ETV Bharat / city

সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে কোরোনা গুজব, কড়া ব্যবস্থা নিতে চলেছে লালবাজার

author img

By

Published : Mar 18, 2020, 11:52 PM IST

Updated : Mar 19, 2020, 6:33 AM IST

কোরোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও ছবি ছড়ানোর জেরে আতঙ্ক ছড়াচ্ছে শহর কলকাতায় । যাঁরা এই ধরণের গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে লালবাজারের সাইবার সেল ।

kolkata police on corona rumar
kolkata police on corona rumar

কলকাতা,18 মার্চঃ ছড়ানো হচ্ছে ভুয়ো ছবি । দেওয়া হচ্ছে ভুল তথ্য । কলকাতায় কোরোনা আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের পোস্ট । হোয়াটসঅ্যাপেও ঘুরে বেড়াচ্ছে এই সকল ভুয়ো ছবি ও তথ্য । এতে ছড়াচ্ছে বিভ্রান্তি ও আতঙ্ক । এই অবস্থায় যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল লালবাজার । ইতিমধ্যেই 10 থেকে 12 জনকে লালবাজারে ডেকে এনে সতর্ক করা হয়েছে।

কলকাতায় কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর রীতিমতো আতঙ্কে রয়েছে গোটা শহর । সামান্য কাশি হলেও তাঁকে সন্দেহের চোখে দেখছেন সাধারণ মানুষ । সেই আতঙ্ক আরও বেড়েছে, যখন জানাগিয়েছে, শহরে এসে আক্রান্ত যুবক শপিং মল এবং রেস্টুরেন্টে ঘুরে বেরিয়েছেন । আতঙ্কের এই পরিবেশে ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব । কোথাও বলা হচ্ছে তথ্য গোপন করছে সরকার । কোথাও আবার বলা হচ্ছে কলকাতায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে । সংখ্যাটা দিনে দিনে বাড়ছে হু হু করে । তার প্রমাণ স্বরূপ বিভিন্ন টিভি স্ক্রিনের ছবিকে বিকৃত করে বসিয়ে দেওয়া হচ্ছে মনগড়া আক্রান্তের সংখ্যা । এমন বহু পোস্টের সন্ধান পেয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্তা জানাচ্ছেন, কোরোনা আক্রান্ত যুবককে নিয়েও ছড়ানো হচ্ছে গুজব । ওই যুবক নাকি তার বাবার সঙ্গে গিয়েছিলেন কৃষ্ণনগরে । সেখানে গোটা দিন কাটিয়েছেন চিকিৎসক বাবার চেম্বারে । সেখানে বহু রোগী দেখেছেন ওই চিকিৎসক । অথচ এমন কোনও তথ্য বাস্তবে পাওয়া যায়নি । এই ধরনের গুজবের পাশাপাশি কেউ কেউ আবার চিকিৎসা সংক্রান্ত নানা ধরনের তথ্য সোশাল মিডিয়ায় ফেক নিউজের আকারে প্রকাশ করছেন । যেমন অ্যালকোহল গোটা গায়ে মাখলে ভাইরাস মারা যাবে । নিয়মিত মদ্যপানের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ । কেউ আবার ছড়িয়ে দিচ্ছেন কলকাতার আর্দ্রতা এবং উষ্ণতায় কোরোনা ভাইরাস টিকতে পারবে না । অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর কোনওটিকে স্বীকৃতি দেয়নি । আদতে এই ভাইরাসের চরিত্র এখনও পর্যন্ত ধরতে পারেননি গবেষকরা । ফলে এ ব্যাপারে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি । অথচ গুজব ছড়াচ্ছে হু হু করে ।

কোরোনা গুজব রুখতে কড়া লালবাজার

এই পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা গোয়েন্দা বিভাগকে নির্দেশ দিয়েছেন, যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য । তারপরেই সক্রিয় হয়েছে গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম সেল । বুধবার বিকেলে 10 থেকে 12 জনকে ডেকে সতর্ক করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর । এ প্রসঙ্গে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার DP সিং বলেন, “ গুজবে কান দেবেন না । সরকারি নির্দেশিকা মেনে চলুন । তাহলেই ঝুঁকি কমবে।"

