ETV Bharat / city

Kunal Ghosh : কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পরই দিলীপ-শুভেন্দুকে খোঁচা কুণালের - Dilip Ghosh

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জেরে বাংলার দুই মন্ত্রী পদত্যাগ করেছেন ৷ তবে চার সাংসদ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৷ কিন্তু, কাউকেই পূর্ণমন্ত্রী করা হয়নি ৷ এই নিয়ে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন কুণাল ঘোষ ৷

দিলীপ-শুভেন্দুকে টুইটে খোঁচা কুণালের
দিলীপ-শুভেন্দুকে টুইটে খোঁচা কুণালের
author img

By

Published : Jul 8, 2021, 7:59 AM IST

কলকাতা, 8 জুলাই : বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পর টুইটারে দিলীপ-শুভেন্দুকে খোঁচা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ পূর্ণমন্ত্রী করা হল না বলে দিলীপ ঘোষের কাছে কুণাল জানতে চান, এটা কী বঞ্চনা নয় ? আবার হর্ষ বর্ধন (Harsh Vardhan) এবং বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন কুণাল ৷ ছাড়েননি বিজেপিকেও ৷ মন্ত্রিসভার এই বিন্যাসের পর আদি বিজেপিরা দল ছাড়তে পারেন বলেও মন্তব্য করেন তিনি ৷

মন্ত্রী করা হয়নি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ৷ তাঁকে ট্যাগ করে কুণালের টুইট, "ওওওওও দিলীপবাবু, বাংলা থেকে এবারও পূর্ণমন্ত্রী করা হল না । এটা কি বঞ্চনা নয়? তৃণমূল বাংলাকে পূর্ণমন্ত্রী দিয়েছে । কংগ্রেসও অতীতে দিয়েছে । এখনও সম্মানে লাগছে না? আপনাদের দিল্লির নেতারা দাদাগিরি করতে আসেন । কিন্তু বাংলাকে সম্মান দিতে রাজি নন । আপনি প্রতিবাদ করবেন না?"

  • .@DilipGhoshBJP ওওওওও দিলীপবাবু, বাংলা থেকে এবারও পূর্ণমন্ত্রী করা হল না। এটা কি বঞ্চনা নয়? তৃণমূল বাংলাকে পূর্ণমন্ত্রী দিয়েছে। কংগ্রেসও অতীতে দিয়েছে। এখনও সম্মানে লাগছে না? আপনাদের দিল্লির নেতারা দাদাগিরি করতে আসেন। কিন্তু বাংলাকে সম্মান
    দিতে রাজি নন। আপনি প্রতিবাদ করবেন না?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসার পরই সদ্য প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি দিয়ে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার সেই হর্ষ বর্ধনেরই মন্ত্রিত্ব যাওয়ায় শুভেন্দুকে কটাক্ষ করলেন কুণাল ৷ বাদ যায়নি বাবুল সুপ্রিয়র সঙ্গে শুভেন্দুর 'বন্ধুত্ব'-এর প্রসঙ্গও ৷ শুভেন্দুর উদ্দেশে টুইটে কুণাল লেখেন, "ভাই, তুমি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে দরবার করে তাঁকে দিয়ে রাজ্যকে চিঠি পাঠালে, তাঁরই তো দফতর চলে গেল । যে বাবুলকে সঙ্গে নিয়ে ভোটে ঘুরলে, তিনিও দফতরহারা । আর যাঁদের বাড়ি বাড়ি ঘুরলে তাঁরা সবাই ভালো আছেন তো? স্পর্শগুণের যা রোমাঞ্চকর নমুনা !!"

  • .@SuvenduWB ভাই, তুমি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে দরবার করে তাঁকে দিয়ে রাজ্যকে চিঠি পাঠালে, তাঁরই তো দপ্তর চলে গেল। যে বাবুলকে সঙ্গে নিয়ে ভোটে ঘুরলে, তিনিও দপ্তরহারা। আর যাঁদের বাড়ি বাড়ি ঘুরলে তাঁরা সবাই ভালো আছেন তো? স্পর্শগুণের যা রোমাঞ্চকর নমুনা!!

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার সবার আগে কুণাল যাকে খোঁচা দেন সে হল গোটা বিজেপি দলটিই ৷ আদি-নব্য দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, "কেমন যেন পোড়া পোড়া গন্ধ । দমবন্ধের ভাব । যুবনেতা থেকে বাহুবলী, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারী উদাসী মন । আর আদি বিজেপি? জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসাবে থাকুক । শপথ দেখে অনেকে বিপথে না যায় !!"

