ETV Bharat / city

পেটিএম প্রতারণা রুখতে তৎপর পুলিশ, চালু হেল্প লাইন নম্বর - পেটিএম

কখনও আবার বলা হচ্ছে নতুন করে করাতে হবে KYC। ওই মেসেজে থাকছে একটি ফোন নম্বর । এই ধরনের কোন টেক্সট এলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে । তার জন্য লালবাজার থেকে দেওয়া হয়েছে একটি ফোন নম্বর ।

Paytm fraud
লালবাজার
author img

By

Published : Jan 13, 2020, 10:44 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : ক‍্যাবের অ্যাপ, ফুড অ্যাপের পর এবার পেটিএম । প্রতারকদের নজর পড়েছে এই অ্যাপের উপর । পেটিএমকে কেন্দ্র করে চালানো হচ্ছে প্রতারণা । ইতিমধ্যেই প্রতারকের পাল্লায় পড়ে বহু টাকা খুইয়েছেন বেশকিছু মানুষ । আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে শোনানো হচ্ছে সাবধানবাণী । বলা হচ্ছে, পেটিএম সংক্রান্ত কোন মেসেজ আচেনা নম্বর থেকে এলে সাড়া না দিতে । প্রয়োজনে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন নগরপাল অনুজ শর্মা ।


সম্প্রতি কলকাতার এক নামি গায়কের কাছে একটি মেসেজ আসে । বলা হয়, তার পেটিএম অ্যাকাউন্টে KYC করাতে হবে । না হলে শীঘ্রই সেটা বন্ধ হয়ে যাবে । অবাক হয়েছেন ওই গায়ক । কারণ, তিনি তার তিনদিন আগেই KYC করেছেন তার অ্যাকাউন্টের । তারপরেও এই ধরনের মেসেজ কেন আসছে । মেসেজে একটি ফোন নাম্বার দেওয়া ছিল ৷ সেই নম্বরে ফোন করেন ওই গায়ক । আর তাতেই সর্বনাশ হয়ে যায় । প্রায় 40 হাজার টাকার খোয়ান তিনি । বিষয়টি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর গত 10 দিনে 50 টিরও বেশি এমন অভিযোগ জমা পড়েছে।

পেটিএম প্রতারণা রুখতে তৎপর পুলিশ, কী বলছেন শহরবাসীরা

এইপ্রসঙ্গে গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "প্রতারকরা KYC সংক্রান্ত মেসেজ করছেন । কখনও বলা হচ্ছে KYC সাসপেন্ড করা হয়েছে । কখনো আবার বলা হচ্ছে নতুন করে করাতে হবে KYC। ওই মেসেজে থাকছে একটি ফোন নাম্বার । যাতে ফোন করলে একটি লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে । সেই লিংকে ক্লিক করলেই সর্বনাশ । আপনার মোবাইলের দখল চলে যাবে প্রতারকদের হাতে ।"

দেখা যাচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করার পরেই আবার একটি ফোন আসছে । যাতে বলা হচ্ছে, একটা টাকা কখন 10 টাকার একটি লেনদেন করতে । মোবাইলের দখল যেহেতু প্রতারকদের হাতে রয়েছে তাই যেকোনো ট্রানজাকশনের সময় তারা দেখে নিতে পারছে পিন নম্বর । তারপর সেই একাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলা হচ্ছে । কলকাতার নগরপাল অনুজ শর্মা জানিয়েছেন, "এই ধরনের কোন টেক্সট এলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে । তার জন্য দেওয়া হয়েছে একটি ফোন নম্বর। নম্বরটি হলো 8585063104 ।"

কলকাতা, 13 জানুয়ারি : ক‍্যাবের অ্যাপ, ফুড অ্যাপের পর এবার পেটিএম । প্রতারকদের নজর পড়েছে এই অ্যাপের উপর । পেটিএমকে কেন্দ্র করে চালানো হচ্ছে প্রতারণা । ইতিমধ্যেই প্রতারকের পাল্লায় পড়ে বহু টাকা খুইয়েছেন বেশকিছু মানুষ । আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে শোনানো হচ্ছে সাবধানবাণী । বলা হচ্ছে, পেটিএম সংক্রান্ত কোন মেসেজ আচেনা নম্বর থেকে এলে সাড়া না দিতে । প্রয়োজনে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন নগরপাল অনুজ শর্মা ।


সম্প্রতি কলকাতার এক নামি গায়কের কাছে একটি মেসেজ আসে । বলা হয়, তার পেটিএম অ্যাকাউন্টে KYC করাতে হবে । না হলে শীঘ্রই সেটা বন্ধ হয়ে যাবে । অবাক হয়েছেন ওই গায়ক । কারণ, তিনি তার তিনদিন আগেই KYC করেছেন তার অ্যাকাউন্টের । তারপরেও এই ধরনের মেসেজ কেন আসছে । মেসেজে একটি ফোন নাম্বার দেওয়া ছিল ৷ সেই নম্বরে ফোন করেন ওই গায়ক । আর তাতেই সর্বনাশ হয়ে যায় । প্রায় 40 হাজার টাকার খোয়ান তিনি । বিষয়টি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর গত 10 দিনে 50 টিরও বেশি এমন অভিযোগ জমা পড়েছে।

পেটিএম প্রতারণা রুখতে তৎপর পুলিশ, কী বলছেন শহরবাসীরা

এইপ্রসঙ্গে গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, "প্রতারকরা KYC সংক্রান্ত মেসেজ করছেন । কখনও বলা হচ্ছে KYC সাসপেন্ড করা হয়েছে । কখনো আবার বলা হচ্ছে নতুন করে করাতে হবে KYC। ওই মেসেজে থাকছে একটি ফোন নাম্বার । যাতে ফোন করলে একটি লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে । সেই লিংকে ক্লিক করলেই সর্বনাশ । আপনার মোবাইলের দখল চলে যাবে প্রতারকদের হাতে ।"

দেখা যাচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করার পরেই আবার একটি ফোন আসছে । যাতে বলা হচ্ছে, একটা টাকা কখন 10 টাকার একটি লেনদেন করতে । মোবাইলের দখল যেহেতু প্রতারকদের হাতে রয়েছে তাই যেকোনো ট্রানজাকশনের সময় তারা দেখে নিতে পারছে পিন নম্বর । তারপর সেই একাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলা হচ্ছে । কলকাতার নগরপাল অনুজ শর্মা জানিয়েছেন, "এই ধরনের কোন টেক্সট এলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে । তার জন্য দেওয়া হয়েছে একটি ফোন নম্বর। নম্বরটি হলো 8585063104 ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.