkata Corporation Election 2021) । সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকারের পাল্টা হিসাবে বামফ্রন্টের স্লোগান হবে 'উঠোনে পাঠশালা' (Left counters Duare Sarkar with Uthone Pathshala)। শুক্রবার তালিকা ঘোষণার পাশে পাশে কলকাতা পৌরসভা নির্বাচনের নির্বাচনী ইস্তাহারও প্রকাশ করে কলকাতা জেলা বামফ্রন্ট (Left unveils manifesto)। সেই ইস্তাহারে এই 'উঠোনে পাঠশালা' প্রকল্পের বিশেষভাবে উল্লেখ করেছে জেলা বামফ্রন্ট ।
এবার দেখা যাক কী এই প্রস্তাবিত 'উঠোনে পাঠশালা' প্রকল্প । বামফ্রন্ট নেতৃত্ব জানাচ্ছেন, শহরের বস্তি অঞ্চলে স্কুলছুটদের শিক্ষা সম্পূর্ণ করার জন্য প্রস্তাবিত বিশেষ কর্মসূচি হল এই উঠোনে পাঠশালা । বিশেষ দরকারে কর্পোরেশন স্কুল যাবে বস্তি অঞ্চলে । বস্তিতে বস্তিতে গড়ে তোলা হবে কমিউনিটি লার্নিং সেন্টার এবং বাচ্চারা রান্না করে মিড-ডে মিলের মাধ্যমে নিয়মিত পাবে পুষ্টিকর সুষম খাবার ।
বামফ্রন্টের এই নির্বাচনী ইস্তাহারে আর একটি উল্লেখযোগ্য প্রস্তাবিত প্রকল্প হল 'রামধনুর অধিকার'। কলকাতা পৌরসভার বোর্ড গঠনে সফল হলে বামফ্রন্ট তৃতীয় লিঙ্গের মানুষের জন্য স্বাস্থ্যবিমা, সমস্ত ধরনের সামাজিক সুরক্ষা, কর্পোরেশন স্কুলে নিখরচায় শিক্ষা এবং সুস্থ কর্মসংস্থানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে ।
এমনই আর একটা প্রস্তাবিত প্রকল্প হল 'শ্রমিকের শেল্টার' । এই প্রকল্পের অধীনে থাকবে প্রিতিটি বোরোতে শ্রমজীবী মানুষদের জন্য রাতের আস্তানা, শ্রমজীবী মহিলাদের সন্তানদের জন্য ক্রেশ, 100 দিনের কর্মীদের জন্য ন্যূনতম 327 টাকা বেতন চালু এবং প্রতিটি ওয়ার্ডে শ্রমজীবী বাজার এবং শ্রমজীবী ক্যান্টিন চালু করা ।
কলকাতা পৌরসভায় দুর্নীতির অভিযোগ বহুদিনের । তাই বামফ্রন্টের ঘোষণা, বোর্ড গঠনে সফল হলে মিউনিসিপাল ভিজিল্যান্স অথরিটি চালু করা হবে যার পোশাকি নাম হবে পাবলিকই প্রহরী । কর্পোরেশনের সমস্ত টেন্ডার এবং প্রকল্পের বাজেট ওয়েবসাইটে দেওয়া হবে মানুষের নজরে আনবার জন্য এবং মানুষ যাতে অভিযোগ জানাতে পারে তার জন্য কমপ্লেন সেল খোলা হবে ।