কলকাতা, 3 মে: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক লস্কর জঙ্গিকে 17 মে পর্যন্ত উচ্চ নিরাপত্তায় কলকাতার সংশোধনাগারে রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC order on Lashkar terrorist)৷ এ দিন জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ । আজ সেই জঙ্গিকে হাজির করা হয় হাইকোর্টে (Calcutta High Court)।
হাইকোর্ট সুত্রে খবর, 2007 সালের এপ্রিল মাসে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে শেখ আবদুল নইম-সহ আরও তিনজনকে গ্রেফতার করে বিএসএফ । তিন জন হলেন পাকিস্তানি নাগরিক মহম্মদ ইউনুস, আবদুল্লা এবং জম্মু ও কাশ্মীরের মুজাফফর আহমেদ । তাদের কাছে থেকে ভুয়ো পরিচয়পত্র, লাইসেন্স, পাসপোর্ট, সময় অতিক্রান্ত ভিসা, ভারতীয় মুদ্রা ও মার্কিন ডলার এবং কিছু বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয় । তাদের ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় যুদ্ধে প্ররোচনা দেওয়া, প্রতারণা, ফরেনার্স অ্যাক্টে অভিযুক্ত করা হয়েছিল (Lashkar terrorist to be kept at Presidency Correctional Home)।
শেখ আব্দুল নইমকে এর আগে মুম্বই বিস্ফোরণের সঙ্গেও যুক্ত থাকার অভিযোগে মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছিল । কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সে । পরে 2007 সালে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ-এর হাতে ধরা পড়ে নইম-সহ চারজন জঙ্গি । বনগাঁ আদালত 2017 সালের জানুয়ারি মাসে তাদের ফাঁসির সাজা দেয় ।
মৃত্যুদণ্ডের সাজা ঠেকাতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে শেখ আব্দুল নইম ৷ সেই আবেদনের শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 17 মে পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারে নইমকে উচ্চ নিরাপত্তায় রাখার নির্দেশ দিয়েছে ৷