ETV Bharat / city

Agnipath Scheme Protest: অগ্নিপথ থেকে নিয়োগ দুর্নীতি, হাইকোর্টে সত্যাগ্রহ পালন প্রতিবাদী আইনজীবীদের - ন্যাশনাল হেরাল্ড মামলা

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় (Agnipath Scheme Protest) কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) 'সত্যাগ্রহ' (Satyagraha) পালন করলেন কংগ্রেস মনস্ক আইনজীবীরা ৷

lawyers stages Satyagraha in Calcutta High Court to protest Agnipath Scheme and SSC Recruitment Scam
Agnipath Scheme Protest: অগ্নিপথ থেকে নিয়োগ দুর্নীতি, হাইকোর্টে সত্যাগ্রহ পালন প্রতিবাদী আইনজীবীদের
author img

By

Published : Jun 27, 2022, 3:54 PM IST

কলকাতা, 27 জুন: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় (Agnipath Scheme Protest) এবার সরব হলেন আইনজীবীরাও ৷ কংগ্রেসের মতোই তাদের প্রভাবাধীন সংগঠনের আইনজীবী সদস্যরা সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) 'সত্যাগ্রহ' (Satyagraha) পালন করেন ৷ একই কর্মসূচিতে রাজ্যের বিরুদ্ধেও সরব হন আইনজীবীরা ৷ এসএসসি (SSC Recruitment Scam) ও টেট দুর্নীতি (TET Recruitment Scam) নিয়ে বর্তমানে নাজেহাল দশা রাজ্য সরকারের ৷ এদিনের সত্যাগ্রহে সেই দুর্নীতির প্রতিবাদ জানান কংগ্রেস মনস্ক আইনজীবীরা ৷ একইসঙ্গে, ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) রাহুল গান্ধি (Rahul Gandhi) ও সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ইডি-র তলবের বিরোধিতাতেও সরব হন আইনজীবীরা ৷

সোমবার কলকাতা হাইকোর্ট চত্বরে বসেই সত্যাগ্রহে সামিল হন বিক্ষোভকারী আইনজীবীরা ৷ উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এদিন সারা দেশেই সত্যাগ্রহ পালন করে কংগ্রেস ৷ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন করে তারা ৷ সেই উদ্যোগকে সমর্থন জানিয়েই আইনজীবীদের একাংশও সত্যাগ্রহে অংশগ্রহণ করেন ৷

হাইকোর্ট চত্বরেই প্রতিবাদে সামিল আইনজীবীরা ৷

আরও পড়ুন: Agnipath Scheme Protest: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সত্যাগ্রহ পালন কংগ্রেসের

আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য এবং কেন্দ্র, দুই সরকারই বিরোধী কণ্ঠস্বরকে রোখার চেষ্টা করছে ৷ শিক্ষাব্যবস্থা থেকে প্রতিরক্ষা, সর্বত্রই দুর্নীতির বাড়বাড়ন্ত চলছে ৷ অথচ সরকার নির্বিকার ৷ কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের সঙ্গে রাজ্য়ের সিভিক ভলান্টিয়ারদের তুলনা করে দু'টি কর্মসূচিরই সমালোচনা করেন বিক্ষোভরত আইনজীবীরা ৷ তাঁদের অভিযোগ, রাজ্য সরকার যেমন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে পুলিশ প্রশাসনের ক্ষতি করেছে, তেমনই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনার কাঠামো ভেঙে দিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার ৷

কলকাতা, 27 জুন: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় (Agnipath Scheme Protest) এবার সরব হলেন আইনজীবীরাও ৷ কংগ্রেসের মতোই তাদের প্রভাবাধীন সংগঠনের আইনজীবী সদস্যরা সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) 'সত্যাগ্রহ' (Satyagraha) পালন করেন ৷ একই কর্মসূচিতে রাজ্যের বিরুদ্ধেও সরব হন আইনজীবীরা ৷ এসএসসি (SSC Recruitment Scam) ও টেট দুর্নীতি (TET Recruitment Scam) নিয়ে বর্তমানে নাজেহাল দশা রাজ্য সরকারের ৷ এদিনের সত্যাগ্রহে সেই দুর্নীতির প্রতিবাদ জানান কংগ্রেস মনস্ক আইনজীবীরা ৷ একইসঙ্গে, ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) রাহুল গান্ধি (Rahul Gandhi) ও সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ইডি-র তলবের বিরোধিতাতেও সরব হন আইনজীবীরা ৷

সোমবার কলকাতা হাইকোর্ট চত্বরে বসেই সত্যাগ্রহে সামিল হন বিক্ষোভকারী আইনজীবীরা ৷ উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এদিন সারা দেশেই সত্যাগ্রহ পালন করে কংগ্রেস ৷ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন করে তারা ৷ সেই উদ্যোগকে সমর্থন জানিয়েই আইনজীবীদের একাংশও সত্যাগ্রহে অংশগ্রহণ করেন ৷

হাইকোর্ট চত্বরেই প্রতিবাদে সামিল আইনজীবীরা ৷

আরও পড়ুন: Agnipath Scheme Protest: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সত্যাগ্রহ পালন কংগ্রেসের

আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য এবং কেন্দ্র, দুই সরকারই বিরোধী কণ্ঠস্বরকে রোখার চেষ্টা করছে ৷ শিক্ষাব্যবস্থা থেকে প্রতিরক্ষা, সর্বত্রই দুর্নীতির বাড়বাড়ন্ত চলছে ৷ অথচ সরকার নির্বিকার ৷ কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের সঙ্গে রাজ্য়ের সিভিক ভলান্টিয়ারদের তুলনা করে দু'টি কর্মসূচিরই সমালোচনা করেন বিক্ষোভরত আইনজীবীরা ৷ তাঁদের অভিযোগ, রাজ্য সরকার যেমন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে পুলিশ প্রশাসনের ক্ষতি করেছে, তেমনই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনার কাঠামো ভেঙে দিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.