ETV Bharat / city

রাজ্যপাল অশুভ শক্তির অভিভাবক, বঙ্গভঙ্গ নিয়ে তোপ কুণালের - jagdeep dhankhar news today

বিজেপির দু’জন সাংসদ বাংলা ভাগ করে নতুন রাজ্যের দাবি জানিয়েছেন ৷ এই নিয়ে টুইটারে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এর সঙ্গে তিনি জড়িয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও ৷

kunal ghosh criticise governor jagdeep dhankhar and bjp on bengal partition issue
রাজ্যপাল অশুভ শক্তির অভিভাবক, বঙ্গ-ভঙ্গ নিয়ে তোপ কুণালের
author img

By

Published : Jun 22, 2021, 7:03 PM IST

কলকাতা, 22 জুন : বিজেপির (BJP) বিরুদ্ধে ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে ফের সুর চড়াল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার এই নিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ মঙ্গলবার এই নিয়ে তিনি শুধু বিজেপি নয়, আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Jagdeep Dhankhar) ৷

আরও পড়ুন : John Barla-Saumitra Khan : পৃথক রাজ্যের দাবি, আলিপুরদুয়ারে দুই সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ

কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, পশ্চিমবঙ্গ ভেঙে যাঁরা অন্য রাজ্যের দাবি তুলছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যপালকে তাই তিনি ‘অশুভ শক্তির অভিভাবক’ বলেও কটাক্ষ করেছেন ৷ কেন রাজ্যপাল এই নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তার ব্যাখ্য়াও কুণাল ঘোষ ওই টুইটে (Tweet) দিয়েছেন ৷ তাঁর দাবি, বাংলা থেকে বরখাস্তের পর যদি কাছাকাছি কোনও রাজ্যে পদ পাওয়া যায়, সেই আশায় রাজ্যপাল এই কাজ করছেন ৷

  • যাঁরা বঙ্গভঙ্গ করে আলাদা রাজ্যের দাবি তুলছেন, অশুভ শক্তির অভিভাবক 'টুইট
    ধনকড়জি' তাঁদের সঙ্গে যোগাযোগেই থাকছেন। বাংলা থেকে বরখাস্তের পর যদি কাছাকাছি কোনো রাজ্যে পদ পাওয়া যায়, সেই আশায় !!!@MamataOfficial @abhishekaitc @AITCofficial

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবি উঠতে শুরু করেছে ৷ এই দাবি প্রথম তোলেন আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বারলা (John Barla) ৷ তিনি উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন ৷ এর পর জঙ্গলমহলের জন্য আলাদা রাজ্যের দাবিতে সরব হন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan) ৷

বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ এটাকে সংশ্লিষ্ট নেতাদের ব্যক্তিগত বক্তব্য বলে এই ইস্যুতে হাত ধুয়ে ফেলার চেষ্টা করছেন তাঁরা ৷ তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, যে অঞ্চলগুলি নিয়ে এই দাবি উঠছে, সেই অঞ্চগুলি দীর্ঘদিন ধরে বঞ্চিত ৷

  • যাঁরা বঙ্গভঙ্গের কথা বলছেন, তাঁরা নির্বাচনী ইস্তাহারে রাখলেন না কেন? কেন তাঁদের নিত্যযাত্রী বক্তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাননি? জানতেন একটি আসনেও জিততে পারতেন না। এখন এসেছেন প্ররোচনা ছড়াতে। ছিঃ!@MamataOfficial @abhishekaitc @BanglarGorboMB @AITCofficial

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : শিলিগুড়িতে জন বারলা ও সৌমিত্র খাঁর কুশপুতুল দাহ যুব তৃণমূলের

এই পরিস্থিতিতে ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে বিজেপিকেও বিঁধেছেন কুণাল ঘোষ ৷ তিনি টুইটে লিখেছেন, ‘‘যাঁরা বঙ্গভঙ্গের কথা বলছেন, তাঁরা নির্বাচনী ইস্তাহারে রাখলেন না কেন ? কেন তাঁদের নিত্যযাত্রী বক্তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাননি ?’’

