ETV Bharat / city

TMCs 21 July Rally: তৃণমূলের একুশের প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু মমতার বক্তৃতা শোনার

author img

By

Published : Jul 20, 2022, 5:45 PM IST

আগামিকাল তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি রয়েছে (TMCs 21 July Rally) ৷ দু’বছর পর আবার স্বশরীরে সমাবেশে হাজির থাকবেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ সামনে থেকেই শুনবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) বক্তব্য ৷

Last Minutes Preparation of TMCs 21 July Rally
TMCs 21 July Rally: তৃণমূলের একুশের প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু নেত্রীর বক্তৃতা শোনার

কলকাতা, 20 জুলাই : খাতায় কলমে এখনও অনেক সময় বাকি রয়েছে । একুশে জুলাই তৃণমূলের মহাসমাবেশের জন্য প্রস্তুত ধর্মতলা (TMCs 21 July Rally) । বৃহস্পতিবার এই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ তর্পণের অনুষ্ঠান সংঘটিত হবে । তার আগে সামগ্রিকভাবে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের তরফে । ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চে এখন থেকেই কড়া নিরাপত্তার বেষ্টনী, পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে চলে গিয়েছে ।

আগামিকাল মূল অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি হয়েছে । সাংবাদিকদের জন্য থাকছে আরও তিনটি মঞ্চ । সামগ্রিকভাবে এ, বি, সি, ডি - গোটা সমাবেশস্থলকে ভাগ করে নিয়ে নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে । এদিন থেকেই মূল মঞ্চের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা । সাধারণ মানুষ তো অনেক দূরের কথা সাংবাদিকদেরও মূল মঞ্চের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না । মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হাফিজুল মোল্লা নামে এক ব্যক্তির লোহার রড নিয়ে ঢোকার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক পুলিশ এবং প্রশাসন । কাজেই কোথাও মাছি গলার জো পর্যন্ত নেই ।

এদিকে তৃণমূলের তরফ থেকে আলাদা করে জয় হিন্দ বাহিনী কর্মীরা মঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকছেন । তৃণমূল সূত্রে যতদূর জানা যাচ্ছে, আগামিকাল প্রায় 5 লক্ষ মানুষের জমায়েত হতে চলেছে ধর্মতলায় । তাই এত বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যের কথা ভেবে সতর্ক রাজ্যের শাসক দল । আজ রাত থেকেই কেউ কেউ ধর্মতলায় উপস্থিত হতে পারেন । সকলের নিরাপত্তা ভেবে সফরের বিভিন্ন প্রান্তে মেডিক্যাল ক্যাম্প প্রস্তুত থাকতে হয়েছে ।

TMCs 21 July Rally: তৃণমূলের একুশের প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু মমতার বক্তৃতা শোনার

এছাড়াও সাধারণ জনগণ যাতে তৃণমূল নেত্রীর বার্তা ঠিকমতো শুনতে পারেন, তাই শহরের বিভিন্ন প্রান্ত 15টি জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, আগামিকাল সকাল 6টা থেকে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, শ্যামবাজার, সল্টলেক সেন্ট্রাল পার্ক ও হাজরা থেকে ধাপে ধাপে মিছিল শুরু করবেন তৃণমূল কর্মীরা । দুপুর বারোটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । একটার পর থেকেই তৃণমূলের নেতারা একে একে বক্তব্য রাখবেন ।

দু’টো নাগাদ ধর্মতলায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) । এরপর তিনি ধর্মতলার উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন । বাতলে দেবেন বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে দলীয় কর্মসূচি কী ? আগামিদিনের সংসদের ভেতরে বাইরে রাজপথে তাঁর দলের কর্মীদের ভূমিকা কী হবে‌ ?

আরও পড়ুন : Special CM Security on 21 July: 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

কলকাতা, 20 জুলাই : খাতায় কলমে এখনও অনেক সময় বাকি রয়েছে । একুশে জুলাই তৃণমূলের মহাসমাবেশের জন্য প্রস্তুত ধর্মতলা (TMCs 21 July Rally) । বৃহস্পতিবার এই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ তর্পণের অনুষ্ঠান সংঘটিত হবে । তার আগে সামগ্রিকভাবে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের তরফে । ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চে এখন থেকেই কড়া নিরাপত্তার বেষ্টনী, পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে চলে গিয়েছে ।

আগামিকাল মূল অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি হয়েছে । সাংবাদিকদের জন্য থাকছে আরও তিনটি মঞ্চ । সামগ্রিকভাবে এ, বি, সি, ডি - গোটা সমাবেশস্থলকে ভাগ করে নিয়ে নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে । এদিন থেকেই মূল মঞ্চের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা । সাধারণ মানুষ তো অনেক দূরের কথা সাংবাদিকদেরও মূল মঞ্চের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না । মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হাফিজুল মোল্লা নামে এক ব্যক্তির লোহার রড নিয়ে ঢোকার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক পুলিশ এবং প্রশাসন । কাজেই কোথাও মাছি গলার জো পর্যন্ত নেই ।

এদিকে তৃণমূলের তরফ থেকে আলাদা করে জয় হিন্দ বাহিনী কর্মীরা মঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকছেন । তৃণমূল সূত্রে যতদূর জানা যাচ্ছে, আগামিকাল প্রায় 5 লক্ষ মানুষের জমায়েত হতে চলেছে ধর্মতলায় । তাই এত বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যের কথা ভেবে সতর্ক রাজ্যের শাসক দল । আজ রাত থেকেই কেউ কেউ ধর্মতলায় উপস্থিত হতে পারেন । সকলের নিরাপত্তা ভেবে সফরের বিভিন্ন প্রান্তে মেডিক্যাল ক্যাম্প প্রস্তুত থাকতে হয়েছে ।

TMCs 21 July Rally: তৃণমূলের একুশের প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু মমতার বক্তৃতা শোনার

এছাড়াও সাধারণ জনগণ যাতে তৃণমূল নেত্রীর বার্তা ঠিকমতো শুনতে পারেন, তাই শহরের বিভিন্ন প্রান্ত 15টি জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, আগামিকাল সকাল 6টা থেকে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, শ্যামবাজার, সল্টলেক সেন্ট্রাল পার্ক ও হাজরা থেকে ধাপে ধাপে মিছিল শুরু করবেন তৃণমূল কর্মীরা । দুপুর বারোটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । একটার পর থেকেই তৃণমূলের নেতারা একে একে বক্তব্য রাখবেন ।

দু’টো নাগাদ ধর্মতলায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) । এরপর তিনি ধর্মতলার উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন । বাতলে দেবেন বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে দলীয় কর্মসূচি কী ? আগামিদিনের সংসদের ভেতরে বাইরে রাজপথে তাঁর দলের কর্মীদের ভূমিকা কী হবে‌ ?

আরও পড়ুন : Special CM Security on 21 July: 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.