ETV Bharat / city

পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ বাম ছাত্র-যুবরা - police torture on nabanna abhijan

পুলিশি নির্যাতনের বিচার চেয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হল বাম ছাত্র-যুবদের প্রতিনিধি দল ৷ 12 জনের প্রতিনিধিদল আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে ৷ প্রতিনিধি দলের সদস্যরা ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছে রাজ্যপালের কাছে ৷ পরে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

রাজ্যপালের সঙ্গে বৈঠক বাম ছাত্র -যুবদের প্রতিনিধিদল
author img

By

Published : Sep 15, 2019, 5:15 PM IST

Updated : Sep 15, 2019, 5:29 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করল বাম ছাত্র-যুব সংগঠনের প্রতিনিধিরা ৷ নবান্ন অভিযানে শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে বাম ছাত্র যুব সংগঠনের 12 জনের প্রতিনিধি দল ৷ DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের নেতৃত্বে আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা ৷

আজ রাজ্যপাল ধনকড় বাম ছাত্র-যুবদের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, "পুলিশ শুক্রবার বাম ছাত্র-যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে নারকীয় তাণ্ডব চালায় ৷ সেই তাণ্ডবে অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ ওইদিনের ঘটনার সমস্ত ছবি তাঁর হাতে তুলে দেওয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত বিবরণ রাজ্যপালকে দেওয়া হয়েছে৷ মহিলা পুলিশ ছাড়াই মিছিলে থাকা যুবতিদের উপর আক্রমণ করেছে পুলিশ ৷ এমন কী ধৃত বাম ছাত্র-যুবদের উপর মিথ্যে মামলা দায়ের করেছে পুলিশ৷ এসমস্ত বিষয়ই রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে ৷ " DYFI-র রাজ্য সম্পাদক জানান, রাজ্যপাল তাঁদের সমস্ত অভিযোগ মনযোগ সহকারে শুনেছেন ৷ পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ৷

শুনুন DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রর বক্তব্য

আরও পড়ুন : নবান্ন অভিযানে ধৃতদের দু'দিনের জেল হেপাজত

একাধিক দাবিতে শুক্রবার (13 সেপ্টেম্বর ) নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন SFI ও DYFI ৷ সেই অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার বঙ্গবাসী মোড় ৷ দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয়৷ বিক্ষোভকারীদের হটাতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । জখম হন কয়েকজন বামকর্মী ও পুলিশ ৷ মারধর করা হয় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদেরও৷ এই ঘটনায় পুলিশ 23 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে তাঁদের দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

আরও পড়ুন : বাম ছাত্র ও যুবর নবান্ন অভিযানে ঘিরে অশান্তি, জলকামান-কাঁদানে গ্যাস

কলকাতা, 15 সেপ্টেম্বর : পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করল বাম ছাত্র-যুব সংগঠনের প্রতিনিধিরা ৷ নবান্ন অভিযানে শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে বাম ছাত্র যুব সংগঠনের 12 জনের প্রতিনিধি দল ৷ DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের নেতৃত্বে আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা ৷

আজ রাজ্যপাল ধনকড় বাম ছাত্র-যুবদের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, "পুলিশ শুক্রবার বাম ছাত্র-যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে নারকীয় তাণ্ডব চালায় ৷ সেই তাণ্ডবে অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ ওইদিনের ঘটনার সমস্ত ছবি তাঁর হাতে তুলে দেওয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত বিবরণ রাজ্যপালকে দেওয়া হয়েছে৷ মহিলা পুলিশ ছাড়াই মিছিলে থাকা যুবতিদের উপর আক্রমণ করেছে পুলিশ ৷ এমন কী ধৃত বাম ছাত্র-যুবদের উপর মিথ্যে মামলা দায়ের করেছে পুলিশ৷ এসমস্ত বিষয়ই রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে ৷ " DYFI-র রাজ্য সম্পাদক জানান, রাজ্যপাল তাঁদের সমস্ত অভিযোগ মনযোগ সহকারে শুনেছেন ৷ পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ৷

শুনুন DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রর বক্তব্য

আরও পড়ুন : নবান্ন অভিযানে ধৃতদের দু'দিনের জেল হেপাজত

একাধিক দাবিতে শুক্রবার (13 সেপ্টেম্বর ) নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন SFI ও DYFI ৷ সেই অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার বঙ্গবাসী মোড় ৷ দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয়৷ বিক্ষোভকারীদের হটাতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । জখম হন কয়েকজন বামকর্মী ও পুলিশ ৷ মারধর করা হয় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদেরও৷ এই ঘটনায় পুলিশ 23 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে তাঁদের দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

আরও পড়ুন : বাম ছাত্র ও যুবর নবান্ন অভিযানে ঘিরে অশান্তি, জলকামান-কাঁদানে গ্যাস

Intro:Body:পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বাম ছাত্র যুবরা। নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগ জানানো হলো রাজ্যপাল জগদীপ ধনকরকে।
নবান্ন অভিযানে শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশের লাঠিচার্জের নালিশ করা হয়েছে রাজ্যপালকে।
ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক সায়ন দীপ মিত্রের নেতৃত্বে আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে বিস্তারিত অভিযোগ জানায় তাঁরা।
সায়নদীপ মিত্র জানিয়েছেন, পুলিশ পরশুদিন বাম ছাত্র যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে যে নারকীয় তাণ্ডব করেছে, সেই তাণ্ডবে অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে। তাঁকে ঘটনার দিন কার ছবি তুলে দেওয়া হয়েছে এবং বিস্তারিত ঘটনার বিবরণ দেওয়া হয়েছে রাজ্যপালকে।শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি তান্ডব কাঙ্খিত ছিল না বলে রাজ্যপাল জানিয়েছেন সায়নদীপদের। মহিলা পুলিশ ছাড়াই যুবতীদের আক্রমণ করেছে পুলিশ। এই অভিযোগও রাজ্যপালকে জানিয়েছেন তারা। রাজ্যপাল তাদের দাবির সঙ্গে সহমত বলে জানিয়েছেন সায়নদীপ।
ছাত্রদের মিছিল কখনো অগণতান্ত্রিক হতে পারেনা। সমগ্র ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় হস্তক্ষেপ করবেন রাজ্যপাল। এমনটাই আশ্বাস তাদের দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন সায়নদীপ মিত্র।
২৩ জন ছাত্র-ছাত্রীর নামে খুন বাদে সব রকমের মিথ্যে মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই অভিযোগটিও রাজ্যপালকে জানিয়েছেন বাম ছাত্র যুবরা।
পুলিশি তাণ্ডবের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আজ রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করে বাম ছাত্র-যুবরা।
তারা হুশিয়ারি দিয়েছে, রাস্তায় নেমেই দাবি আদায় করা হবে। লড়াইয়ের ময়দানে।Conclusion:
Last Updated : Sep 15, 2019, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.