ETV Bharat / city

'তেজস্বিনী' কর্মশালা, মহিলাদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ

কলকাতা পুলিশের তরফে 'তেজস্বিনী' কর্মশালার আয়োজন করা হচ্ছে ৷

ফিরছে "তেজস্বিনী",মহিলাদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ
author img

By

Published : Nov 20, 2019, 5:17 PM IST

Updated : Nov 20, 2019, 5:28 PM IST

কলকাতা, 20 নভেম্বর : মহিলাদের জন্য ফের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করছে কলকাতা পুলিশ । 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ । লালবাজার সূত্রে খবর এমনটাই । রাস্তাঘাটে আচমকা হামলা কিংবা ইভটিজিংয়ের ঘটনা নতুন নয় । তাই এই উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিশ ৷

পথেঘাটে ট্রামে-বাসে শারীরিক হেনস্থা থেকে মহিলারা নিজেরাই নিজেদের সুরক্ষিত করতে পারবেন ৷ এই আশা নিয়েই কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে । অপ্রীতিকর পরিস্থিতিতে নারীশক্তি কীভাবে আত্মরক্ষা করবেন, সেই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

আগেও এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । গতবারের প্রশিক্ষণে কলকাতা ছাড়াও সামিল হয়েছিলেন শহর সংলগ্ন এলাকার মহিলারা । শহরের 20টি জায়গা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অনলাইনে অথবা যে কোনও থানায় গিয়ে আবেদন জমা দিতে পারেন । কলকাতা পুলিশের ওয়েবসাইটে www.kolkatapolice.gov.in আবেদনকারীর নাম অনলাইনে নথিভুক্ত করা যাবে ।

নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর ও ছবি হোয়াটসঅ্যাপ করা যাবে 9748438165 নম্বরে । কবে থেকে প্রশিক্ষণ হবে, তা জানিয়ে দেওয়া হবে । সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, আগামী 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা । পুলিশ অ্যাথলেটিক ক্লাবের টেন্টে হবে প্রশিক্ষণ । এ প্রসঙ্গে লালবাজারের এক সিনিয়র পুলিশ কর্তার বক্তব্য, ''পাঁচ দিনের একটি কর্মশালাতেই থেমে থাকব না আমরা । 'তেজস্বিনী'-র নিয়মিত প্রশিক্ষণের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের ।"

কলকাতা, 20 নভেম্বর : মহিলাদের জন্য ফের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করছে কলকাতা পুলিশ । 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ । লালবাজার সূত্রে খবর এমনটাই । রাস্তাঘাটে আচমকা হামলা কিংবা ইভটিজিংয়ের ঘটনা নতুন নয় । তাই এই উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিশ ৷

পথেঘাটে ট্রামে-বাসে শারীরিক হেনস্থা থেকে মহিলারা নিজেরাই নিজেদের সুরক্ষিত করতে পারবেন ৷ এই আশা নিয়েই কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে । অপ্রীতিকর পরিস্থিতিতে নারীশক্তি কীভাবে আত্মরক্ষা করবেন, সেই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

আগেও এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । গতবারের প্রশিক্ষণে কলকাতা ছাড়াও সামিল হয়েছিলেন শহর সংলগ্ন এলাকার মহিলারা । শহরের 20টি জায়গা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অনলাইনে অথবা যে কোনও থানায় গিয়ে আবেদন জমা দিতে পারেন । কলকাতা পুলিশের ওয়েবসাইটে www.kolkatapolice.gov.in আবেদনকারীর নাম অনলাইনে নথিভুক্ত করা যাবে ।

নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর ও ছবি হোয়াটসঅ্যাপ করা যাবে 9748438165 নম্বরে । কবে থেকে প্রশিক্ষণ হবে, তা জানিয়ে দেওয়া হবে । সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, আগামী 23 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা । পুলিশ অ্যাথলেটিক ক্লাবের টেন্টে হবে প্রশিক্ষণ । এ প্রসঙ্গে লালবাজারের এক সিনিয়র পুলিশ কর্তার বক্তব্য, ''পাঁচ দিনের একটি কর্মশালাতেই থেমে থাকব না আমরা । 'তেজস্বিনী'-র নিয়মিত প্রশিক্ষণের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের ।"

Intro:কলকাতা, ২০ নভেম্বর: নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেরাই করবেন শহরের ‘তেজস্বিনী’রা। মহিলাদের জন্য ফের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করছে কলকাতা পুলিশ। ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। লালবাজার সূত্রের খবর এমনটাই। Body:রাস্তাঘাটে আক্রমণ অথবা ইভটিজিংয়ের শিকার অনেক সময় হতে হয় মহিলাদের। অসহায়ের মত অনেক সময় সহ্য করতে হয় সেসব। আবার অনেক সময় শিকার হতে হয় হেনস্তার। পথেঘাটে ট্রামেবাসে অবাঞ্ছিত স্পর্শ বা অশালীন উৎপাতের লক্ষ্য কখনও কখনও হতে হয় মহিলাদের। শারীরিক ভাবে হেনস্থা বা উত্যক্ত করার সুযোগ কখনও কখনও খোঁজে বিকৃতরুচির কেউ কেউ। মূলত সেদিকে নজর রেখেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই প্রশিক্ষণের পরিকল্পনা। অপ্রীতিকর পরিস্থিতিতে মহিলা,তরুণীরা কীভাবে আত্মরক্ষা করবেন, সেই প্রশিক্ষণই দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Conclusion:এর আগেও একবার শহরের মহিলাদের এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।গতবার একটি জায়গায় দেওয়া হয়েছিল এই প্রশিক্ষণ। তাতে কলকাতা ছাড়াও শামিল হয়েছিলেন শহর সংলগ্ন এলাকার মহিলারা। এবার প্রশিক্ষণ কেন্দ্র অনেক বেশী বাড়ানো হয়েছে। শহরের কুড়িটি জায়গা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অনলাইনে অথবা যে কোনও থানায় গিয়ে আবেদন জমা দিতে পারেন। কলকাতা পুলিশের ওয়েবসাইটে www.kolkatapolice.gov.in আবেদনকারীর নাম অনলাইনে নথিভুক্ত করা যাবে। অথবা রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর নাম, বাবার নাম, ঠিকানা, বয়স,ফোন নম্বর ও ফটো হোয়াটসঅ্যাপ করা যাবে ৯৭৪৮৪৩৮১৬৫ এই নম্বরে। সেইমতো কবে থেকে প্রশিক্ষণ হবে, তা তাঁদের জানিয়ে দেওয়া হবে। মূলত সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের টেন্টে হবে প্রশিক্ষণ।এ প্রসঙ্গে লালবাজারের এক সিনিয়র পুলিশ কর্তার বক্তব্য, “পাঁচ দিনের একটি কর্মশালাতেই থেমে থাকব না আমরা। 'তেজস্বিনী'-র নিয়মিত আয়োজনের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।"
Last Updated : Nov 20, 2019, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.