বিধাননগর, 1 নভেম্বর : "বাংলায় অরাজকতা চলছে । রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে ।" আজ বিকেলে কলকাতা বিমানবন্দরে এই কথাই বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তাঁর কথায়, এই সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । নির্বাচন কমিশন শান্তিপূর্ণ এবং সুস্থভাবে বিধানসভা নির্বাচন করাতে পারবে না । কারণ, রাজ্যে পুলিশকর্মীরা শাসকদলের ভৃত্যে পরিণত হয়েছে ।
আজ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন কৈলাস বিজয়বর্গীয় । বলেন, "BJP-র প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় বাড়ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ BJP-র কার্যকর্তাদের খুন করছে । গত 15 দিনে প্রায় দশজন BJP-র কার্যকর্তা সারা বাংলায় খুন হয়েছেন । পুলিশি হেপাজতে দু'জনের মৃত্যু ঘটেছে । মদন ঘড়ুই নামে এক BJP কর্মীর দেহ আজ অবধি পাওয়া গেল না । এমন অসংবেদনশীল সরকার আগে কখনও দেখিনি, যারা আদালতের কথা পর্যন্ত শোনে না ।"
তিনি আরও বলেন, "40 বছর বয়সি BJP কর্মীর দেহ 17 দিন থেকে হাসপাতালের মর্গে রয়েছে । কিন্তু তার পোস্টমর্টেম করা হচ্ছে না । এতটাই অসংবেদনশীল এই সরকার । সরকারের এই চেহারা আমরা জনগণের সামনে তুলে ধরব । কারণ আমরা ভয় পাই না । গণতন্ত্র রক্ষার জন্য যত বলিদান দিতে হয় BJP দেবে । কিন্তু বাংলায় গণতন্ত্র রক্ষা করতেই হবে ।"
আইন-শৃঙ্খলার বিষয়ে রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন । এই বিষয়ে কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য, "রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীকে যা রিপোর্ট দিয়েছেন তা খুবই চিন্তাজনক। স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে নিজেই বলেছেন পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। ব্যক্তিগতভাবে আমি নিজেও মনে করি রাজ্যের অবস্থা খুবই খারাপ । অরাজকতা চলছে ।"