কলকাতা, 22 জুন : বিজেপির (BJP) বিরুদ্ধে ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে ফের সুর চড়াল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার এই নিয়ে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷ মঙ্গলবার এই নিয়ে তিনি শুধু বিজেপি নয়, আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Jagdeep Dhankhar) ৷
আরও পড়ুন : John Barla-Saumitra Khan : পৃথক রাজ্যের দাবি, আলিপুরদুয়ারে দুই সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, পশ্চিমবঙ্গ ভেঙে যাঁরা অন্য রাজ্যের দাবি তুলছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যপালকে তাই তিনি ‘অশুভ শক্তির অভিভাবক’ বলেও কটাক্ষ করেছেন ৷ কেন রাজ্যপাল এই নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তার ব্যাখ্য়াও কুণাল ঘোষ ওই টুইটে (Tweet) দিয়েছেন ৷ তাঁর দাবি, বাংলা থেকে বরখাস্তের পর যদি কাছাকাছি কোনও রাজ্যে পদ পাওয়া যায়, সেই আশায় রাজ্যপাল এই কাজ করছেন ৷
-
যাঁরা বঙ্গভঙ্গ করে আলাদা রাজ্যের দাবি তুলছেন, অশুভ শক্তির অভিভাবক 'টুইট
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
ধনকড়জি' তাঁদের সঙ্গে যোগাযোগেই থাকছেন। বাংলা থেকে বরখাস্তের পর যদি কাছাকাছি কোনো রাজ্যে পদ পাওয়া যায়, সেই আশায় !!!@MamataOfficial @abhishekaitc @AITCofficial
">যাঁরা বঙ্গভঙ্গ করে আলাদা রাজ্যের দাবি তুলছেন, অশুভ শক্তির অভিভাবক 'টুইট
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021
ধনকড়জি' তাঁদের সঙ্গে যোগাযোগেই থাকছেন। বাংলা থেকে বরখাস্তের পর যদি কাছাকাছি কোনো রাজ্যে পদ পাওয়া যায়, সেই আশায় !!!@MamataOfficial @abhishekaitc @AITCofficialযাঁরা বঙ্গভঙ্গ করে আলাদা রাজ্যের দাবি তুলছেন, অশুভ শক্তির অভিভাবক 'টুইট
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021
ধনকড়জি' তাঁদের সঙ্গে যোগাযোগেই থাকছেন। বাংলা থেকে বরখাস্তের পর যদি কাছাকাছি কোনো রাজ্যে পদ পাওয়া যায়, সেই আশায় !!!@MamataOfficial @abhishekaitc @AITCofficial
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবি উঠতে শুরু করেছে ৷ এই দাবি প্রথম তোলেন আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির জন বারলা (John Barla) ৷ তিনি উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন ৷ এর পর জঙ্গলমহলের জন্য আলাদা রাজ্যের দাবিতে সরব হন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan) ৷
বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ এটাকে সংশ্লিষ্ট নেতাদের ব্যক্তিগত বক্তব্য বলে এই ইস্যুতে হাত ধুয়ে ফেলার চেষ্টা করছেন তাঁরা ৷ তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, যে অঞ্চলগুলি নিয়ে এই দাবি উঠছে, সেই অঞ্চগুলি দীর্ঘদিন ধরে বঞ্চিত ৷
-
যাঁরা বঙ্গভঙ্গের কথা বলছেন, তাঁরা নির্বাচনী ইস্তাহারে রাখলেন না কেন? কেন তাঁদের নিত্যযাত্রী বক্তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাননি? জানতেন একটি আসনেও জিততে পারতেন না। এখন এসেছেন প্ররোচনা ছড়াতে। ছিঃ!@MamataOfficial @abhishekaitc @BanglarGorboMB @AITCofficial
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">যাঁরা বঙ্গভঙ্গের কথা বলছেন, তাঁরা নির্বাচনী ইস্তাহারে রাখলেন না কেন? কেন তাঁদের নিত্যযাত্রী বক্তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাননি? জানতেন একটি আসনেও জিততে পারতেন না। এখন এসেছেন প্ররোচনা ছড়াতে। ছিঃ!@MamataOfficial @abhishekaitc @BanglarGorboMB @AITCofficial
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021যাঁরা বঙ্গভঙ্গের কথা বলছেন, তাঁরা নির্বাচনী ইস্তাহারে রাখলেন না কেন? কেন তাঁদের নিত্যযাত্রী বক্তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাননি? জানতেন একটি আসনেও জিততে পারতেন না। এখন এসেছেন প্ররোচনা ছড়াতে। ছিঃ!@MamataOfficial @abhishekaitc @BanglarGorboMB @AITCofficial
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2021
আরও পড়ুন : শিলিগুড়িতে জন বারলা ও সৌমিত্র খাঁর কুশপুতুল দাহ যুব তৃণমূলের
এই পরিস্থিতিতে ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে বিজেপিকেও বিঁধেছেন কুণাল ঘোষ ৷ তিনি টুইটে লিখেছেন, ‘‘যাঁরা বঙ্গভঙ্গের কথা বলছেন, তাঁরা নির্বাচনী ইস্তাহারে রাখলেন না কেন ? কেন তাঁদের নিত্যযাত্রী বক্তারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাননি ?’’
কুণাল ঘোষের বক্তব্য, বিজেপির নেতারা জানতেন যে ওই দাবি ভোটে আগে তুললে একটি আসনেও জয়লাভ করা সম্ভব নয় । তাই সেই সময় এই দাবি তোলা হয়নি ৷ কিন্তু এখন প্ররোচনা ছড়াতে এই দাবি তোলা হচ্ছে ৷
আরও পড়ুন : রাষ্ট্রপতি শাসন ছাড়া রাজ্যে শান্তি আসবে না, মালদায় দাবি দিলীপের