ETV Bharat / city

Amit-Kunal Tweet Fight : কল্যাণের ভাইরাল ভিডিয়ো টুইট অমিত মালব্যের, ইটের বদলে পাটকেল কুণালের

author img

By

Published : Jan 16, 2022, 6:16 PM IST

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ভাইরাল ভিডিয়ো (Kalyan Banerjee viral video) পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) মধ্যে দূরত্বের ইঙ্গিত দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ পাল্টা তাঁকেই ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

kunal ghosh slams amit malviya for twitting viral video of kalyan banerjee
Amit Kunal Tweet Fight : কল্যাণের ভাইরাল ভিডিয়ো টুইট করে কুণালের তোপে অমিত

কলকাতা, 16 জানুয়ারি : কথায় বলে ইটের বদলে পাটকেল আর মারের পাল্টা মার ! খানিকটা সেইভাবেই গৃহযুদ্ধের জবাবে প্রতিপক্ষের ঘরের কোন্দলকে অস্ত্র করে মাঠে নেমেছে বিজেপি আর তৃণমূল ৷ অন্দরের অসন্তোষ নিয়ে এই মুহূর্তেই দু’পক্ষই জেরবার ৷ সেসব সামলানোর মাঝেই একে-অপরকে আক্রমণ করতে ছাড়ছেন না দুই দলের নেতারা (Amit Kunal Tweet Fight) ৷ তাঁদের হাতে হাতিয়ার তুলে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তথাগত রায়ের মতো প্রবীণ রাজনীতিকরা ৷ মাথাব্যথা বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, শান্তনু ঠাকুরদের মতো নবীনদের আচরণেও ৷

আরও পড়ুন : Amit Malviya on Bengal Covid Situation : সংক্রমণের দৈনিক হারে গরমিল, খতিয়ান তুলে ধরে খোঁচা অমিতের

ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলের লাইনের (তখনও পর্যন্ত) বিপরীতে গিয়ে রাজ্যে কার্যত লকডাউন পরিস্থিতি কার্যকর করার পক্ষে সওয়াল করেছিলেন ৷ আর সেই সেদিন থেকেই তাঁকে কথার বাণে বিদ্ধ করে চলেছেন তাঁরই দলের সাংসদ তথা অন্যতম প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee) ৷ এদিকে, ইতিমধ্যেই অভিষেকের ‘ব্যক্তিগত মত’-এর পক্ষে গিয়ে রাজ্য সরকার তিন সপ্তাহের জন্য চার পৌরনিগমের ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে সায় দিয়েছে ৷

এই ঘটনা কল্যাণের যে একেবারেই পছন্দ হয়নি, তা বোঝাতে কোনও রাখঢাক করেননি তিনি ৷ অভিষেক নন, বরং মমতা বন্দ্যোপাধ্য়ায়ই (Mamata Banerjee) যে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের শেষ কথা, তা প্রকাশ্যেই জোর গলায় বলতে শোনা গিয়েছে কল্যাণকে ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো ৷ প্রবীণ নেতার এমন আচরণে বিপাকে পড়েছে রাজ্যের শাসকদল ৷ সমস্যা মেটাতে আসরে নামতে হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের মতো প্রথমসারির নেতাকে ৷ দলের অন্দরের ক্ষোভ বাইরে যাওয়া নিয়ে ঘোর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি ৷

তারপরও বিতর্ক থামছে কই ? রবিবার কল্যাণের ভাইরাল ভিডিয়ো (Kalyan Banerjee viral video) টুইট করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ তাঁর দাবি, কল্যাণ তাঁর দলের সাংসদ অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ৷ একইসঙ্গে অমিতের প্রশ্ন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ই কি তাঁর উচ্চাকাঙ্ক্ষী ভাইপোর ডানা ছাঁটছেন ?’’ অর্থাৎ, অমিত বলতে চেয়েছেন, দলের সর্বোময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশেই তাঁর ভাইপোর প্রকাশ্য বিরোধিতা করছেন কল্যাণ ! অমিত মালব্যের এই বিশ্লেষণ নিঃসন্দেহে তৃণমূলের রক্তচাপ বাড়াচ্ছে ৷ বস্তুত, এমন প্রশ্ন তুলে ‘পিসি-ভাইপো’র মধ্যেই দূরত্ব তৈরির এবং পারস্পরিক বিরোধিতার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : ‘ব্যক্তিগত মত’-এ সিলমোহর, ভোট পিছনোয় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক

বিজেপি নেতার এমন ‘সব্বোনেশে’ প্রচেষ্টার জবাব দিতে দেরি করেনি তৃণমূলও ৷ মাঠ নামিয়েছে তাদের আর এক সামনের সারির নেতা এবং মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) ৷ ভার্চুয়াল ময়দানে এসেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দাপট দেখিয়েছেন তিনি ৷ অমিত মালব্যকে উদ্ধৃত করেছেন ‘টুইট মালব্য’ বলে ৷ অমিতের হাতিয়ার ছিল একা কল্যাণের ভিডিয়ো ৷ আর কুণাল তার পাল্টা হিসাবে শান্তনু ঠাকুরদের গোষ্ঠী বিদ্রোহ এবং তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চন’ তত্ত্বকে অস্ত্র করেছেন ৷ তৃণমূল নেতার বার্তা স্পষ্ট ৷ অমিত মালব্যকে তিনি বলতে চেয়েছেন, আগে নিজের ঘর সামলাও, তারপর অন্যের ঘরে নাক গলাতে এস ৷ সেইসঙ্গে, তৃণমূল কংগ্রেসকে একটি ‘হাসিখুশি পরিবার’ বলে উল্লেখ করতেও ভোলেননি কুণাল ৷

