ETV Bharat / city

দিলীপই সোনা, সোনার বাংলা গড়ার দরকার কী : সুজন - অমিত শাহের সমালোচনায় সুজন চক্রবর্তী

অমিত শাহের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী । BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে সুজন বলেন, " BJP -তে দিলীপ ঘোষই তো সোনা। উনি গোরুর দুধে সোনা পান । এরপরে আবার সোনার বাংলা গড়ার দরকার কী !"

sujan chakraborty
সুজন চক্রবর্তী
author img

By

Published : Jun 9, 2020, 10:27 PM IST

কলকাতা, 9 জুন: তৃণমূল এ রাজ্যের যা ক্ষতি করেছে তার থেকে BJP ত্রিপুরাতে বেশি ক্ষতি করেছে । অমিত শাহের ভার্চুয়াল সভার পর এভাবে অমিত শাহকে কটাক্ষ করলেন বামনেতা সুজন চক্রবর্তী। আজ BJP নেতা অমিত শাহ বাম আমলের সঙ্গে তৃণমূল শাসনের তুলনা করতে গিয়ে বলেন,"তৃণমূল শাসনের থেকে বাম আমল অনেক ভালো ছিল ।" পাশাপাশি বাম- তৃণমূলের পর এবার BJP-কে সুযোগ দেওয়ার আবেদনও পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে রাখেন শাহ । সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন অমিত শাহ ।

অমিত শাহের মুখে বাম আমলের প্রশংসাকে সযত্নে এড়িয়ে গিয়ে সুজন বলেন," কোটি টাকা খরচ করে রাজসূয় যজ্ঞ করেছেন অমিত শাহ। সবাই যেটা জানেন আজ সেটাই বলেছেন অমিত শাহ। তৃণমুলের থেকে বামেরা ভালো। এর আগে রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি ব্যবস্থা সবথেকে ভালো। তৃণমূলের থেকে বাম আমল ভালো ছিল একথা এখন সবাই বলে । অনেক তৃণমূল নেতাও মুখ ফসকে বলে ফেলেন । "

রাজ্যে তৃণমূলের পরিবর্তে BJP-কে ক্ষমতায় আনার শাহের স্বপ্নকে কটাক্ষ করেন সুজন । রাজ্যে তৃণমূলের বিকল্প শক্তি হিসাবে বামকে তুলে ধরতে চেয়ে BJP শাসিত রাজ্য ত্রিপুরা, গুজরাতের উদাহরণ টেনে আনেন সুজন । তিনি শাহের কড়া সমালোচনা করে বলেন, " তৃণমূল এরাজ্যে যা করেছে তার থেকে বেশি ক্ষতি ত্রিপুরার করেছে BJP "। অমিত শাহের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তিনি বলেন, " BJP -তে দিলীপ ঘোষই তো সোনা। উনি গোরুর দুধে সোনা পান । এরপরে আবার সোনার বাংলা গড়ার দরকার কী !"

সুজন চক্রবর্তী

কলকাতা, 9 জুন: তৃণমূল এ রাজ্যের যা ক্ষতি করেছে তার থেকে BJP ত্রিপুরাতে বেশি ক্ষতি করেছে । অমিত শাহের ভার্চুয়াল সভার পর এভাবে অমিত শাহকে কটাক্ষ করলেন বামনেতা সুজন চক্রবর্তী। আজ BJP নেতা অমিত শাহ বাম আমলের সঙ্গে তৃণমূল শাসনের তুলনা করতে গিয়ে বলেন,"তৃণমূল শাসনের থেকে বাম আমল অনেক ভালো ছিল ।" পাশাপাশি বাম- তৃণমূলের পর এবার BJP-কে সুযোগ দেওয়ার আবেদনও পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে রাখেন শাহ । সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন অমিত শাহ ।

অমিত শাহের মুখে বাম আমলের প্রশংসাকে সযত্নে এড়িয়ে গিয়ে সুজন বলেন," কোটি টাকা খরচ করে রাজসূয় যজ্ঞ করেছেন অমিত শাহ। সবাই যেটা জানেন আজ সেটাই বলেছেন অমিত শাহ। তৃণমুলের থেকে বামেরা ভালো। এর আগে রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি ব্যবস্থা সবথেকে ভালো। তৃণমূলের থেকে বাম আমল ভালো ছিল একথা এখন সবাই বলে । অনেক তৃণমূল নেতাও মুখ ফসকে বলে ফেলেন । "

রাজ্যে তৃণমূলের পরিবর্তে BJP-কে ক্ষমতায় আনার শাহের স্বপ্নকে কটাক্ষ করেন সুজন । রাজ্যে তৃণমূলের বিকল্প শক্তি হিসাবে বামকে তুলে ধরতে চেয়ে BJP শাসিত রাজ্য ত্রিপুরা, গুজরাতের উদাহরণ টেনে আনেন সুজন । তিনি শাহের কড়া সমালোচনা করে বলেন, " তৃণমূল এরাজ্যে যা করেছে তার থেকে বেশি ক্ষতি ত্রিপুরার করেছে BJP "। অমিত শাহের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তিনি বলেন, " BJP -তে দিলীপ ঘোষই তো সোনা। উনি গোরুর দুধে সোনা পান । এরপরে আবার সোনার বাংলা গড়ার দরকার কী !"

সুজন চক্রবর্তী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.