  • .@BJP4Bengal কেমন যেন পোড়া পোড়া গন্ধ। দমবন্ধের ভাব। যুবনেতা থেকে বাহুবলী, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারি উদাসী মন। আর আদি বিজেপি? জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসেবে থাকুক। শপথ দেখে অনেকে বিপথে না যায়!!

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 24 -এর লক্ষ্যে মোদির নতুন 24 সেনা

কলকাতা, 8 জুলাই : বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পর টুইটারে দিলীপ-শুভেন্দুকে খোঁচা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ পূর্ণমন্ত্রী করা হল না বলে দিলীপ ঘোষের কাছে কুণাল জানতে চান, এটা কী বঞ্চনা নয় ? আবার হর্ষ বর্ধন (Harsh Vardhan) এবং বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন কুণাল ৷ ছাড়েননি বিজেপিকেও ৷ মন্ত্রিসভার এই বিন্যাসের পর আদি বিজেপিরা দল ছাড়তে পারেন বলেও মন্তব্য করেন তিনি ৷

মন্ত্রী করা হয়নি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ৷ তাঁকে ট্যাগ করে কুণালের টুইট, "ওওওওও দিলীপবাবু, বাংলা থেকে এবারও পূর্ণমন্ত্রী করা হল না । এটা কি বঞ্চনা নয়? তৃণমূল বাংলাকে পূর্ণমন্ত্রী দিয়েছে । কংগ্রেসও অতীতে দিয়েছে । এখনও সম্মানে লাগছে না? আপনাদের দিল্লির নেতারা দাদাগিরি করতে আসেন । কিন্তু বাংলাকে সম্মান দিতে রাজি নন । আপনি প্রতিবাদ করবেন না?"

  • .@DilipGhoshBJP ওওওওও দিলীপবাবু, বাংলা থেকে এবারও পূর্ণমন্ত্রী করা হল না। এটা কি বঞ্চনা নয়? তৃণমূল বাংলাকে পূর্ণমন্ত্রী দিয়েছে। কংগ্রেসও অতীতে দিয়েছে। এখনও সম্মানে লাগছে না? আপনাদের দিল্লির নেতারা দাদাগিরি করতে আসেন। কিন্তু বাংলাকে সম্মান
    দিতে রাজি নন। আপনি প্রতিবাদ করবেন না?

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসার পরই সদ্য প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি দিয়ে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার সেই হর্ষ বর্ধনেরই মন্ত্রিত্ব যাওয়ায় শুভেন্দুকে কটাক্ষ করলেন কুণাল ৷ বাদ যায়নি বাবুল সুপ্রিয়র সঙ্গে শুভেন্দুর 'বন্ধুত্ব'-এর প্রসঙ্গও ৷ শুভেন্দুর উদ্দেশে টুইটে কুণাল লেখেন, "ভাই, তুমি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাছে দরবার করে তাঁকে দিয়ে রাজ্যকে চিঠি পাঠালে, তাঁরই তো দফতর চলে গেল । যে বাবুলকে সঙ্গে নিয়ে ভোটে ঘুরলে, তিনিও দফতরহারা । আর যাঁদের বাড়ি বাড়ি ঘুরলে তাঁরা সবাই ভালো আছেন তো? স্পর্শগুণের যা রোমাঞ্চকর নমুনা !!"

  • .@SuvenduWB ভাই, তুমি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে দরবার করে তাঁকে দিয়ে রাজ্যকে চিঠি পাঠালে, তাঁরই তো দপ্তর চলে গেল। যে বাবুলকে সঙ্গে নিয়ে ভোটে ঘুরলে, তিনিও দপ্তরহারা। আর যাঁদের বাড়ি বাড়ি ঘুরলে তাঁরা সবাই ভালো আছেন তো? স্পর্শগুণের যা রোমাঞ্চকর নমুনা!!

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার সবার আগে কুণাল যাকে খোঁচা দেন সে হল গোটা বিজেপি দলটিই ৷ আদি-নব্য দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, "কেমন যেন পোড়া পোড়া গন্ধ । দমবন্ধের ভাব । যুবনেতা থেকে বাহুবলী, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারী উদাসী মন । আর আদি বিজেপি? জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসাবে থাকুক । শপথ দেখে অনেকে বিপথে না যায় !!"

  • .@BJP4Bengal কেমন যেন পোড়া পোড়া গন্ধ। দমবন্ধের ভাব। যুবনেতা থেকে বাহুবলী, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারি উদাসী মন। আর আদি বিজেপি? জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসেবে থাকুক। শপথ দেখে অনেকে বিপথে না যায়!!

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 24 -এর লক্ষ্যে মোদির নতুন 24 সেনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.