ETV Bharat / city

193 আসনে রফা করে 28শে ব্রিগেড চলোর ডাক বাম-কংগ্রেসের - Left cong alliance

বাম-কংগ্রেস জোটের আসন বণ্টন চূড়ান্ত৷ 193টি আসনে সমঝোতা চূড়ান্ত৷ বাকি 101টি আসনের জন্য আবার আলোচনা হবে৷ আগামী 28 ফেব্রুয়ারি ব্রিগেডে জোটের তরফে সমাবেশ করা হবে৷

বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের আসন চূড়ান্ত, 28 ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ
বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের আসন চূড়ান্ত, 28 ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ
author img

By

Published : Jan 28, 2021, 1:15 PM IST

Updated : Jan 28, 2021, 2:12 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : বিধানসভা নির্বাচনে জোটের আসন বণ্টন চূড়ান্ত করে ফেলল বামফ্রন্ট ও কংগ্রেস৷ বৃহস্পতিবার এক বৈঠকের পর জোটের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ 193টি আসনে সমঝোতা চূড়ান্ত৷ বাকি 101টি আসনের জন্য আবার আলোচনা হবে৷ এদিন এমনটাই জানানো হয়েছে জোটের তরফে৷

বিধানসভা নির্বাচনের প্রচারে ব্রিগেডে বাম ও কংগ্রেস জোটের তরফে সমাবেশ করার কথাও ঘোষণা করা হয়েছে৷ আগামী 28 ফেব্রুয়ারি ওই ব্রিগেড সমাবেশ হবে বলে এই কথা জানানো হয়েছে এদিন জোটের সাংবাদিক বৈঠকে৷

বৃহস্পতিবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে জোটের নেতাদের বৈঠক হয়৷ তার পর এক সাংবাদিক বৈঠকে হাজির হয়ে 193টি আসনে সমঝোতা হওয়ার কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ পরবর্তী আলোচনায় বাকি আসনের রফাসূত্রও বের হবে বলে তিনি জানিয়েছেন৷ বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট হওয়া কতটা জরুরি, তা বোঝাতে গিয়ে অধীর জানান, তাঁদের লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে৷ দুই দলকেই পরাজিত করা বাংলার মানুষের জন্য জরুরি৷

এই আসন রফা দু’টি ধাপে হল৷ প্রথম ধাপে 77টি আসন নিয়ে সমঝোতা হয়৷ আর আজ আরও 116টি আসন নিয়ে সমঝোতা হল৷ বামফ্রন্ট 101টি আসনে লড়াই করবে৷ আর কংগ্রেস লড়বে 92টি আসনে৷ তবে কোন পক্ষ কোন আসনে লড়াই করবে, সেই বিষয়টি এখনও প্রকাশ্যে আসেনি৷

আরও পড়ুন : সাংবাদিক বৈঠকে কংগ্রেস, রয়েছেন চিদম্বরম

এদিকে ব্রিগেড সমাবেশের আয়োজনে কোনও ত্রুটি রাখতে চায় না জোট৷ কংগ্রেসের পক্ষ থেকে জানা গিয়েছে যে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি ও দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকেও আমন্ত্রণ জানানো হবে৷ স্বাভাবিক ভাবে বামফ্রন্টের জাতীয় স্তরের নেতারাও উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে৷

কলকাতা, 28 জানুয়ারি : বিধানসভা নির্বাচনে জোটের আসন বণ্টন চূড়ান্ত করে ফেলল বামফ্রন্ট ও কংগ্রেস৷ বৃহস্পতিবার এক বৈঠকের পর জোটের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ 193টি আসনে সমঝোতা চূড়ান্ত৷ বাকি 101টি আসনের জন্য আবার আলোচনা হবে৷ এদিন এমনটাই জানানো হয়েছে জোটের তরফে৷

বিধানসভা নির্বাচনের প্রচারে ব্রিগেডে বাম ও কংগ্রেস জোটের তরফে সমাবেশ করার কথাও ঘোষণা করা হয়েছে৷ আগামী 28 ফেব্রুয়ারি ওই ব্রিগেড সমাবেশ হবে বলে এই কথা জানানো হয়েছে এদিন জোটের সাংবাদিক বৈঠকে৷

বৃহস্পতিবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে জোটের নেতাদের বৈঠক হয়৷ তার পর এক সাংবাদিক বৈঠকে হাজির হয়ে 193টি আসনে সমঝোতা হওয়ার কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ পরবর্তী আলোচনায় বাকি আসনের রফাসূত্রও বের হবে বলে তিনি জানিয়েছেন৷ বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট হওয়া কতটা জরুরি, তা বোঝাতে গিয়ে অধীর জানান, তাঁদের লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে৷ দুই দলকেই পরাজিত করা বাংলার মানুষের জন্য জরুরি৷

এই আসন রফা দু’টি ধাপে হল৷ প্রথম ধাপে 77টি আসন নিয়ে সমঝোতা হয়৷ আর আজ আরও 116টি আসন নিয়ে সমঝোতা হল৷ বামফ্রন্ট 101টি আসনে লড়াই করবে৷ আর কংগ্রেস লড়বে 92টি আসনে৷ তবে কোন পক্ষ কোন আসনে লড়াই করবে, সেই বিষয়টি এখনও প্রকাশ্যে আসেনি৷

আরও পড়ুন : সাংবাদিক বৈঠকে কংগ্রেস, রয়েছেন চিদম্বরম

এদিকে ব্রিগেড সমাবেশের আয়োজনে কোনও ত্রুটি রাখতে চায় না জোট৷ কংগ্রেসের পক্ষ থেকে জানা গিয়েছে যে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি ও দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকেও আমন্ত্রণ জানানো হবে৷ স্বাভাবিক ভাবে বামফ্রন্টের জাতীয় স্তরের নেতারাও উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে৷

Last Updated : Jan 28, 2021, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.