কলকাতা, 28 জানুয়ারি : অধীর চৌধুরীর উপস্থিতিতে এই প্রথম কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বামফ্রন্ট এবং কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে বৈঠক হল বৃহস্পতিবার। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের ডেপুটি লিডার নেপাল মাহাতো, মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী প্রমুখ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। বামফ্রন্টের তরফে সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, বিশ্বনাথ চৌধুরী দীর্ঘক্ষণ বৈঠক করেন আসন্ন বিধানসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়ে।
মোট 193টা আসনে আজ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জোটের তরফে জানানো হয়েছে, যৌথভাবেই প্রচার চলবে। প্রথম দফায় 77 টা, আজকের আলোচনায় 48 টি আসনে কংগ্রেস এবং 68 আসলে বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঠিক হয়েছে। 294 টি আসনের মধ্যে 193 টি আসনে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আগামী 28 ফেব্রুয়ারি বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে ব্রিগেড সমাবেশ করবে। রাহুল গান্ধি অথবা প্রিয়াঙ্কা গান্ধিকে ব্রিগেড সমাবেশে নিয়ে আসা হবে বলে আলোচনা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে রাজ্যজুড়ে প্রচার চালাবে জানানো হয়েছে জোটের তরফে।
আরও পড়ুন : তাপস রায়ের বক্তব্যে বিধানসভায় হইচই, বিক্ষোভ বাম-কংগ্রেসের
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "তৃণমূল এবং বিজেপির মুদ্রার একই পিঠ। জোড়া ফুল এবং এক ফুল দুই সমান। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষের কাছে জনসংযোগ তৈরি করতে পৌঁছে যাবে বামফ্রন্ট এবং কংগ্রেস।"