কলকাতা, 16 জানুয়ারি : কথায় বলে ইটের বদলে পাটকেল আর মারের পাল্টা মার ! খানিকটা সেইভাবেই গৃহযুদ্ধের জবাবে প্রতিপক্ষের ঘরের কোন্দলকে অস্ত্র করে মাঠে নেমেছে বিজেপি আর তৃণমূল ৷ অন্দরের অসন্তোষ নিয়ে এই মুহূর্তেই দু’পক্ষই জেরবার ৷ সেসব সামলানোর মাঝেই একে-অপরকে আক্রমণ করতে ছাড়ছেন না দুই দলের নেতারা (Amit Kunal Tweet Fight) ৷ তাঁদের হাতে হাতিয়ার তুলে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তথাগত রায়ের মতো প্রবীণ রাজনীতিকরা ৷ মাথাব্যথা বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, শান্তনু ঠাকুরদের মতো নবীনদের আচরণেও ৷

আরও পড়ুন : Amit Malviya on Bengal Covid Situation : সংক্রমণের দৈনিক হারে গরমিল, খতিয়ান তুলে ধরে খোঁচা অমিতের

ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলের লাইনের (তখনও পর্যন্ত) বিপরীতে গিয়ে রাজ্যে কার্যত লকডাউন পরিস্থিতি কার্যকর করার পক্ষে সওয়াল করেছিলেন ৷ আর সেই সেদিন থেকেই তাঁকে কথার বাণে বিদ্ধ করে চলেছেন তাঁরই দলের সাংসদ তথা অন্যতম প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee) ৷ এদিকে, ইতিমধ্যেই অভিষেকের ‘ব্যক্তিগত মত’-এর পক্ষে গিয়ে রাজ্য সরকার তিন সপ্তাহের জন্য চার পৌরনিগমের ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে সায় দিয়েছে ৷

এই ঘটনা কল্যাণের যে একেবারেই পছন্দ হয়নি, তা বোঝাতে কোনও রাখঢাক করেননি তিনি ৷ অভিষেক নন, বরং মমতা বন্দ্যোপাধ্য়ায়ই (Mamata Banerjee) যে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের শেষ কথা, তা প্রকাশ্যেই জোর গলায় বলতে শোনা গিয়েছে কল্যাণকে ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো ৷ প্রবীণ নেতার এমন আচরণে বিপাকে পড়েছে রাজ্যের শাসকদল ৷ সমস্যা মেটাতে আসরে নামতে হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের মতো প্রথমসারির নেতাকে ৷ দলের অন্দরের ক্ষোভ বাইরে যাওয়া নিয়ে ঘোর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি ৷

তারপরও বিতর্ক থামছে কই ? রবিবার কল্যাণের ভাইরাল ভিডিয়ো (Kalyan Banerjee viral video) টুইট করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ তাঁর দাবি, কল্যাণ তাঁর দলের সাংসদ অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ৷ একইসঙ্গে অমিতের প্রশ্ন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ই কি তাঁর উচ্চাকাঙ্ক্ষী ভাইপোর ডানা ছাঁটছেন ?’’ অর্থাৎ, অমিত বলতে চেয়েছেন, দলের সর্বোময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশেই তাঁর ভাইপোর প্রকাশ্য বিরোধিতা করছেন কল্যাণ ! অমিত মালব্যের এই বিশ্লেষণ নিঃসন্দেহে তৃণমূলের রক্তচাপ বাড়াচ্ছে ৷ বস্তুত, এমন প্রশ্ন তুলে ‘পিসি-ভাইপো’র মধ্যেই দূরত্ব তৈরির এবং পারস্পরিক বিরোধিতার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : ‘ব্যক্তিগত মত’-এ সিলমোহর, ভোট পিছনোয় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক

বিজেপি নেতার এমন ‘সব্বোনেশে’ প্রচেষ্টার জবাব দিতে দেরি করেনি তৃণমূলও ৷ মাঠ নামিয়েছে তাদের আর এক সামনের সারির নেতা এবং মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) ৷ ভার্চুয়াল ময়দানে এসেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দাপট দেখিয়েছেন তিনি ৷ অমিত মালব্যকে উদ্ধৃত করেছেন ‘টুইট মালব্য’ বলে ৷ অমিতের হাতিয়ার ছিল একা কল্যাণের ভিডিয়ো ৷ আর কুণাল তার পাল্টা হিসাবে শান্তনু ঠাকুরদের গোষ্ঠী বিদ্রোহ এবং তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চন’ তত্ত্বকে অস্ত্র করেছেন ৷ তৃণমূল নেতার বার্তা স্পষ্ট ৷ অমিত মালব্যকে তিনি বলতে চেয়েছেন, আগে নিজের ঘর সামলাও, তারপর অন্যের ঘরে নাক গলাতে এস ৷ সেইসঙ্গে, তৃণমূল কংগ্রেসকে একটি ‘হাসিখুশি পরিবার’ বলে উল্লেখ করতেও ভোলেননি কুণাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.