ETV Bharat / city

Kunal Ghosh: অভিষেকের সঙ্গে এসএসসি-র চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের বৈঠক, পথ-প্রদর্শক হলেন কুণাল

author img

By

Published : Jul 29, 2022, 6:27 PM IST

অভিষেকের সঙ্গে এসএসসি-র চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের বৈঠকে পথপ্রদর্শক হলেন কুণাল (Kunal Ghosh Becomes Guide for Delegation of Protesting SSC Job Seekers) ৷ ঘোষ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বাইরে কুণালের সঙ্গে দেখা গেল প্রতিনিধি দলের সদস্যদের ৷

kunal-ghosh-becomes-guide-for-delegation-of-protesting-ssc-job-seekers-who-come-to-meet-with-abhishek-banerjee
kunal-ghosh-becomes-guide-for-delegation-of-protesting-ssc-job-seekers-who-come-to-meet-with-abhishek-banerjee

কলকাতা, 29 জুলাই: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন এসএসসি-র নবম ও দশমের আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ৷ সেই প্রতিনিধি দলের পথপ্রদর্শক হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Becomes Guide for Delegation of Protesting SSC Job Seekers) ৷ বৈঠকের আগে এ দিন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে কুণাল ঘোষের সঙ্গে চাকরিপ্রার্থীদের দেখা যায় ৷

এ নিয়ে কুণাল বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি দেখছেন ৷ আন্দোলনকারীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ৷ যেখানে বৈঠক হওয়ার কথা, সেই সভাস্থল চেনেন না তাঁরা ৷ এক্ষেত্রে আমি পথ পদপ্রদর্শক হিসাবে তাঁদের সঙ্গে যাচ্ছি ৷ এখানে আমার কোনও ভূমিকা নেই ৷’’ এ দিন বিকেল সাড়ে তিনটে থেকে বৈঠক শুরু হয় (SSC Job Seekers Meet with Abhishek Banerjee

) ৷

আরও পড়ুন: 2016 মেধাতালিকা নিয়ে নতুন অভিযোগ, সত্যি প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

শহিদ মিনারে গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনকারী এসএসসি-র নবম ও দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হিসাবে অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন, শহিদুল্লাহ সহ 8 জন ৷ এই শহিদুল্লাহ এসএসসি-র চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চের নেতা ৷ তাঁর সঙ্গেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে যোগাযোগ করা হয় ৷ এ দিন কয়েকজন আন্দোলনকারীকে কুণাল ঘোষ নিজের গাড়িতে করে ক্যামাক স্ট্রিটে নিয়ে আসেন ৷ যতদূর জানা যাচ্ছে, গাড়িতেই আন্দোলনকারীদের সঙ্গে তাদের দাবিদাওয়া সম্পর্কে জেনে নেন কুণাল ঘোষ ৷ এক্ষেত্রে অভিষেকের সঙ্গে বৈঠকে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ৷

কলকাতা, 29 জুলাই: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন এসএসসি-র নবম ও দশমের আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা ৷ সেই প্রতিনিধি দলের পথপ্রদর্শক হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Becomes Guide for Delegation of Protesting SSC Job Seekers) ৷ বৈঠকের আগে এ দিন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে কুণাল ঘোষের সঙ্গে চাকরিপ্রার্থীদের দেখা যায় ৷

এ নিয়ে কুণাল বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি দেখছেন ৷ আন্দোলনকারীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ৷ যেখানে বৈঠক হওয়ার কথা, সেই সভাস্থল চেনেন না তাঁরা ৷ এক্ষেত্রে আমি পথ পদপ্রদর্শক হিসাবে তাঁদের সঙ্গে যাচ্ছি ৷ এখানে আমার কোনও ভূমিকা নেই ৷’’ এ দিন বিকেল সাড়ে তিনটে থেকে বৈঠক শুরু হয় (SSC Job Seekers Meet with Abhishek Banerjee

) ৷

আরও পড়ুন: 2016 মেধাতালিকা নিয়ে নতুন অভিযোগ, সত্যি প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

শহিদ মিনারে গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনকারী এসএসসি-র নবম ও দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের প্রতিনিধি হিসাবে অভিষেকের সঙ্গে দেখা করতে আসেন, শহিদুল্লাহ সহ 8 জন ৷ এই শহিদুল্লাহ এসএসসি-র চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চের নেতা ৷ তাঁর সঙ্গেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে যোগাযোগ করা হয় ৷ এ দিন কয়েকজন আন্দোলনকারীকে কুণাল ঘোষ নিজের গাড়িতে করে ক্যামাক স্ট্রিটে নিয়ে আসেন ৷ যতদূর জানা যাচ্ছে, গাড়িতেই আন্দোলনকারীদের সঙ্গে তাদের দাবিদাওয়া সম্পর্কে জেনে নেন কুণাল ঘোষ ৷ এক্ষেত্রে অভিষেকের সঙ্গে বৈঠকে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.