ETV Bharat / city

Howrah Cash Recovery: শুভেন্দুকেও তদন্তের আওতায় আনা হোক ! দাবি কুণালের - কুণাল ঘোষ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) হাওড়ায় টাকা উদ্ধারের (Howrah Cash Recovery) তদন্তের আওতায় আনা হোক ! কেন এমন দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ?

Kunal Ghosh demands to include Suvendu Adhikari under Howrah Cash Recovery Investigation
Howrah Cash Recovery: শুভেন্দুকেও তদন্তের আওতায় আনা হোক ! দাবি কুণালের
author img

By

Published : Jul 31, 2022, 5:48 PM IST

Updated : Jul 31, 2022, 6:16 PM IST

কলকাতা, 31 জুলাই: হাওড়ায় টাকা উদ্ধারের (Howrah Cash Recovery) ঘটনায় এবার কোমর বেঁধে রাজনীতির লড়াইয়ে নামল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ রাজ্যের শাসকদলের প্রশ্ন, কোথা থেকে এল লক্ষ লক্ষ নগদ টাকা ? রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ হাওড়ার এই ঘটনার পিছনে বিজেপি-যোগের গন্ধ পাচ্ছেন বাংলার শাসকদলের নেতারা ৷ কাঠগড়ায় তুলছেন রাজ্যের বিরোধী দলনেতাকেও ৷

এদিনের সাংবাদিক সম্মেলনে কুণাল নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, হাওড়ায় উদ্ধার হওয়া এই টাকা ঝাড়খণ্ডের সরকার ফেলার কাজে ব্যবহার করা হচ্ছিল না তো ? ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের পক্ষেও সওয়াল করেছেন কুণাল ৷ একইসঙ্গে, এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের অবস্থানও জানতে চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন: Howrah Cash Recovery: হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস

প্রসঙ্গত, মহারাষ্ট্রে সাম্প্রতিক পালাবদলের পর বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, আগামী দিনে একইভাবে পশ্চিমবঙ্গেও বর্তমান সরকারের পতন হয়ে বিজেপি-র সরকার তৈরি হবে ৷ তিনি বলেছিলেন, প্রথমে তেলাঙ্গানা, তারপর ঝাড়খণ্ড, আর তারপর বাংলায় সরকার গড়বে বিজেপি ৷ এদিনের সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গ তোলেন কুণাল ৷ তাঁর মতে, প্রয়োজনে শুভেন্দুকেও হাওড়ার ঘটনার তদন্তের আওতায় আনতে হবে ৷

উল্লেখ্য, শনিবার রাতে হাওড়ায় টাকা উদ্ধারের খবর প্রকাশ্যে আসে ৷ সেই প্রসঙ্গে ইতিমধ্য়েই তৃণমূলের তরফে একটি টুইট করা হয়েছে ৷ তাতে প্রশ্ন তোলা হয়েছে, "ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচার গুঞ্জন এবং সরকার ফেলে দেওয়ার সম্ভাব্য পরিস্থিতির মধ্যে তিনজন কংগ্রেস বিধায়কের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে ৷ এই টাকার উত্‍স কী ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কোনও পদক্ষেপ করবে ? নাকি বাছাই করা কয়েকটি ক্ষেত্রেই নিয়ম প্রয়োগ করা হয় ?"

কুণাল ঘোষের নিশানায় শুভেন্দু অধিকারী ৷

তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য শনিবারের ঘটনা উল্লেখ করে লিখেছেন, "ঘটনা 1: মহারাষ্ট্রের পর রাজস্থান আর ঝাড়খণ্ডকে টার্গেট ঘোষিত করল বিজেপি ৷ ঘটনা 2: ঝাড়খণ্ড যাওয়ার সময় তিন কংগ্রেস বিধায়ক বিপুল টাকা-সহ ধরা পড়লেন হাওড়ায় ৷ এবার 1 এবং 2 মেলান ৷ কী বুঝছেন ? আজ অগ্রিম দেওয়া হয়েছিল ৷ আরও বিধায়ক আনতে পারলে হয়তো বাকিটা পেমেন্ট হত ! কিন্তু যা !!"

এই নিয়ে দেবাংশুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এমনিতেই বিজেপি নেতারা ঝাড়খণ্ড এবং বাংলায় সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন ৷ মহারাষ্ট্রের কায়দায় সরকার বদল করতে হলে যে বিপুল টাকার প্রয়োজন, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না ৷ এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তদন্ত করে দেখতে হবে ৷ এই টাকার সঙ্গে আমরা যে অভিযোগ করছি, তার কোনও যোগ আছে কিনা !"

আরও পড়ুন: Howrah Cash Recovery: ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তভার নিল সিআইডি

হাওড়ায় উদ্ধার হওয়া টাকার উৎস জানতে চেয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ৷ তিনি বলেন, "এই টাকা তোলাবাজির কিনা সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার ৷ একই সঙ্গে তদন্ত হওয়া দরকার, এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখার ৷ এই টাকা ঘোড়া কেনাবেচার জন্য ব্যবহার করা হচ্ছিল কিনা, তাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেখতে হবে ৷"

প্রসঙ্গত, শনিবার রাতে হাওড়ার রানিহাটিতে একটি গাড়ি থেকে অন্তত 49 লক্ষ টাকা উদ্ধার করা হয় ৷ সেই গাড়িতেই ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক ৷ তাঁদের গ্রেফতার করে রাতভর জেরা করে পাঁচলা থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় গাড়ির চালক-সহ আরও এক ব্যক্তিকে ৷ রবিবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয় ৷ এবার এই ইস্যুটিকেই হাতিয়ার করে শিক্ষক দুর্নীতির আবহে বিজেপি-র উপর পালটা চাপ তৈরির কৌশল নিল তৃণমূল কংগ্রেস ৷