কলকাতা,18 মার্চঃ ছড়ানো হচ্ছে ভুয়ো ছবি । দেওয়া হচ্ছে ভুল তথ্য । কলকাতায় কোরোনা আতঙ্ক কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের পোস্ট । হোয়াটসঅ্যাপেও ঘুরে বেড়াচ্ছে এই সকল ভুয়ো ছবি ও তথ্য । এতে ছড়াচ্ছে বিভ্রান্তি ও আতঙ্ক । এই অবস্থায় যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল লালবাজার । ইতিমধ্যেই 10 থেকে 12 জনকে লালবাজারে ডেকে এনে সতর্ক করা হয়েছে।

কলকাতায় কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর রীতিমতো আতঙ্কে রয়েছে গোটা শহর । সামান্য কাশি হলেও তাঁকে সন্দেহের চোখে দেখছেন সাধারণ মানুষ । সেই আতঙ্ক আরও বেড়েছে, যখন জানাগিয়েছে, শহরে এসে আক্রান্ত যুবক শপিং মল এবং রেস্টুরেন্টে ঘুরে বেরিয়েছেন । আতঙ্কের এই পরিবেশে ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব । কোথাও বলা হচ্ছে তথ্য গোপন করছে সরকার । কোথাও আবার বলা হচ্ছে কলকাতায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে । সংখ্যাটা দিনে দিনে বাড়ছে হু হু করে । তার প্রমাণ স্বরূপ বিভিন্ন টিভি স্ক্রিনের ছবিকে বিকৃত করে বসিয়ে দেওয়া হচ্ছে মনগড়া আক্রান্তের সংখ্যা । এমন বহু পোস্টের সন্ধান পেয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্তা জানাচ্ছেন, কোরোনা আক্রান্ত যুবককে নিয়েও ছড়ানো হচ্ছে গুজব । ওই যুবক নাকি তার বাবার সঙ্গে গিয়েছিলেন কৃষ্ণনগরে । সেখানে গোটা দিন কাটিয়েছেন চিকিৎসক বাবার চেম্বারে । সেখানে বহু রোগী দেখেছেন ওই চিকিৎসক । অথচ এমন কোনও তথ্য বাস্তবে পাওয়া যায়নি । এই ধরনের গুজবের পাশাপাশি কেউ কেউ আবার চিকিৎসা সংক্রান্ত নানা ধরনের তথ্য সোশাল মিডিয়ায় ফেক নিউজের আকারে প্রকাশ করছেন । যেমন অ্যালকোহল গোটা গায়ে মাখলে ভাইরাস মারা যাবে । নিয়মিত মদ্যপানের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ । কেউ আবার ছড়িয়ে দিচ্ছেন কলকাতার আর্দ্রতা এবং উষ্ণতায় কোরোনা ভাইরাস টিকতে পারবে না । অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর কোনওটিকে স্বীকৃতি দেয়নি । আদতে এই ভাইরাসের চরিত্র এখনও পর্যন্ত ধরতে পারেননি গবেষকরা । ফলে এ ব্যাপারে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি । অথচ গুজব ছড়াচ্ছে হু হু করে ।

কোরোনা গুজব রুখতে কড়া লালবাজার

এই পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা গোয়েন্দা বিভাগকে নির্দেশ দিয়েছেন, যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য । তারপরেই সক্রিয় হয়েছে গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম সেল । বুধবার বিকেলে 10 থেকে 12 জনকে ডেকে সতর্ক করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর । এ প্রসঙ্গে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার DP সিং বলেন, “ গুজবে কান দেবেন না । সরকারি নির্দেশিকা মেনে চলুন । তাহলেই ঝুঁকি কমবে।"

Last Updated : Mar 19, 2020, 6:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.