ETV Bharat / city

ট্রলি পেতে দেরি, SSKM-এ নিরাপত্তাকর্মীকে মারধর রোগীর পরিবারের

ট্রলি পেতে দেরি হওয়ায় হাসপাতালের নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হল রোগীর পরিজনরা । আক্রান্ত হয়েছেন এক নিরাপত্তাকর্মী । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আক্রান্ত নিরাপত্তারক্ষী অমৃত রায়
author img

By

Published : Jul 18, 2019, 4:40 PM IST

কলকাতা, 18 জুলাই : ট্রলি পেতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীদের উপর চড়াও হল রোগীর আত্মীয়রা । SSKM হাসপাতালের ঘটনা । মারধরে আক্রান্ত হয়েছেন অমৃত রায় নামে এক নিরাপত্তাকর্মী ।

হাওড়ার বাসিন্দা নারায়ণচন্দ্র বাগচিকে আজ সকালে SSKM হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবারের লোকজন । কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর নারায়ণবাবুর জন্য ট্রলি পাচ্ছিলেন না তাঁর বাড়ির লোকজন । কেন ট্রলি পাওয়া যাচ্ছে না এই নিয়েই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নারায়ণবাবুর আত্মীয়রা । এরপরই তারা নিরাপত্তাকর্মীদের উপর চড়াও হন । অভিযোগ, রোগীর পরিবার অমৃত রায় নামে কর্তব্যরত এক নিরাপত্তাকর্মীকে মারধর করে । ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত নিরাপত্তাকর্মীকে ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন : সুস্থ আছেন পরিবহ, বাড়ি ফিরবেন আগামী সপ্তাহে

আরও পড়ুন : SSKM-এর শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ

হাসপাতাল সূত্রে খবর, হাওড়ার বাসিন্দা ওই রোগীকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিজনরা । যদিও এনিয়ে মৃত ব্যক্তির পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । পুলিশের তরফে জানা গেছে, নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে । যদিও আজকের ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলেনি ।

কলকাতা, 18 জুলাই : ট্রলি পেতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীদের উপর চড়াও হল রোগীর আত্মীয়রা । SSKM হাসপাতালের ঘটনা । মারধরে আক্রান্ত হয়েছেন অমৃত রায় নামে এক নিরাপত্তাকর্মী ।

হাওড়ার বাসিন্দা নারায়ণচন্দ্র বাগচিকে আজ সকালে SSKM হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবারের লোকজন । কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর নারায়ণবাবুর জন্য ট্রলি পাচ্ছিলেন না তাঁর বাড়ির লোকজন । কেন ট্রলি পাওয়া যাচ্ছে না এই নিয়েই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নারায়ণবাবুর আত্মীয়রা । এরপরই তারা নিরাপত্তাকর্মীদের উপর চড়াও হন । অভিযোগ, রোগীর পরিবার অমৃত রায় নামে কর্তব্যরত এক নিরাপত্তাকর্মীকে মারধর করে । ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত নিরাপত্তাকর্মীকে ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন : সুস্থ আছেন পরিবহ, বাড়ি ফিরবেন আগামী সপ্তাহে

আরও পড়ুন : SSKM-এর শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ

হাসপাতাল সূত্রে খবর, হাওড়ার বাসিন্দা ওই রোগীকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিজনরা । যদিও এনিয়ে মৃত ব্যক্তির পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । পুলিশের তরফে জানা গেছে, নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে । যদিও আজকের ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলেনি ।

Intro:কলকাতা, ১৮ জুলাই: ট্রলি পেতে দেরি হচ্ছে। এমন অভিযোগকে কেন্দ্র করে অশান্তি SSKM হাসপাতালে। রোগীর পরিজনরা চড়াও হন বেসরকারি নিরাপত্তারক্ষীদের উপর। এই ঘটনায় এক নিরাপত্তারক্ষী আক্রান্ত হয়েছেন। পুলিশ রোগীর ক্ষুব্ধ পরিজনদের একজনকে গ্রেপ্তার করেছে।Body:সূত্রের খবর, হাওড়ার বাসিন্দা ওই রোগীকে মৃত অবস্থায় বৃহস্পতিবার সকালে SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, ওই রোগীর পরিজনরা ট্রলি খুঁজে পাচ্ছিলেন না। কেন ট্রলি পাওয়া যাচ্ছে না, তা নিয়ে অশান্তির সূত্রপাত বলে জানা গিয়েছে। হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে রোগীর পরিজনদের কথা কাটাকাটি শুরু হয়। তার পরে বচসা। ক্ষুব্ধ পরিজনরা চড়াও হন নিরাপত্তারক্ষীদের উপর। অমৃত রায় নামে এক নিরাপত্তারক্ষীকে রোগীর ক্ষুব্ধ পরিজনরা মারধর করেছেন বলে অভিযোগ।
Conclusion:এই অভিযোগে রোগীর এক পরিজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত অবস্থায় এই হাসপাতালে নিয়ে আসা ওই রোগীর নাম নারায়নচন্দ্র বাগচী বলে জানা গিয়েছে। আক্রান্ত ওই নিরাপত্তারক্ষীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়ে বহুবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে, বক্তব্য মেলেনি।

_____

ছবি:
wb_kol_01a_sskm_chaous_copy_pic_7203421
আক্রান্ত নিরাপত্তারক্ষীর ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.