ETV Bharat / city

কলকাতায় আন্তর্জাতিক মাদকচক্রের হদিশ, 5 কোটির মাদকসহ গ্রেপ্তার 3 - মাদক চক্রের হদিশ

এই মাদক চক্রটি কলকাতার ড্রাগ মাফিয়াদের কাছে মাদক তুলে দিতে এসেছিল, নাকি বাংলাদেশের যেত এই মাদক তা খতিয়ে দেখছে পুলিশ ।

image
মাদক প্রাচার চক্র
author img

By

Published : Dec 26, 2019, 1:14 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : মায়ানমার থেকে উত্তর-পূর্ব ভারত । সেখান থেকে নানা পথে মাদক পৌঁছে যাচ্ছে কলকাতা শহরে ‌। এই শহরে ব্যবহার হচ্ছে সেই মাদক । আবার কখনও তা পৌঁছে যাচ্ছে বাংলাদেশ । এভাবেই সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক মাদক চক্র । এমনই এক চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার হেরোইন এবং ইয়াবা সহ গ্রেপ্তার করা হল তিনজনকে । তাদের মধ্যে দু'জন উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা । একজনের বাড়ি উত্তরবঙ্গে ।

STF সূত্রে জানা গেছে, গতকাল গোয়েন্দাদের কাছে খবর আসে বড়সড় অঙ্কের টাকার মাদকের হাত বদল হবে শহরে । সেইমতো নজর রাখা হয়েছিল সর্বত্র । আনন্দপুর থানা এলাকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের কাছে চৌভাগা ক‍্যানাল সাউথ রোডে আটক করা হয় তিনজনকে । তাদের নাম আমির খান(27), সৈয়দ কাজু দেওয়ান(51), মহম্মদ পসমউদ্দিন(54) । আমির মণিপুরের লিলংয়ের বাসিন্দা । কাজুর বাড়ি অসমের বাইহাতা ছাড়িলি এলাকায় । আর পসমউদ্দিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্ধা । তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1.070 গ্রাম হেরোইন । যার বাজার দর প্রায় তিন কোটি টাকা । উদ্ধার হয়েছে এক লাখ কুড়ি হাজার পিস ইয়াবা ট্যাবলেট । যার বাজার দর 2.4 কোটি টাকা । তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

image
উদ্ধার হওয়া মাদক

ইয়াবার উৎপত্তিস্থান থাইল্যান্ড । বাংলাদেশের বহু যুবক এই নেশার কবলে পড়ে সর্বস্বান্ত । কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার করা হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । এই ট‍্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন এবং ক্যাফেইনের মিশ্রণে । এটি কখনও ব্রাউন সুগার কিংবা হিরোইনের সঙ্গে শরীরে নেওয়া হয় । কখনও আবার ট্যাবলেটের মতোই জলের সঙ্গে গিলে ফেলা হয় । এই মাদক চক্রটি কলকাতা ড্রাগ মাফিয়াদের কাছে মাদক তুলে দিতে এসেছিল, নাকি বাংলাদেশের যেত এই মাদক তা খতিয়ে দেখছে পুলিশ । দুজনের সঙ্গে কলকাতায় কোনও ড্রাগ মাফিয়াদের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 26 ডিসেম্বর : মায়ানমার থেকে উত্তর-পূর্ব ভারত । সেখান থেকে নানা পথে মাদক পৌঁছে যাচ্ছে কলকাতা শহরে ‌। এই শহরে ব্যবহার হচ্ছে সেই মাদক । আবার কখনও তা পৌঁছে যাচ্ছে বাংলাদেশ । এভাবেই সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক মাদক চক্র । এমনই এক চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার হেরোইন এবং ইয়াবা সহ গ্রেপ্তার করা হল তিনজনকে । তাদের মধ্যে দু'জন উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা । একজনের বাড়ি উত্তরবঙ্গে ।

