ETV Bharat / city

কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন CPI(M) সাংসদ লক্ষ্মণ শেঠ - congress

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন CPI(M) সাংসদ লক্ষ্মণ শেঠ।

লক্ষ্মণ শেঠ(ফাইল ফোটো)
author img

By

Published : Mar 28, 2019, 3:23 PM IST

কলকাতা, 28 মার্চ : আগেই ছেড়েছিলেন বামেদের হাত। এবার ছাড়লেন BJP-রও। আজ কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন প্রদেশ কংগ্রেস অফিসে। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর উপস্থিতিতে দলে যোগ দেবেন বলে জানা গেছে।

ফের দলবদলের পথে লক্ষ্মণ শেঠ। 2014-তে ছাড়েন CPI(M)। এরপর 2016-য় যোগ দেন BJP-তে। কিন্তু সেখানেও থিতু হতে পারলেন না। কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি ছাড়ার কথাও বলেন তিনি। এরপর থেকেই জল্পনা ছিল কোন দলে যোগ দেবেন। অনেকে ভেবেছিলেন যোগ দিতে পারেন ফের CPI(M)-এ। কিন্তু, তিনি যোগ দিতে চলেছেন কংগ্রেসে।

কলকাতা, 28 মার্চ : আগেই ছেড়েছিলেন বামেদের হাত। এবার ছাড়লেন BJP-রও। আজ কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন প্রদেশ কংগ্রেস অফিসে। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর উপস্থিতিতে দলে যোগ দেবেন বলে জানা গেছে।

ফের দলবদলের পথে লক্ষ্মণ শেঠ। 2014-তে ছাড়েন CPI(M)। এরপর 2016-য় যোগ দেন BJP-তে। কিন্তু সেখানেও থিতু হতে পারলেন না। কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি ছাড়ার কথাও বলেন তিনি। এরপর থেকেই জল্পনা ছিল কোন দলে যোগ দেবেন। অনেকে ভেবেছিলেন যোগ দিতে পারেন ফের CPI(M)-এ। কিন্তু, তিনি যোগ দিতে চলেছেন কংগ্রেসে।

রায়গঞ্জ, ২৮ মার্চঃ- নিন্মমানের সামগ্রী ব্যবহার হচ্ছে এই অভিযোগে ইটাহারের গুলন্ধর-২ গ্রাম পঞ্চায়েতের পারের গ্রামের সুই নদীর উপরে নির্মিয়মান সেতুর কাজ আটকে দিল স্থানীয়রা।তাদের অভিযোগ ওই কাজের বরাত পাওয়া ঠিকাদার নিজের ইচ্ছেমতো নিন্মমানের সামগ্রী ব্যবহার করছিল।যার জেরে আগামীতে ওই সেতু ভেঙে পড়তে পারে।এই আশঙ্কাতেই স্থানীয় বাসিন্দারা জেলাশাসককে টেলিফোনে অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার সমস্ত কাজ বন্ধ করে দেয়।উল্লেখ্য,সম্প্রতি ওই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।নির্বাচন ঘোষণা হওয়ার আগেই নির্মাণ কাজ শুরু হয়েছিল। ইটাহারের গুলন্ধর-২ গ্রাম পঞ্চায়েতের পারের গ্রামের উপর ওই সেতুটি মূলত আশেপাশের সাত-আটটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা নির্ভর করে।ফলে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সুই নদীর উপর পাকা সেতুর।সেই দাবি মেনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেতু নির্মাণের জন্য ৭কোটির বেশি টাকা বরাদ্দ করে।বাসিন্দাদের দাবি,নিন্মমানের বালি ব্যবহার করা হচ্ছিল নির্মাণ কাজে।বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করছিল না ঠিকাদার।বাধ্য হয়েই বুধবার টেলিফোনে জেলাশাসকের কাছে অভিযোগ জানান তারা।তার নির্দেশমতো স্থানীয় থানায় অভিযোগ জানানোর পর ব্যবহৃত বালির নমুনা সংগ্রহ করে পুলিশ।এরপর এদিন কাজ বন্ধ করে দেয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন,আমাদের এই সেতুর দাবি দীর্ঘদিনের।আমাদের দাবি মেনে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে সেতু নির্মাণের টাকা বরাদ্দ করেছেন।কিন্তু এই কাজের ঠিকাদার মুখ্যমন্ত্রীর বদনাম করতে চেয়ে নিন্মমানের সামগ্রী ব্যবহার করেছে।এর বিরুদ্ধে আজ আমরা আন্দোলন করছি।এখানকার কাজ বন্ধ করে দিয়েছি।। তারক চক্রবর্তী, রায়গঞ্জ।।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.