ETV Bharat / city

রয়েছে অসংখ্য অভিযোগ, পাকড়াও বাইপাসের 2 মোবাইল চোর, 1 রিসিভার - দুই মোবাইল চোর

ওয়াচ সেকশনকে চলন্ত বাসে নজরদারির নির্দেশ দেন গোয়েন্দাপ্রধান ৷ এরপরেই ধরা পড়ল বাইপাসের দুই মোবাইল চোর ও এক রিসিভার ৷

mobile lifters arrested
মোবাইল চোর
author img

By

Published : Jan 29, 2020, 10:41 AM IST

কলকাতা, 29 জানুয়ারি: গত এক মাসে প্রচুর মোবাইল চুরির ঘটনা ঘটেছে বাইপাস এলাকায় ৷ স্থানীয় থানায় অভিযোগও জমা পড়ে। আজ ওই অঞ্চল থেকে পুলিশি তৎপরতায় ধরা পড়ে দুই মোবাইল ফোন চোর ৷ আফতাব আলম ওরফে আলতাফ (52) ও মহম্মদ রেহানকে (18) অজয়নগর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলতাফের বাড়ি সোনারপুরে । রেহান তিলজলার ডিজে খান রোডের বাসিন্দা । ধৃতদের জেরা করে এক চোরাই ফোনের ক্রেতারও খোঁজ পেয়েছে পুলিশ ৷ নাম শফিক আলম (29) । বাড়ি কড়েয়ার ব্রাইট স্ট্রিটে।

লালবাজার সূত্রে খবর, অধিকাংশ ফোন চুরি হয়েছে ভিড় বাসে ৷ এরপরই ওয়াচ সেকশনকে চলন্ত বাসে নজরদারির নির্দেশ দেন গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা । সেই সূত্রেই আজ ধরা পড়ে দুই মোবাইল চোর ও এক রিসিভার ।

mobile lifters arrested
ধৃতদের কাছ থেকে উদ্ধার 18 টি ফোন

তল্লাশি চালিয়ে আলতাফ ও রেহানের কাছ থেকে 18 টি ফোন উদ্ধার করে পুলিশ। ওই মোবাইল ফোনগুলির মালিকদের সন্ধান করে ফোন ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, মোবাইল ফোন চুরির মামলায় দোষীদের বেশি দিন জেলে রাখা যায় না । জেল থেকে বেরিয়েই 'কাজ' শুরু করে দেয় এরা। পুলিশের বক্তব্য, সেক্ষেত্রে মোবাইল ফোন চোরদের চিনে রাখা জরুরি।

কলকাতা, 29 জানুয়ারি: গত এক মাসে প্রচুর মোবাইল চুরির ঘটনা ঘটেছে বাইপাস এলাকায় ৷ স্থানীয় থানায় অভিযোগও জমা পড়ে। আজ ওই অঞ্চল থেকে পুলিশি তৎপরতায় ধরা পড়ে দুই মোবাইল ফোন চোর ৷ আফতাব আলম ওরফে আলতাফ (52) ও মহম্মদ রেহানকে (18) অজয়নগর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলতাফের বাড়ি সোনারপুরে । রেহান তিলজলার ডিজে খান রোডের বাসিন্দা । ধৃতদের জেরা করে এক চোরাই ফোনের ক্রেতারও খোঁজ পেয়েছে পুলিশ ৷ নাম শফিক আলম (29) । বাড়ি কড়েয়ার ব্রাইট স্ট্রিটে।

লালবাজার সূত্রে খবর, অধিকাংশ ফোন চুরি হয়েছে ভিড় বাসে ৷ এরপরই ওয়াচ সেকশনকে চলন্ত বাসে নজরদারির নির্দেশ দেন গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা । সেই সূত্রেই আজ ধরা পড়ে দুই মোবাইল চোর ও এক রিসিভার ।

mobile lifters arrested
ধৃতদের কাছ থেকে উদ্ধার 18 টি ফোন

তল্লাশি চালিয়ে আলতাফ ও রেহানের কাছ থেকে 18 টি ফোন উদ্ধার করে পুলিশ। ওই মোবাইল ফোনগুলির মালিকদের সন্ধান করে ফোন ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, মোবাইল ফোন চুরির মামলায় দোষীদের বেশি দিন জেলে রাখা যায় না । জেল থেকে বেরিয়েই 'কাজ' শুরু করে দেয় এরা। পুলিশের বক্তব্য, সেক্ষেত্রে মোবাইল ফোন চোরদের চিনে রাখা জরুরি।

Intro:কলকাতা, 29 জানুয়ারি: অফিস টাইমের বাসে বাদুড়ঝোলা ভিড়। হবেনাই বা কেন? কলকাতার ইএম বাইপাসে যে আম-আদমীর যাতায়াতের একমাত্র ভরসা ওই বাস। আর তার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে পকেটমার এবং মোবাইল চোরের দল। পরপর বেশ কিছু অভিযোগ আসে বাইপাস এলাকায় থাকে। আর তারপরেই নজরদারি শুরু করে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ওয়াচ সেকশনকে নির্দেশ দেন নজরদারি চালানোর। আর সেই সূত্রেই আজ ধরা পড়ল 2 মোবাইল চোর এবং একজন রিসিভার।



Body:লালবাজার সূত্রের খবর, শেষ এক মাসে বাইপাস এলাকায় এলাকায় মোবাইল চুরির ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল। প্রত্যেকেই ভিড় বাসে খুইয়েছেন তাদের মোবাইল ফোন। আর সেই সূত্রেই ওয়াচ সেকশনকে নজরদারি চালানোর জন্য নির্দেশ দেন গোয়েন্দাপ্রধান। সাধারণভাবে মোবাইল ছোটদের দেখে বোঝার উপায় ছিল না। ভদ্র সভ্য পোশাক-আশাক। চোখমুখেও ভদ্রতার ছাপ। আজ আফতাব আলম ওরফে আলতাফ এবং মহম্মদ রেহানকে অজয় নগর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলতাফের বয়স 52 বছর। রেহানের বয়স 18 । আলতাফের বাড়ি সোনারপুরে। রেহান তিলজলা থানা এলাকার ডিজে খান রোডের বাসিন্দা। তাদের জেরা করে চুরির মোবাইল যে কিনত তার নাম পায় পুলিশ। তার নাম শফিক আলম। বয়স 29 বছর। কড়েয়ার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা।



Conclusion:তাদের কাছে তল্লাশি চালিয়ে 18 টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যে মোবাইল ফোনগুলি উদ্ধার হয়েছে তাদের মালিকের সন্ধান চালিয়ে ফোন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মোবাইল ফোন চুরির কেসে খুব বেশিদিন জেলে রাখা সম্ভব হয় না দোষীদের। সে ক্ষেত্রে জেল থেকে বেরিয়েই তারা আবার শুরু করে দেয় কাজ। তাই পুলিশের বক্তব্য এই ব্যক্তিদের চিনে রাখা জরুরি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.