ETV Bharat / city

Kumartuli Park Durgotsav 2022: কুমোরটুলি পার্ক সর্বজনীনের এবারের পুজো জলের তলায় ! - কুমোরটুলি পার্ক সর্বজনীন

কুমোরটুলি পার্ক (Kumortuli Park) সর্বজনীনের এ বারের পুজো মণ্ডপে ঢুকলেই মনে হবে সমুদ্রের তলদেশে প্রবেশ করেছেন ৷ তাদের পুজোর থিম অন্বেষণ (Durga Puja 2022)৷

kumortuli-park-will-present-underwater-durga-puja
কুমোরটুলি পার্ক সর্বজনীনের এবারের পুজো জলের তলায় !
author img

By

Published : Sep 20, 2022, 7:44 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: কুমোরটুলি পার্ক (Kumartuli Park) সর্বজনীন দুর্গাপুজোর এ বার 30তম বর্ষ । তাদের বিষয় ভাবনা 'অন্বেষণ'। শিল্পী চন্দন পাল এ বারের পুজোয় তুলে ধরেছেন বাস্তব এক সমস্যা (Durga Puja 2022)।

দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সমগ্র পৃথিবীর মাথা ব্যথার কারণ বিশ্ব উষ্ণায়ন (Global Warming)। দূষণের জেরে ক্রমশ গলছে হিমবাহ । বিজ্ঞানীরা ইতিমধ্যে আশঙ্কার কথা শুনিয়েছেন । তাঁদের মতে, হিমবাহ যেভাবে গলছে তাতে স্থলভাগের একাংশ কয়েক বছরের মধ্যেই চলে যাবে জলের তলায় । যার প্রভাব পড়বে আমাদের দেশ ও এই রাজ্যেও ৷ সেই আশঙ্কা সত্যি হলে, জলের তলায় কীভাবে দুর্গা পুজো হবে ? সেই বিষয়টিই এ বার তুলে ধরছে কুমোরটুলি পার্ক । আদপে এভাবেই তারা দিতে চেয়েছে সচেতনতার বার্তা ৷

kumortuli-park-will-present-underwater-durga-puja
মণ্ডপ যেন সমুদ্রের তলদেশ

মণ্ডপে ঢুকতে গিয়ে সামনেই থাকছে অর্ধেক পৃথিবী এবং জাহাজ, নৌকার মতো জলযান । গোটা মণ্ডপ থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। শিল্পী চন্দন পাল বলছেন, "যদি জলের তলায় শারদোৎসব পালনের মতো দিন আসে, তখন কীভাবে হবে পুজো ? সেটাই ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে । দর্শকরা ঢুকতে গিয়ে প্রথমে দেখতে পাবেন অর্ধেক পৃথিবীতে জল পড়ছে । সবটা জলের তলায় চলে গেলে কেমন হবে দেখতে ? তা তুলে ধরা হচ্ছে এই মণ্ডপে ৷ ভিতরে দেখা যাবে সাবমেরিনের নিচে রয়েছি আমরা । সমুদ্রের তলদেশে পৌঁছে গিয়েছি । মুক্ত থাকবে প্রবাল । সমুদ্রের তলদেশের রূপ দেওয়া হচ্ছে ভিতরের অংশে । দ্বিতীয় ধাপে দেখানো হবে সমুদ্রে তলায় খুঁজে পাওয়া একটা মণ্ডপ । যেটায় এ বার উৎসব পালিত হচ্ছে ।"

kumortuli-park-will-present-underwater-durga-puja
কুমোরটুলি পার্ক সর্বজনীনের পুজো

আরও পড়ুন: অন্য দুর্গা ! ছেলের মঙ্গলে প্রতিমা গড়ছেন নবতিপর কমলা

মৈনাক সমুদ্র মন্থনের পাহাড়ের আদলে এ বার প্রতিমা তৈরি হয়েছে । দর্শকরা প্রতিমা চারদিক দিয়ে প্রদক্ষিণ করে যে দিক থেকেই দেখুন, দুর্গার মুখ দেখতে পাবেন । প্রতিমা তৈরি করছে বাদল পাল অ্যান্ড অ্যান্ড সন্স ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: কুমোরটুলি পার্ক (Kumartuli Park) সর্বজনীন দুর্গাপুজোর এ বার 30তম বর্ষ । তাদের বিষয় ভাবনা 'অন্বেষণ'। শিল্পী চন্দন পাল এ বারের পুজোয় তুলে ধরেছেন বাস্তব এক সমস্যা (Durga Puja 2022)।

দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সমগ্র পৃথিবীর মাথা ব্যথার কারণ বিশ্ব উষ্ণায়ন (Global Warming)। দূষণের জেরে ক্রমশ গলছে হিমবাহ । বিজ্ঞানীরা ইতিমধ্যে আশঙ্কার কথা শুনিয়েছেন । তাঁদের মতে, হিমবাহ যেভাবে গলছে তাতে স্থলভাগের একাংশ কয়েক বছরের মধ্যেই চলে যাবে জলের তলায় । যার প্রভাব পড়বে আমাদের দেশ ও এই রাজ্যেও ৷ সেই আশঙ্কা সত্যি হলে, জলের তলায় কীভাবে দুর্গা পুজো হবে ? সেই বিষয়টিই এ বার তুলে ধরছে কুমোরটুলি পার্ক । আদপে এভাবেই তারা দিতে চেয়েছে সচেতনতার বার্তা ৷

kumortuli-park-will-present-underwater-durga-puja
মণ্ডপ যেন সমুদ্রের তলদেশ

মণ্ডপে ঢুকতে গিয়ে সামনেই থাকছে অর্ধেক পৃথিবী এবং জাহাজ, নৌকার মতো জলযান । গোটা মণ্ডপ থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। শিল্পী চন্দন পাল বলছেন, "যদি জলের তলায় শারদোৎসব পালনের মতো দিন আসে, তখন কীভাবে হবে পুজো ? সেটাই ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে । দর্শকরা ঢুকতে গিয়ে প্রথমে দেখতে পাবেন অর্ধেক পৃথিবীতে জল পড়ছে । সবটা জলের তলায় চলে গেলে কেমন হবে দেখতে ? তা তুলে ধরা হচ্ছে এই মণ্ডপে ৷ ভিতরে দেখা যাবে সাবমেরিনের নিচে রয়েছি আমরা । সমুদ্রের তলদেশে পৌঁছে গিয়েছি । মুক্ত থাকবে প্রবাল । সমুদ্রের তলদেশের রূপ দেওয়া হচ্ছে ভিতরের অংশে । দ্বিতীয় ধাপে দেখানো হবে সমুদ্রে তলায় খুঁজে পাওয়া একটা মণ্ডপ । যেটায় এ বার উৎসব পালিত হচ্ছে ।"

kumortuli-park-will-present-underwater-durga-puja
কুমোরটুলি পার্ক সর্বজনীনের পুজো

আরও পড়ুন: অন্য দুর্গা ! ছেলের মঙ্গলে প্রতিমা গড়ছেন নবতিপর কমলা

মৈনাক সমুদ্র মন্থনের পাহাড়ের আদলে এ বার প্রতিমা তৈরি হয়েছে । দর্শকরা প্রতিমা চারদিক দিয়ে প্রদক্ষিণ করে যে দিক থেকেই দেখুন, দুর্গার মুখ দেখতে পাবেন । প্রতিমা তৈরি করছে বাদল পাল অ্যান্ড অ্যান্ড সন্স ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.