ETV Bharat / city

Posta bridge: পোস্তা সেতু ভেঙে ফেলার শেষ পর্যায়ের কাজ শুরু আগামী মাসে - Last phase of breaking Posta bridge

পোস্তা সেতু (Posta bridge) ভেঙে ফেলার শেষ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে আগামী মাসে ৷ তার আগে এলাকার মাটির অবস্থা পরীক্ষা করে দেখা হবে (Last phase of breaking Posta bridge)৷

last phase of breaking Posta bridge to begin next month
পোস্তা সেতু ভেঙে ফেলার শেষ পর্যায়ের কাজ শুরু আগামী মাসে
author img

By

Published : May 29, 2022, 5:33 PM IST

কলকাতা, 29 মে: পোস্তা সেতু (Posta bridge) ভাঙার কাজ ধাপে ধাপে এগিয়েছে । শেষ ধাপ এখনও বাকি । যার কাজ শুরু হবে আগামী মাসেই । সেতু ভাঙলেও চিন্তার বিষয় মাটির তলায় পিলার তোলার পাইলিং । নতুন করে সেতুর থাম তুলতে গেলে সেই পুরনো পাইলিং বাঁচিয়ে কাজ করতে হবে । পাশাপাশি মাথায় রাখতে হচ্ছে মাটির নিচে থেকে যাওয়া বিভিন্ন পরিষেবার তার কীভাবে অক্ষত রেখে কাজ করা যায় ! যার জন্য সমীক্ষা করতে হতে পারে বলে জানা যাচ্ছে কেএমডিএ সূত্রে (Last phase of breaking Posta bridge)।

এখন চলছে সেতু ভাঙার তৃতীয় ধাপের কাজ । এই মাসে সেই কাজ শেষ হচ্ছে বলেই খবর কেএমডিএ সূত্রে । জুনেই চতুর্থ ধাপে হাত দেবে কেএমডিএ (KMDA)। কেএমডিএ সূত্রের খবর, তৃতীয় ধাপে গণেশ টকিজ থেকে মালাপাড়া পর্যন্ত ভাঙার কাজ চলছে । চলতি সপ্তাহের মধ্যেই তা শেষ হবে । তারপর জুন মাসে শেষ দফায় ভাঙার কাজ হবে । সেই ধাপে মালাপাড়া থেকে পোস্তা পর্যন্ত ভাঙা হবে । এলাকার মাটির অবস্থা কেমন তা পরীক্ষা করা হবে ।

আরও পড়ুন: পোস্তা উড়ালপুল নিয়ে সেতু বিশেষজ্ঞের রিপোর্ট পেশ নবান্নে

নতুন সেতু তৈরি করতে গেলে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পুরনো সেতুর পাইলিং । নতুন করে পাইলিং করে তার উপর ব্রিজের কাঠামো তৈরি করতে হবে । পুরনো পাইলিং থেকে কতটা নির্দিষ্ট দূরত্বে নতুন পাইলিং হবে তার সমীক্ষা প্রয়োজন । তাই তার আগে দরকার মাটি পরীক্ষা ।

আধিকারিকদের কথায়, বহু বছর ধরে পোস্তা সেতু ওই অবস্থায় পড়েছিল । তারপর মাটির তলায় জল, নিকাশি থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগের লাইন সবকিছু রয়েছে । এত বছরে সেগুলির নানা ধরনের পরিবর্তন হয়েছে । ফলে নতুন করে ওই এলাকায় সেতু বানাতে গেলে পরিষেবাগুলির হাল খতিয়ে দেখা দরকার । সেইগুলি বাঁচিয়ে কাজ করতে হবে ।

কলকাতা, 29 মে: পোস্তা সেতু (Posta bridge) ভাঙার কাজ ধাপে ধাপে এগিয়েছে । শেষ ধাপ এখনও বাকি । যার কাজ শুরু হবে আগামী মাসেই । সেতু ভাঙলেও চিন্তার বিষয় মাটির তলায় পিলার তোলার পাইলিং । নতুন করে সেতুর থাম তুলতে গেলে সেই পুরনো পাইলিং বাঁচিয়ে কাজ করতে হবে । পাশাপাশি মাথায় রাখতে হচ্ছে মাটির নিচে থেকে যাওয়া বিভিন্ন পরিষেবার তার কীভাবে অক্ষত রেখে কাজ করা যায় ! যার জন্য সমীক্ষা করতে হতে পারে বলে জানা যাচ্ছে কেএমডিএ সূত্রে (Last phase of breaking Posta bridge)।

এখন চলছে সেতু ভাঙার তৃতীয় ধাপের কাজ । এই মাসে সেই কাজ শেষ হচ্ছে বলেই খবর কেএমডিএ সূত্রে । জুনেই চতুর্থ ধাপে হাত দেবে কেএমডিএ (KMDA)। কেএমডিএ সূত্রের খবর, তৃতীয় ধাপে গণেশ টকিজ থেকে মালাপাড়া পর্যন্ত ভাঙার কাজ চলছে । চলতি সপ্তাহের মধ্যেই তা শেষ হবে । তারপর জুন মাসে শেষ দফায় ভাঙার কাজ হবে । সেই ধাপে মালাপাড়া থেকে পোস্তা পর্যন্ত ভাঙা হবে । এলাকার মাটির অবস্থা কেমন তা পরীক্ষা করা হবে ।

আরও পড়ুন: পোস্তা উড়ালপুল নিয়ে সেতু বিশেষজ্ঞের রিপোর্ট পেশ নবান্নে

নতুন সেতু তৈরি করতে গেলে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পুরনো সেতুর পাইলিং । নতুন করে পাইলিং করে তার উপর ব্রিজের কাঠামো তৈরি করতে হবে । পুরনো পাইলিং থেকে কতটা নির্দিষ্ট দূরত্বে নতুন পাইলিং হবে তার সমীক্ষা প্রয়োজন । তাই তার আগে দরকার মাটি পরীক্ষা ।

আধিকারিকদের কথায়, বহু বছর ধরে পোস্তা সেতু ওই অবস্থায় পড়েছিল । তারপর মাটির তলায় জল, নিকাশি থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগের লাইন সবকিছু রয়েছে । এত বছরে সেগুলির নানা ধরনের পরিবর্তন হয়েছে । ফলে নতুন করে ওই এলাকায় সেতু বানাতে গেলে পরিষেবাগুলির হাল খতিয়ে দেখা দরকার । সেইগুলি বাঁচিয়ে কাজ করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.