ETV Bharat / city

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানের দিন রাস্তায় 12 হাজার পুলিশ, কুইক রেসপন্স টিম - লালবাজার

সোমবার কলকাতা পুলিশের (Kolkata Police) সদর কার্যালয় লালবাজারে (Lalbazar) জরুরি বৈঠক হয় ৷ মঙ্গলবার বিজেপি-এর নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) রয়েছে ৷ তার আগে নিরাপত্তার রণকৌশল স্থির করতেই এদিনের এই বৈঠক ৷

Kolkata Police meeting at Lalbazar before BJP Nabanna Abhijan
BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানের দিন রাস্তায় 12 হাজার পুলিশ, কুইক রেসপন্স টিম
author img

By

Published : Sep 12, 2022, 6:00 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: রাত পোহালেই বিজেপি-এর ডাকা নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) শামিল হবেন দলের অসংখ্য নেতা ও কর্মী ৷ ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে অশান্তি ছড়াতে পারে কলকাতার নানা প্রান্তে ৷ আর তাই নবান্ন অভিযানের আগের দিন থেকেই সতর্ক কলকাতা পুলিশের (Kolkata Police) সদর কার্যালয় লালবাজার (Lalbazar) ৷ সোমবার দুপুরে লালবাজারে একটি বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন নগরপাল বিনীত গোয়েল ৷ ছিলেন যুগ্ম নগরপাল (সদর) এবং ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরাও ৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ ৷

লালবাজার সূত্রে খবর, নবান্ন অভিযানের জন্য মঙ্গলবার কলকাতার রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে ৷ প্রাথমিকভাবে রাজপথে থাকবেন 12 হাজার পুলিশকর্মী ৷ বড় কোনও অশান্তি হলে সংখ্য়াটা আরও বাড়ানো হবে ৷ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দায়িত্বে থাকবেন মোট আটজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ ধর্মতলা, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, শ্যামপুকুর থানা, হেস্টিংস, আলিপুর-সহ একাধিক জায়গায় থাকবে মোট আটটি 'হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড'-এর গাড়ি ৷ কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের তত্ত্বাবধানে কর্তব্যরত সমস্ত পুলিশকর্মী ও আধিকারিক কাজ করবেন ৷

আরও পড়ুন: নবান্ন অভিযান সফল হোক ! কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা সুকান্তর

এছাড়াও, ধর্মতলা থেকে শুরু করে একেবারে হেস্টিংস এবং দ্বিতীয় হুগলি সেতুর আগে পর্যন্ত রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকবেন একজন আইপিএস আধিকারিক ৷ উত্তর কলকাতার শ্যামবাজার, সিঁথি এলাকা এবং বিটি রোডের উপর বেশ কিছু 'কুইক রেসপন্স টিম' রাখা হবে ৷ লালবাজার সূত্রে খবর, কোনও এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলেই 'কুইক রেসপন্স টিম' সেখানে দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে ৷ অন্যদিকে, বাইপাসেও কড়া নজরদারি থাকবে ৷ কলকাতা পুলিশের আওতাধীন অঞ্চলের সঙ্গে সংযুক্ত এলাকাগুলিতে বারুইপুর জেলা পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেট যৌথভাবে নিরাপত্তায় মোতায়েন থাকবে ৷ দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার ঠিক আগেই রাখা থাকবে কয়েকটি জলকামান ৷ ধর্মতলা চত্বর এবং এসএন ব্যানার্জি রোড এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন আইপিএস আধিকারিক ৷

এছাড়াও যাঁরা বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসবেন, তাঁরা স্ট্র্যান্ড রোড হয়ে গন্তব্যের দিকে এগোবেন ৷ তাই ওই রাস্তার দায়িত্বেও থাকবেন আর একজন আইপিএস আধিকারিক ৷ এছাড়া, মুরলীধর সেন লেনেও সতর্ক নজর থাকবে পুলিশের ৷ বাড়তি নজরদারি থাকবে শিয়ালদা এবং কলকাতা স্টেশনে ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর: রাত পোহালেই বিজেপি-এর ডাকা নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) শামিল হবেন দলের অসংখ্য নেতা ও কর্মী ৷ ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে অশান্তি ছড়াতে পারে কলকাতার নানা প্রান্তে ৷ আর তাই নবান্ন অভিযানের আগের দিন থেকেই সতর্ক কলকাতা পুলিশের (Kolkata Police) সদর কার্যালয় লালবাজার (Lalbazar) ৷ সোমবার দুপুরে লালবাজারে একটি বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন নগরপাল বিনীত গোয়েল ৷ ছিলেন যুগ্ম নগরপাল (সদর) এবং ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরাও ৷ নবান্ন অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ ৷

লালবাজার সূত্রে খবর, নবান্ন অভিযানের জন্য মঙ্গলবার কলকাতার রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে ৷ প্রাথমিকভাবে রাজপথে থাকবেন 12 হাজার পুলিশকর্মী ৷ বড় কোনও অশান্তি হলে সংখ্য়াটা আরও বাড়ানো হবে ৷ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দায়িত্বে থাকবেন মোট আটজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক ৷ ধর্মতলা, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, শ্যামপুকুর থানা, হেস্টিংস, আলিপুর-সহ একাধিক জায়গায় থাকবে মোট আটটি 'হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড'-এর গাড়ি ৷ কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের তত্ত্বাবধানে কর্তব্যরত সমস্ত পুলিশকর্মী ও আধিকারিক কাজ করবেন ৷

আরও পড়ুন: নবান্ন অভিযান সফল হোক ! কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা সুকান্তর

এছাড়াও, ধর্মতলা থেকে শুরু করে একেবারে হেস্টিংস এবং দ্বিতীয় হুগলি সেতুর আগে পর্যন্ত রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকবেন একজন আইপিএস আধিকারিক ৷ উত্তর কলকাতার শ্যামবাজার, সিঁথি এলাকা এবং বিটি রোডের উপর বেশ কিছু 'কুইক রেসপন্স টিম' রাখা হবে ৷ লালবাজার সূত্রে খবর, কোনও এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলেই 'কুইক রেসপন্স টিম' সেখানে দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে ৷ অন্যদিকে, বাইপাসেও কড়া নজরদারি থাকবে ৷ কলকাতা পুলিশের আওতাধীন অঞ্চলের সঙ্গে সংযুক্ত এলাকাগুলিতে বারুইপুর জেলা পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেট যৌথভাবে নিরাপত্তায় মোতায়েন থাকবে ৷ দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার ঠিক আগেই রাখা থাকবে কয়েকটি জলকামান ৷ ধর্মতলা চত্বর এবং এসএন ব্যানার্জি রোড এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন আইপিএস আধিকারিক ৷

এছাড়াও যাঁরা বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসবেন, তাঁরা স্ট্র্যান্ড রোড হয়ে গন্তব্যের দিকে এগোবেন ৷ তাই ওই রাস্তার দায়িত্বেও থাকবেন আর একজন আইপিএস আধিকারিক ৷ এছাড়া, মুরলীধর সেন লেনেও সতর্ক নজর থাকবে পুলিশের ৷ বাড়তি নজরদারি থাকবে শিয়ালদা এবং কলকাতা স্টেশনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.