কুণাল ঘোষের বক্তব্য, বিজেপির নেতারা জানতেন যে ওই দাবি ভোটে আগে তুললে একটি আসনেও জয়লাভ করা সম্ভব নয় । তাই সেই সময় এই দাবি তোলা হয়নি ৷ কিন্তু এখন প্ররোচনা ছড়াতে এই দাবি তোলা হচ্ছে ৷

আরও পড়ুন : রাষ্ট্রপতি শাসন ছাড়া রাজ্যে শান্তি আসবে না, মালদায় দাবি দিলীপের

কলকাতা, 22 জুন : বিজেপির (BJP) বিরুদ্ধে ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে ফের সুর চড়াল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার এই নিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ মঙ্গলবার এই নিয়ে তিনি শুধু বিজেপি নয়, আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Jagdeep Dhankhar) ৷

আরও পড়ুন : John Barla-Saumitra Khan : পৃথক রাজ্যের দাবি, আলিপুরদুয়ারে দুই সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ

কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, পশ্চিমবঙ্গ ভেঙে যাঁরা অন্য রাজ্যের দাবি তুলছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যপালকে তাই তিনি ‘অশুভ শক্তির অভিভাবক’ বলেও কটাক্ষ করেছেন ৷ কেন রাজ্যপাল এই নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তার ব্যাখ্য়াও কুণাল ঘোষ ওই টুইটে (Tweet) দিয়েছেন ৷ তাঁর দাবি, বাংলা থেকে বরখাস্তের পর যদি কাছাকাছি কোনও রাজ্যে পদ পাওয়া যায়, সেই আশায় রাজ্যপাল এই কাজ করছেন ৷

  • যাঁরা বঙ্গভঙ্গ করে আলাদা রাজ্যের দাবি তুলছেন, অশুভ শক্তির অভিভাবক 'টুইট
    ধনকড়জি' তাঁদের সঙ্গে যোগাযোগেই থাকছেন। বাংলা থেকে বরখাস্তের পর যদি কাছাকাছি কোনো রাজ্যে পদ পাওয়া যায়, সেই আশায় !!!@MamataOfficial @abhishekaitc @AITCofficial

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবি উঠতে শুরু করেছে ৷ এই দাবি প্রথম তোলেন আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বারলা (John Barla) ৷ তিনি উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন ৷ এর পর জঙ্গলমহলের জন্য আলাদা রাজ্যের দাবিতে সরব হন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan) ৷

বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ এটাকে সংশ্লিষ্ট নেতাদের ব্যক্তিগত বক্তব্য বলে এই ইস্যুতে হাত ধুয়ে ফেলার চেষ্টা করছেন তাঁরা ৷ তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, যে অঞ্চলগুলি নিয়ে এই দাবি উঠছে, সেই অঞ্চগুলি দীর্ঘদিন ধরে বঞ্চিত ৷

  • যাঁরা বঙ্গভঙ্গের কথা বলছেন, তাঁরা নির্বাচনী ইস্তাহারে রাখলেন না কেন? কেন তাঁদের নিত্যযাত্রী বক্তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাননি? জানতেন একটি আসনেও জিততে পারতেন না। এখন এসেছেন প্ররোচনা ছড়াতে। ছিঃ!@MamataOfficial @abhishekaitc @BanglarGorboMB @AITCofficial

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : শিলিগুড়িতে জন বারলা ও সৌমিত্র খাঁর কুশপুতুল দাহ যুব তৃণমূলের

এই পরিস্থিতিতে ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে বিজেপিকেও বিঁধেছেন কুণাল ঘোষ ৷ তিনি টুইটে লিখেছেন, ‘‘যাঁরা বঙ্গভঙ্গের কথা বলছেন, তাঁরা নির্বাচনী ইস্তাহারে রাখলেন না কেন ? কেন তাঁদের নিত্যযাত্রী বক্তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাননি ?’’

কুণাল ঘোষের বক্তব্য, বিজেপির নেতারা জানতেন যে ওই দাবি ভোটে আগে তুললে একটি আসনেও জয়লাভ করা সম্ভব নয় । তাই সেই সময় এই দাবি তোলা হয়নি ৷ কিন্তু এখন প্ররোচনা ছড়াতে এই দাবি তোলা হচ্ছে ৷

আরও পড়ুন : রাষ্ট্রপতি শাসন ছাড়া রাজ্যে শান্তি আসবে না, মালদায় দাবি দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.