কলকাতা, 26 জানুয়ারি : দেশজুড়ে যখন কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছে তখন কলকাতাতে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে কৃষক সংহতি প্যারেড করল ৷ হাজরা থেকে এবং রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত এই মিছিল করে বাম ও কংগ্রেস রাজ্য় নেতৃত্ব। আজকের এই মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ সহযোগী বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতানেত্রীরা ৷
অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিল হচ্ছে। সেই মিছিলের সমর্থনে আজ বিকেলে শহরের দুইটি প্রান্ত থেকে জোড়া মিছিল এসে পার্কসার্কাসে মিলিত হয়। এ নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করছে, দেশজুড়ে কৃষকদের আন্দোলন আরও জোরদার হবে। কেন্দ্রীয় সরকারকে অনুকরণ করে এ রাজ্যের সরকার কৃষক বিরোধী আইন চালু করতে চায় পশ্চিমবঙ্গে। এই অভিযোগে ইতিমধ্যেই সরকারের সঙ্গে বিরোধীদের মতপার্থক্য চূড়ান্ত আকার নিয়েছে। 2014 সালে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের ন্যায়, এমনই কৃষক বিরোধী বিল রাজ্য বিধানসভায় পাশ করেছিল। সেই আইনটিকেও প্রত্যাহার করতে হবে রাজ্য সরকারকে ৷ না হলে এ রাজ্য কৃষকরা ক্ষোভে উত্তাল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।
আরও পড়ুন :রাজধানীতে মোতায়েন হবে 10 কোম্পানি সিআরপিএফ জওয়ান
রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারকে অনুকরণ করে এ রাজ্যের সরকার চলতে চাইছে। যদি রাজ্য় সরকার কৃষকের স্বার্থ না দেখে, তবে দিল্লির কৃষক আন্দোলনের মতো এ রাজ্যেও কৃষক আন্দোলন হবে ৷ এ রাজ্য সরকারকেও 2014 সালের কৃষক বিরোধী আইন প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে তিনটি নতুন কৃষি আইন বাতিল করতে হবে। না হলে এর থেকে পালিয়ে বাঁচতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকার।