কলকাতা, 12 ফেব্রুয়ারি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে তালা ঝোলালেন বাম ছাত্ররা। বৃহস্পতিবার বাম-কংগ্রেস ছাত্র-যুব সংগঠনগুলির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে৷ তারই প্রতিবাদে শুক্রবার রাজ্য়ে 12 ঘণ্টার হরতাল ডাকে 16টি বাম সংগঠন এবং ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস৷ এই কর্মসূচির সমর্থনে এদিন সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট বন্ধ করে রাখেন বাম ছাত্র-ছাত্রীরা।
তবে গেটে তালা ঝোলানো হলেও ভিতরে খোলা ছিল প্রশাসনিক ভবন। অরবিন্দ ভবনে আসেন উপাচার্য সুরঞ্জন দাস, সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষ সহ অন্য আধিকারিক ও কর্মীরা।
এদিকে, অরবিন্দ ভবন খোলা থাকার খবর পেতেই হরতাল সমর্থনকারী ছাত্ররা এসে উপাচার্যকে আবেদন করেন যাতে এদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম বন্ধ রাখা যায়৷ কিন্তু, তাতে রাজি হননি উপাচার্য। তাই প্রশাসনিক ভবনের তিনটি গেটেই তালা ঝুলিয়ে দেন হরতাল সমর্থনকারীরা ৷
আরও পড়ুন: বনধে হাজিরা স্বাভাবিক রাজ্য় সরকারি দপ্তরে
বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের বক্তব্য ছিল, বৃহস্পতিবার ছাত্র ও যুব সমাজের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার এই হরতাল পালন করা হচ্ছে। তারজন্য একদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে এমন কিছু অসুবিধা হবে না। তাই যদি কাজ করতেই হয় তাহলে ভিতরে বসেই কাজ করতে হবে কর্তৃপক্ষকে। সন্ধ্যা ছ’টার আগে তালা খোলা হবে না৷
এদিন প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকে গেট। ফলে কেউই ভিতরে ঢুকতে বা বেরতে পারেননি৷ এমনকী, চাকরির ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদেরও ঢুকতে দেওয়া হয়নি৷ অবশেষে ছাত্রদের অন্য একটি দল এসে বিক্ষোভ দেখায় বন্ধ গেটের বাইরে। ভিতরে ঢুকতে চান তাঁরা৷ এরপরই কর্মচারীরা এসে অন্য একটি গেট খুলে দেন। ভেঙে ফেলা হয় বাম পড়ুয়াদের লাগানো তালাও৷