কলকাতা, 21 অগস্ট : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপত্র জাগোবাংলায় (Jagobangla) উত্তর সম্পাদকীয় লেখা নিয়ে আরও একবার অজন্তা বিশ্বাসের (Ajanta Biswas) পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ জাগোবাংলায় অজন্তার উত্তর সম্পাদকীয় লেখা নিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে পরিকল্পনা সিপিএম (CPIM) করেছে, তার বিরুদ্ধেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ৷
আজ, শনিবার টুইটারে তিনি সিপিএমকে কটাক্ষ করে লিখেছেন, ‘‘শাস্তি দিয়ে মন পাওয়া যায় না কমরেড ।’’ একই সঙ্গে দাবি করেছেন, এই ধরনের পদক্ষেপ সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যের পথে নিয়ে যাবে ৷
আরও পড়ুন : Arvind Menon's wedding : 'হাঁটুর বয়সি মেয়েকে বিয়ে', সাতপাকে বাঁধা পড়ে বিতর্কে 'আরএসএস প্রচারক' মেনন
প্রসঙ্গত, গত 21 জুলাই শহিদ দিবসের দিন জাগোবাংলা দৈনিক হিসেবে প্রকাশিত হওয়া শুরু হয় ৷ তার কয়েকদিন পর সেখানে চার কিস্তির একটি উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয় ৷ বিষয় ছিল ‘বঙ্গরাজনীতিতে নারীশক্তি’ ৷ লেখিকা অজন্তা বিশ্বাস ৷ তাঁকে রবীন্দ্রভারতীর অধ্যাপিকা হিসেবে পরিচয় করানো হয়েছিল পাঠকের কাছে ৷
কিন্তু অজন্তার আরও একটি পরিচয় আছে ৷ তাঁর বাবার নাম অনিল বিশ্বাস ৷ সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের (Anil Biswas) মেয়ে কী করে বিপক্ষ দলের মুখপত্রে লেখেন, এই নিয়ে হইচই পড়ে যায় ৷ সিপিএম সরাসরি কিছু না বললেও একেক জন একেক রকম যুক্তি সাজাতে থাকেন ৷ উত্তর সম্পাদকীয়র শেষ কিস্তিতে বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অবদানের প্রসঙ্গও লেখেন অজন্তা ৷
আরও পড়ুন : Bengal BJP : পুজোর পরে রাজ্যজুড়ে তৃণমূল বিরোধী আন্দোলন, নীল নক্সা তৈরি করছে বিজেপি
তার পর বিষয়টি নিয়ে আরও জলঘোলা হয় ৷ অজন্তাকে শো-কজ করে সিপিএম ৷ এখন শোনা যাচ্ছে, তাঁকে নাকি সাসপেন্ড করতে পারেন আলিমুদ্দিনের কর্তারা ৷ আর সেই নিয়ে সিপিএমকে বিঁধে এদিন টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷
তিনি লিখেছেন, ‘‘'জাগোবাংলা'য় লেখার জন্য আজ অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করবে সিপিএম । 2008 থেকে যারা দল ডোবালো, 0-তে নামালো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই । অজন্তাকে শাস্তির নামে কিছু অপরিচিত অপ্রাসঙ্গিক নেতা নিজেদের সাময়িক প্রচার চান ।’’
আরও পড়ুন : Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের তথ্য চেয়ে ডিজিকে চিঠি সিবিআইয়ের
এখন প্রশ্ন হচ্ছে, অজন্তাকে যদি সত্যিই সিপিএম সাসপেন্ড করে, তাহলে তাঁর পরবর্তী পদক্ষেপ হবে ? তৃণমূল কংগ্রেসের হয়ে কুণাল ঘোষ যেভাবে তাঁর পাশে দাঁড়াচ্ছেন বারবার, তাতে জল্পনা ছড়াচ্ছে যে তাহলে কি অজন্তাও তৃণমূলের পথ ধরবেন ?