কলকাতা, 23 জানুয়ারি : ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উঠেছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ আর যাঁরা এই ধ্বনি তুলেছেন, সেই দর্শকদের সরাসরি ‘অসভ্য’ বললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর সমালোচনা, বিজেপির কাছে জয় শ্রীরাম মানে একটা হুজুক৷ এই ঘটনা অত্যন্ত লজ্জার৷ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায় ।
শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির 125 তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান হয়৷ সেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোড়া থেকেই উপস্থিত ছিলেন৷ কিন্তু ভাষণ দেওয়ার জন্য যে মুহূর্তে তাঁর নাম ঘোষণা করা হয়৷ সেই মুহূর্তেই দর্শকাসন থেকে কয়েকজন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন৷
এর জেরে চূড়ান্ত রেগে যান মমতা৷ তিনি বলেন, ‘‘এটা সরকারি অনুষ্ঠান৷ কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়৷ এভাবে কাউকে ডেকে অপমান করার কোনও মানে হয় না৷ তাই আমি ভাষণ দেব না৷’’ তা নিয়ে হইচই পড়ে যায় সর্বত্র৷ অধিকাংশ লোকই এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন ৷
এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায়৷ তাঁর দাবি, ‘জয় শ্রীরাম’ এখন রাজনৈতিক স্লোগান হয়ে গিয়েছে৷ এটা তো দলীয় অনুষ্ঠান নয়৷ তবে ওরা তো সভ্যতা, ঐতিহ্য মানে না৷ ওরা যেটা করে সেটাই ওদের ঐতিহ্য৷ প্রধানমন্ত্রীর এর প্রতিবাদ করা উচিত বলে তিনি মনে করেন৷ তাঁর দাবি, সেখানে জয় হিন্দ স্লোগান দেওয়া উচিত ছিল৷
আরও পড়ুন : মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘যাঁরা নেতাজির জ্ন্মদিনে জয় শ্রীরাম ধ্বনি দেন, এই সংস্কৃতিকে বহিরাগত বলা হয়৷’’ উল্লেখ্য, কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমা দিচ্ছেন৷ কেন সেই কথা বলা হচ্ছে, সেটাই এবার বোঝা গেল বলে মত কুণাল ঘোষের৷