STF সূত্রে জানা গেছে, গতকাল গোয়েন্দাদের কাছে খবর আসে বড়সড় অঙ্কের টাকার মাদকের হাত বদল হবে শহরে । সেইমতো নজর রাখা হয়েছিল সর্বত্র । আনন্দপুর থানা এলাকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের কাছে চৌভাগা ক‍্যানাল সাউথ রোডে আটক করা হয় তিনজনকে । তাদের নাম আমির খান(27), সৈয়দ কাজু দেওয়ান(51), মহম্মদ পসমউদ্দিন(54) । আমির মণিপুরের লিলংয়ের বাসিন্দা । কাজুর বাড়ি অসমের বাইহাতা ছাড়িলি এলাকায় । আর পসমউদ্দিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্ধা । তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1.070 গ্রাম হেরোইন । যার বাজার দর প্রায় তিন কোটি টাকা । উদ্ধার হয়েছে এক লাখ কুড়ি হাজার পিস ইয়াবা ট্যাবলেট । যার বাজার দর 2.4 কোটি টাকা । তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

image
উদ্ধার হওয়া মাদক

ইয়াবার উৎপত্তিস্থান থাইল্যান্ড । বাংলাদেশের বহু যুবক এই নেশার কবলে পড়ে সর্বস্বান্ত । কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার করা হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । এই ট‍্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন এবং ক্যাফেইনের মিশ্রণে । এটি কখনও ব্রাউন সুগার কিংবা হিরোইনের সঙ্গে শরীরে নেওয়া হয় । কখনও আবার ট্যাবলেটের মতোই জলের সঙ্গে গিলে ফেলা হয় । এই মাদক চক্রটি কলকাতা ড্রাগ মাফিয়াদের কাছে মাদক তুলে দিতে এসেছিল, নাকি বাংলাদেশের যেত এই মাদক তা খতিয়ে দেখছে পুলিশ । দুজনের সঙ্গে কলকাতায় কোনও ড্রাগ মাফিয়াদের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:কলকাতা, 26 ডিসেম্বর: মায়ানমার থেকে উত্তর-পূর্ব ভারত। সেখান থেকে নানা পথে মাদক পৌঁছে যাচ্ছে কলকাতা শহরে‌। এই শহরে ব্যবহার হচ্ছে সেই মাদক। আবার কখনো তা পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। এভাবেই সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক মাদক চক্র। এমনই এক চক্রের হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার হেরোইন এবং ইয়াবা সহ গ্রেপ্তার করা হল তিনজনকে। তাদের মধ্যে দুজন উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা। একজন উত্তরবঙ্গের।



Body:STF সূত্রে জানা গেছে, গতকাল গোয়েন্দাদের কাছে খবর আসে বড়সড় অংকের মাদকের হাত বদল হবে শহরে। সেইমতো নজর রাখা হয়েছিল সর্বত্র। আনন্দপুর থানা এলাকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের কাছে চৌভাগা ক‍্যানাল সাউথ রোডে আটক করা হয় তিনজনকে। তাদের নাম আমির খান(27), সৈয়দ কাজু দেওয়ান(51), মহম্মদ পসমউদ্দিন(54)। আমির মণিপুরের লিলংয়ের বাসিন্দা। কাজুর বাড়ি অসমের বাইহাতা ছাড়িলি এলাকায়। আর পসমউদ্দিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্ধা। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1.070 গ্রাম হেরোইন। যার বাজার দর প্রায় তিন কোটি টাকা। উদ্ধার হয়েছে এক লাখ কুড়ি হাজার পিস ইয়াবা ট্যাবলেট। যার বাজার দর 2.4 কোটি টাকা। তৎক্ষণাৎ তাদের গ্রেফতার করে পুলিশ।


Conclusion:ইয়াবার উৎপত্তিস্থল থাইল্যান্ড। বাংলাদেশের বহু যুবক এই নেশার কবলে পড়ে সর্বশান্ত। কলকাতাতেও আসছে এই মাদক। ব্যবহার করা হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে। এই ট‍্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন এবং ক্যাফেইনের মিশ্রণে। এটি কখনো ব্রাউন সুগার কিংবা হিরোইনের সঙ্গে ইনহেইল করা হয়। কখনো ট্যাবলেট এর মতই জলের সঙ্গে গিলে ফেলা হয়। এই মাদক চক্রটি কলকাতা ড্রাগ মাফিয়াদের কাছে মাদক তুলে দিতে এসেছিল নাকি বাংলাদেশের যেত এই মাদক তা খতিয়ে দেখছে পুলিশ। দুজনের সঙ্গে কলকাতায় কোন ড্রাগ মাফিয়াদের যোগ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.