কলকাতা, 31 জুলাই: হাওড়ায় টাকা উদ্ধারের (Howrah Cash Recovery) ঘটনায় এবার কোমর বেঁধে রাজনীতির লড়াইয়ে নামল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ রাজ্যের শাসকদলের প্রশ্ন, কোথা থেকে এল লক্ষ লক্ষ নগদ টাকা ? রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ হাওড়ার এই ঘটনার পিছনে বিজেপি-যোগের গন্ধ পাচ্ছেন বাংলার শাসকদলের নেতারা ৷ কাঠগড়ায় তুলছেন রাজ্যের বিরোধী দলনেতাকেও ৷

এদিনের সাংবাদিক সম্মেলনে কুণাল নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, হাওড়ায় উদ্ধার হওয়া এই টাকা ঝাড়খণ্ডের সরকার ফেলার কাজে ব্যবহার করা হচ্ছিল না তো ? ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের পক্ষেও সওয়াল করেছেন কুণাল ৷ একইসঙ্গে, এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের অবস্থানও জানতে চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন: Howrah Cash Recovery: হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস

প্রসঙ্গত, মহারাষ্ট্রে সাম্প্রতিক পালাবদলের পর বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, আগামী দিনে একইভাবে পশ্চিমবঙ্গেও বর্তমান সরকারের পতন হয়ে বিজেপি-র সরকার তৈরি হবে ৷ তিনি বলেছিলেন, প্রথমে তেলাঙ্গানা, তারপর ঝাড়খণ্ড, আর তারপর বাংলায় সরকার গড়বে বিজেপি ৷ এদিনের সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গ তোলেন কুণাল ৷ তাঁর মতে, প্রয়োজনে শুভেন্দুকেও হাওড়ার ঘটনার তদন্তের আওতায় আনতে হবে ৷

উল্লেখ্য, শনিবার রাতে হাওড়ায় টাকা উদ্ধারের খবর প্রকাশ্যে আসে ৷ সেই প্রসঙ্গে ইতিমধ্য়েই তৃণমূলের তরফে একটি টুইট করা হয়েছে ৷ তাতে প্রশ্ন তোলা হয়েছে, "ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচার গুঞ্জন এবং সরকার ফেলে দেওয়ার সম্ভাব্য পরিস্থিতির মধ্যে তিনজন কংগ্রেস বিধায়কের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে ৷ এই টাকার উত্‍স কী ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি কোনও পদক্ষেপ করবে ? নাকি বাছাই করা কয়েকটি ক্ষেত্রেই নিয়ম প্রয়োগ করা হয় ?"

কুণাল ঘোষের নিশানায় শুভেন্দু অধিকারী ৷

তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য শনিবারের ঘটনা উল্লেখ করে লিখেছেন, "ঘটনা 1: মহারাষ্ট্রের পর রাজস্থান আর ঝাড়খণ্ডকে টার্গেট ঘোষিত করল বিজেপি ৷ ঘটনা 2: ঝাড়খণ্ড যাওয়ার সময় তিন কংগ্রেস বিধায়ক বিপুল টাকা-সহ ধরা পড়লেন হাওড়ায় ৷ এবার 1 এবং 2 মেলান ৷ কী বুঝছেন ? আজ অগ্রিম দেওয়া হয়েছিল ৷ আরও বিধায়ক আনতে পারলে হয়তো বাকিটা পেমেন্ট হত ! কিন্তু যা !!"

এই নিয়ে দেবাংশুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এমনিতেই বিজেপি নেতারা ঝাড়খণ্ড এবং বাংলায় সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন ৷ মহারাষ্ট্রের কায়দায় সরকার বদল করতে হলে যে বিপুল টাকার প্রয়োজন, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না ৷ এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তদন্ত করে দেখতে হবে ৷ এই টাকার সঙ্গে আমরা যে অভিযোগ করছি, তার কোনও যোগ আছে কিনা !"

আরও পড়ুন: Howrah Cash Recovery: ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তভার নিল সিআইডি

হাওড়ায় উদ্ধার হওয়া টাকার উৎস জানতে চেয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ৷ তিনি বলেন, "এই টাকা তোলাবাজির কিনা সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার ৷ একই সঙ্গে তদন্ত হওয়া দরকার, এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখার ৷ এই টাকা ঘোড়া কেনাবেচার জন্য ব্যবহার করা হচ্ছিল কিনা, তাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেখতে হবে ৷"

প্রসঙ্গত, শনিবার রাতে হাওড়ার রানিহাটিতে একটি গাড়ি থেকে অন্তত 49 লক্ষ টাকা উদ্ধার করা হয় ৷ সেই গাড়িতেই ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক ৷ তাঁদের গ্রেফতার করে রাতভর জেরা করে পাঁচলা থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয় গাড়ির চালক-সহ আরও এক ব্যক্তিকে ৷ রবিবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয় ৷ এবার এই ইস্যুটিকেই হাতিয়ার করে শিক্ষক দুর্নীতির আবহে বিজেপি-র উপর পালটা চাপ তৈরির কৌশল নিল তৃণমূল কংগ্রেস ৷

Last Updated : Jul 31, 2022, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.