ETV Bharat / city

সন্ধের পর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা - বীরভূম

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকবে স্বাভাবিক সীমায়, 16.2 ডিগ্রি সেলসিয়াস ৷ গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম ৷  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আজ কলকাতায় বৃষ্টি না হলেও সারা দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে । সেইসঙ্গে আগামী 24 ঘণ্টায় বাড়তে পারে তাপমাত্রার পারদ । বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

weather update
আবহাওয়া
author img

By

Published : Feb 5, 2020, 5:03 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল 4 ডিগ্রি সেলসিয়াস ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক সীমায়, 16.2 ডিগ্রি সেলসিয়াস ৷ গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম ৷

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ কলকাতায় বৃষ্টি না হলেও সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে । সেইসঙ্গে আগামী 24 ঘণ্টায় বাড়তে পারে তাপমাত্রা । বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে, দিনেরবেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে । তবে আকাশ মেঘলা থাকার কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেতে চলেছে ।

আজ সন্ধ্যার পর থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কাল বিকেলের পর বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় । শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে ।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওড়িশা, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে । পশ্চিমী ঝঞ্ঝা ও সমুদ্র থেকে আগত গরম জলীয় বাষ্প বাতাসের সংস্পর্শে এসে মেঘ তৈরি হচ্ছে । ফলে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল 4 ডিগ্রি সেলসিয়াস ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক সীমায়, 16.2 ডিগ্রি সেলসিয়াস ৷ গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম ৷

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ কলকাতায় বৃষ্টি না হলেও সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে । সেইসঙ্গে আগামী 24 ঘণ্টায় বাড়তে পারে তাপমাত্রা । বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে, দিনেরবেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে । তবে আকাশ মেঘলা থাকার কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেতে চলেছে ।

আজ সন্ধ্যার পর থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কাল বিকেলের পর বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় । শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে ।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওড়িশা, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে । পশ্চিমী ঝঞ্ঝা ও সমুদ্র থেকে আগত গরম জলীয় বাষ্প বাতাসের সংস্পর্শে এসে মেঘ তৈরি হচ্ছে । ফলে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত ।

Intro:আজ সকাল থেকেই কলকাতা আকাশ মেঘলা। সেই সঙেই এক ধাক্কায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো 4 ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতায় বৃষ্টি না হলো আকাশ সারা দিন মেঘাচ্ছন্ন থাকবে। সেইসঙ্গে আগামী 24 ঘণ্টায় বাড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকবে। আগামী কদিন আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার আকাশ মেঘলা থাকবে সঙ্গে চলবে বৃষ্টি ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আকাশ মেঘলা থাকার জন্য রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বৃদ্ধি পেতে চলেছে।


Body:আজ সন্ধ্যার পর থেকে পশ্চিমের জেলা গুলোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝারগ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কাল বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে। শুক্রবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছে উড়িষ্যা ঝারখন লাগোয়া জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি হবে তুলনামূলক ভাবে।


Conclusion:আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝা ও সমুদ্র থেকে আসা গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস সংস্পর্শে এসে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। এর ফলে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলাগুলোতে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.