কলকাতা, 3 নভেম্বর : কলকাতা হাইকোর্ট বুধবার নির্দেশ দিয়েছে পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে ৷ তবে কোনওভাবেই শব্দবাজি পোড়ানো যাবে না শহরে ৷ এবার সেই নির্দেশ কলকাতা শহর এবং শহরতলি অঞ্চলে আরও কড়াভাবে কার্যকর করতে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর ব্যবস্থা করল লালবাজার ৷ এজন্য দুটি নম্বর চালু করেছেন তারা ৷ নম্বরগুলি হল 9432624365 এবং 9874901522 ৷ লালবাজার সূত্রের খবর, দিনরাত খোলা থাকবে এই দুটি ফোন নম্বর। অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখা হবে পুলিশের তরফে ৷ পাশাপাশি বাসিন্দারা ঘটনাস্থলের লোকেশনও পাঠাতে পারবেন বলে জানা গিয়েছে।
কালীপুজোকে কেন্দ্র করে চারিদিকেই পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি করে বাজেয়াপ্ত করা হচ্ছে বেআইনি শব্দবাজি। লালবাজার সূত্রের খবর, ডায়াল 100-তে সরাসরি ফোন করেও সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। শুধু যে শব্দবাজির জন্য এই নম্বর পরিষেবার ব্যবস্থা করা হয়েছে তা নয় বরং একাধিক জায়গায় যদি ডিজে-গান বাজানো হয় তার জন্যও অভিযোগ জানানো যেতে পারে বলে খবর লালবাজার সূত্রের খবর।
আরও পড়ুন: কালী পুজোর আগে রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও
শহরে কালীপুজোর সময় শব্দবাজির দাপটে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুদের ৷ শব্দবাজির বিরুদ্ধে অভিযানও চালায় কলকাতা পুলিশ ৷ তারপরেও অভিযোগ আসে শহরের বাসিন্দাদের তরফে ৷ এবার সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে লালবাজার ৷