কলকাতা, 3 অক্টোবর : ‘‘প্রার্থী শ্রীজীব ৷ পার্টি নির্জীব ৷’’ ভবানীপুরের উপনির্বাচনের ফলাফল (Bhabanipur Bye-Election Result) প্রকাশের পর এভাবেই সিপিএমকে (CPIM) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷
রবিবার ভবানীপুরের ভোট গণনা চলাকালীনই এই টুইট করেন কুণাল ঘোষ ৷ যখন তিনি এই ট্যুইট করেন, ততক্ষণে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভবানীপুরে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আর তাঁর মার্জিনও বাড়ছে আগের ভোটগুলির তুলনায় ৷ একই সঙ্গে এটাও স্পষ্ট হয়েছে যে আরও ভোট কমতে চলেছে সেখানকার সিপিএম (CPIM) প্রার্থী শ্রীজীব বিশ্বাসের (Srijeeb Biswas) ৷
আরও পড়ুন : Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার
-
প্রার্থী শ্রীজীব।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
পার্টি নির্জীব।
প্রসঙ্গ সিপিএম।
আর কত ভুল?
আর কত গলাবাজি?
আর কত তত্ত্বকথা?
শুধু টিভি, ফেস বুক, টুইটের বিপ্লবে এত ফাঁক ঢাকা যায়?
">প্রার্থী শ্রীজীব।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 3, 2021
পার্টি নির্জীব।
প্রসঙ্গ সিপিএম।
আর কত ভুল?
আর কত গলাবাজি?
আর কত তত্ত্বকথা?
শুধু টিভি, ফেস বুক, টুইটের বিপ্লবে এত ফাঁক ঢাকা যায়?প্রার্থী শ্রীজীব।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 3, 2021
পার্টি নির্জীব।
প্রসঙ্গ সিপিএম।
আর কত ভুল?
আর কত গলাবাজি?
আর কত তত্ত্বকথা?
শুধু টিভি, ফেস বুক, টুইটের বিপ্লবে এত ফাঁক ঢাকা যায়?
সিপিএমকে যে বাংলার ভোটাররা যে আর পছন্দ করছেন না, তা 2008 সালের পঞ্চায়েত ভোট থেকেই বোঝা যাচ্ছিল ৷ তার পর সময় যত এগিয়েছে সিপিএমের আসন সংখ্যা কমেছে ৷ ভোটও কমেছে ৷ আর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একেবারে শূন্যতে এসে ঠেকেছে সিপিএম-সহ অন্য বামেরা ৷
তার পর অবশ্য বিধানসভা ভোটের স্লোগান-সহ পরিকল্পনা নিয়ে ভুল স্বীকারও করেছেন সিপিএমের শীর্ষনেতারা ৷ আর সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ ৷
আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার
টুইটে তিনি লিখেছেন, ‘‘আর কত ভুল ? আর কত গলাবাজি ? আর কত তত্ত্বকথা ? শুধু টিভি, ফেসবুক, টুইটের বিপ্লবে এত ফাঁক ঢাকা যায় ?’’
এই নিয়ে অবশ্য কোনও উত্তর দিতে চাননি সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ৷ তিনি বলেন, ‘‘আমরা ভবানীপুর কেন্দ্রের মানুষের এই রায় মাথা পেতে নিচ্ছি । তবে আমরা মানুষের পাশেই থাকব । চোখে চোখ রেখে রাজনীতি করার সাহস শুধুমাত্র বামপন্থীদেরই আছে ।’’
আরও পড়ুন : Mamata Banerjee wins bhabanipur bypoll : নিজের মেয়েকেই চাইল ভবানীপুর