কলকাতা, 29 জানুয়ারি : অশ্লীল অডিয়ো-কাণ্ডে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (kunal ghosh demands apology from kabir suman on viral audio clip issue) ৷ শনিবার এই নিয়ে তিনি টুইট করেছেন ৷ সেখানে লিখেছেন, ‘‘যে অডিয়োটি ঘুরছে, সেটি যদি কবীর সুমনেরই হয়, তাহলে তা অতি আপত্তিকর এবং তীব্র প্রতিবাদযোগ্য ।’’
একই সঙ্গে তৃণমূলের এই রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, ‘‘এর জন্য ক্ষমা চাওয়া উচিত, না-চাইলে ব্যবস্থা হওয়া উচিত । জনপ্রিয় গায়ক বা প্রতিভাধর বুদ্ধিজীবী হলেই এসব বলা যাবে, এটা হতে পারে না ।’’
প্রসঙ্গত, গতকাল শুক্রবার একটি অডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় (Audio Clip with Derogatory Words) ৷ সেখানে দুই পুরুষকণ্ঠের কথোপকথন ছিল ৷ যাঁকে ফোন করা হয়েছিল, তিনি অশ্লীল ভাষায় নানা মন্তব্য করেন ৷ অডিয়ো ক্লিপের কথোপকথন অনুযায়ী, ফোন করেছিলেন একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের এক সাংবাদিক ৷ ফোন করা হয়েছিল গায়ক ও তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমনকে (Singer Kabir Suman) ৷ আর ওই অশ্লীল মন্তব্য কবীর সুমনই করেন ৷ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷
-
যে অডিওটি ঘুরছে, সেটি যদি কবীর সুমনেরই হয়, তাহলে তা অতি আপত্তিকর এবং তীব্র প্রতিবাদযোগ্য। এর জন্য ক্ষমা চাওয়া উচিত, না চাইলে ব্যবস্থা হওয়া উচিত। জনপ্রিয় গায়ক বা প্রতিভাধর বুদ্ধিজীবী হলেই এসব বলা যাবে, এটা হতে পারে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">যে অডিওটি ঘুরছে, সেটি যদি কবীর সুমনেরই হয়, তাহলে তা অতি আপত্তিকর এবং তীব্র প্রতিবাদযোগ্য। এর জন্য ক্ষমা চাওয়া উচিত, না চাইলে ব্যবস্থা হওয়া উচিত। জনপ্রিয় গায়ক বা প্রতিভাধর বুদ্ধিজীবী হলেই এসব বলা যাবে, এটা হতে পারে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 29, 2022যে অডিওটি ঘুরছে, সেটি যদি কবীর সুমনেরই হয়, তাহলে তা অতি আপত্তিকর এবং তীব্র প্রতিবাদযোগ্য। এর জন্য ক্ষমা চাওয়া উচিত, না চাইলে ব্যবস্থা হওয়া উচিত। জনপ্রিয় গায়ক বা প্রতিভাধর বুদ্ধিজীবী হলেই এসব বলা যাবে, এটা হতে পারে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 29, 2022
কিন্তু এই অডিয়ো নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে বিভিন্ন মহলে ৷ কবীর সুমনের সমালোচনায় সরব হতে শুরু করেন অনেকে ৷ সাধারণ নেটিজেনের সঙ্গে বেশ কয়েকজন শিল্পীও প্রতিবাদ করেন ৷ যদিও এই নিয়ে সুমনের কোনও অনুতাপ নেই বলেই খবর ৷ তিনি নিজের ফেসবুকে ‘ফ্রেন্ডস ওনলি’ হিসেবে একটি পোস্ট করেছেন ৷ সেখানে এই ধরনের ঘটনা আগামিদিনে আবার ঘটাতে চান বলে দাবি করেছেন ৷
সেই বিষয়টিও ক্রমশ ভাইরাল হতে শুরু করে শনিবার ৷ আর তার পরই কুণাল ঘোষের (TMC Leader Kunal Ghosh) এই টুইট ৷ তবে এই টুইট তিনি ব্যক্তিগতভাবে করেছেন, নাকি তাঁর মন্তব্যের সঙ্গে দলও সহমত, তা এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন : TMC Attacks Dhankhar : আপনি কে ? জাগোবাংলায় তৃণমূলের প্রশ্ন ধনকড়কে