কলকাতা, 20 নভেম্বর : মহিলাদের জন্য ফের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করছে কলকাতা পুলিশ । 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ । লালবাজার সূত্রে খবর এমনটাই । রাস্তাঘাটে আচমকা হামলা কিংবা ইভটিজিংয়ের ঘটনা নতুন নয় । তাই এই উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিশ ৷
পথেঘাটে ট্রামে-বাসে শারীরিক হেনস্থা থেকে মহিলারা নিজেরাই নিজেদের সুরক্ষিত করতে পারবেন ৷ এই আশা নিয়েই কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে । অপ্রীতিকর পরিস্থিতিতে নারীশক্তি কীভাবে আত্মরক্ষা করবেন, সেই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।
আগেও এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । গতবারের প্রশিক্ষণে কলকাতা ছাড়াও সামিল হয়েছিলেন শহর সংলগ্ন এলাকার মহিলারা । শহরের 20টি জায়গা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অনলাইনে অথবা যে কোনও থানায় গিয়ে আবেদন জমা দিতে পারেন । কলকাতা পুলিশের ওয়েবসাইটে www.kolkatapolice.gov.in আবেদনকারীর নাম অনলাইনে নথিভুক্ত করা যাবে ।
নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর ও ছবি হোয়াটসঅ্যাপ করা যাবে 9748438165 নম্বরে । কবে থেকে প্রশিক্ষণ হবে, তা জানিয়ে দেওয়া হবে । সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, আগামী 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা । পুলিশ অ্যাথলেটিক ক্লাবের টেন্টে হবে প্রশিক্ষণ । এ প্রসঙ্গে লালবাজারের এক সিনিয়র পুলিশ কর্তার বক্তব্য, ''পাঁচ দিনের একটি কর্মশালাতেই থেমে থাকব না আমরা । 'তেজস্বিনী'-র নিয়মিত প্রশিক্ষণের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের ।"