কলকাতা, ৩ ফেব্রুয়ারি : কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর CBI নজর রাখছে বলে সূত্রের খবর। তদন্তকারী সংস্থার অভিযোগ, রোজ়ভ্যালি ও সারদা কেলেঙ্কারিতে ডেকে পাঠানোর পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। এক সংবাদসংস্থা সূত্রে খবর, তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, এভাবে এড়িয়ে যেতে থাকলে রাজীব কুমারকে গ্রেপ্তার করা হতে পারে।
১৯৮৯ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের IPS রাজীব কুমার চিটফান্ড তদন্তে গঠিত SIT-এর প্রধান ছিলেন। সূত্রের খবর, সেই মামলার তদন্তে নেমে বেশ কয়েকটি ফাইল ও নথি খুঁজে পাচ্ছে না CBI। সেই কারণেই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছে তারা। নোটিশও পাঠানো হয়। কিন্তু, তিনি কোনও জবাব দেননি। এমনকী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ডাকা জরুরি বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি।
গতকাল তাঁর অফিসে যোগাযোগ করা হলে সেখানে উপস্থিত কর্মীরা জানান, রাজীব কুমার শুক্রবার শেষ অফিস এসেছিলেন। বেরিয়ে যান খানিক বাদেই। এরপর থেকে তাঁর দেখা পাওয়া যায়নি। তাঁর অফিসের এক কর্মী সংবাদসংস্থাকে বলেন, "এই মুহূর্তে তাঁর অফিসে আসার সম্ভাবনা খুবই কম। আপনারা সোমবার যোগাযোগ করুন। অথবা তাঁর বাড়িতে যোগাযোগ করুন।" যদিও রাজীব কুমারের বাড়ির নম্বর ও মোবাইলে একাধিকবার ফোন করা হলেও কেউ তা তোলেননি।
২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা ও রোজ়ভ্যালি মামলার তদন্তভার নেয় CBI।