ETV Bharat / city

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে, বেলডাঙায় তদন্তকারীরা - কলকাতা পুলিশ

গত মঙ্গলবার নবান্ন অভিযান করে বিজেপি (BJP Nabanna Abhijan) ৷ সেই অভিযান চলাকালীন কলকাতার এমজি রোডে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ ওই ঘটনায় অভিযুক্ত মুর্শিদাবাদের বিজেপি (BJP) নেত্রীর ছেলে ৷ তাঁর খোঁজে শনিবার বেলডাঙায় যায় কলকাতা পুলিশ (Kolkata Police) ৷

kolkata-police-reaches-murshidabad-to-find-main-accused-of-police-van-set-on-fire-case-during-bjp-nabanna-abhijan
BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে অভিযুক্ত বিজেপি নেত্রীর ছেলে, বেলডাঙায় তদন্তকারীরা
author img

By

Published : Sep 17, 2022, 5:49 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : বিজেপির ডাকা নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) দিন কলকাতার এম জি রোডে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি (BJP) নেত্রী ছেলে । ওই বিজেপি নেত্রীর ছেলের খোঁজ চালাতে গিয়ে মুর্শিদাবাদের বেলডাঙায় উপস্থিত হলেন লালবাজারের (Lalbazar) গুন্ডা দমন শাখার আধিকারিকরা । লালবাজারের দাবি, মুর্শিদাবাদের বেলডাঙার 13 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষের ছেলে ঘটনার দিন কলকাতায় এমজি রোডে পুলিশের গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় ।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রের খবর, শুভজিৎ ঘোষ ওরফে রনি নামে ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন কলকাতার পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে এই ঘটনার তদন্তে অগ্রগতি পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ।

লালবাজার সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে ওই যুবক একটি গেঞ্জি পরে পেট্রল (Petrol) ঢেলে ওই গাড়ির মধ্যে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে । ইতিমধ্যেই রনির মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তিনি বেলডাঙায় বাড়িতে রয়েছেন ৷ সেই মতো অভিযান চালায় লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । কিন্তু এখনও রনির কোনও সন্ধান পাননি পুলিশকর্মীরা ।

এদিন পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এবং রনির অন্যান্য নম্বর সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা । লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই রনির একটি ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রতিটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার আরও 3

কলকাতা, 17 সেপ্টেম্বর : বিজেপির ডাকা নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) দিন কলকাতার এম জি রোডে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি (BJP) নেত্রী ছেলে । ওই বিজেপি নেত্রীর ছেলের খোঁজ চালাতে গিয়ে মুর্শিদাবাদের বেলডাঙায় উপস্থিত হলেন লালবাজারের (Lalbazar) গুন্ডা দমন শাখার আধিকারিকরা । লালবাজারের দাবি, মুর্শিদাবাদের বেলডাঙার 13 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষের ছেলে ঘটনার দিন কলকাতায় এমজি রোডে পুলিশের গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় ।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রের খবর, শুভজিৎ ঘোষ ওরফে রনি নামে ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন কলকাতার পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে এই ঘটনার তদন্তে অগ্রগতি পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ।

লালবাজার সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে ওই যুবক একটি গেঞ্জি পরে পেট্রল (Petrol) ঢেলে ওই গাড়ির মধ্যে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে । ইতিমধ্যেই রনির মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তিনি বেলডাঙায় বাড়িতে রয়েছেন ৷ সেই মতো অভিযান চালায় লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । কিন্তু এখনও রনির কোনও সন্ধান পাননি পুলিশকর্মীরা ।

এদিন পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এবং রনির অন্যান্য নম্বর সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা । লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই রনির একটি ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রতিটি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার আরও 3

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.