ETV Bharat / city

Lookout Notice against Nupur Sharma : নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি কলকাতা পুলিশের - নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি কলকাতা পুলিশের

বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার (Nupur Sharma Comment Row) বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় অভিযোগ দায়ের হয় ৷ তাঁকে একাধিকবার সমনও দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল লালবাজার (Kolkata Police Issue Lookout Notice against Nupur Sharma) ৷

kolkata-police-issue-lookout-notice-against-nupur-sharma
Lookout Notice against Nupur Sharma : নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি কলকাতা পুলিশের
author img

By

Published : Jul 2, 2022, 4:30 PM IST

কলকাতা, 2 জুলাই : বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মা (Nupur Sharma Comment Row) সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া সমালোচনার মুখে পড়েছেন গতকাল, শুক্রবার ৷ তার পর দিনই আরও বিপাকে পড়লেন বিজেপি থেকে বহিষ্কৃত এই নেত্রী ৷ শনিবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police Issue Lookout Notice against Nupur Sharma) ৷

তিনি যে বিতর্কিত মন্তব্যটি করেন, তা নিয়ে কলকাতার আমহার্স্ট স্ট্রিট, বড়তলা ও নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয় ৷ এই নিয়ে একাধিকবার সমন পাঠানো হয় নূপুরকে ৷ তিনি চার সপ্তাহের জন্য সময় চেয়ে এড়িয়ে গিয়েছে জেরা ৷ তার পরও তাঁকে গত 25 জুন আমহার্স্ট স্ট্রিট থানা থেকে তলব করা হয় ৷ কিন্তু গরহাজির ছিলেন ৷ লালবাজার সূত্রে খবর, সেই কারণেই তাঁর বিরুদ্ধে এবার লুক আউট নোটিশ জারি করা হল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নূপুর শর্মার ওই মন্তব্য নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক হয় ৷ এই নিয়ে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ হয় ৷ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ হয় (Bengal Violence in Nupur Sharma Comment Row) ৷ তার জেরে হাওড়া-সহ বেশ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় ৷ হাওড়া পুলিশে রদবদল করা হয় ৷ দু’জন এডিজির নেতৃত্বে চারজন ডিআইজি পদমর্যাদার আইপিএস আধিকারিক হাওড়ার আইন শৃঙ্খলার দায়িত্বে দেওয়া হয় । এখন পরিস্থিতি স্বাভাবিক ৷

আরও পড়ুন : Nupur Sharma: কলকাতা পুলিশের তলব এড়িয়ে চার সপ্তাহ সময় চাইলেন নূপুর, নারাজ লালবাজার

কলকাতা, 2 জুলাই : বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মা (Nupur Sharma Comment Row) সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া সমালোচনার মুখে পড়েছেন গতকাল, শুক্রবার ৷ তার পর দিনই আরও বিপাকে পড়লেন বিজেপি থেকে বহিষ্কৃত এই নেত্রী ৷ শনিবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police Issue Lookout Notice against Nupur Sharma) ৷

তিনি যে বিতর্কিত মন্তব্যটি করেন, তা নিয়ে কলকাতার আমহার্স্ট স্ট্রিট, বড়তলা ও নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয় ৷ এই নিয়ে একাধিকবার সমন পাঠানো হয় নূপুরকে ৷ তিনি চার সপ্তাহের জন্য সময় চেয়ে এড়িয়ে গিয়েছে জেরা ৷ তার পরও তাঁকে গত 25 জুন আমহার্স্ট স্ট্রিট থানা থেকে তলব করা হয় ৷ কিন্তু গরহাজির ছিলেন ৷ লালবাজার সূত্রে খবর, সেই কারণেই তাঁর বিরুদ্ধে এবার লুক আউট নোটিশ জারি করা হল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, নূপুর শর্মার ওই মন্তব্য নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক হয় ৷ এই নিয়ে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ হয় ৷ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ হয় (Bengal Violence in Nupur Sharma Comment Row) ৷ তার জেরে হাওড়া-সহ বেশ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় ৷ হাওড়া পুলিশে রদবদল করা হয় ৷ দু’জন এডিজির নেতৃত্বে চারজন ডিআইজি পদমর্যাদার আইপিএস আধিকারিক হাওড়ার আইন শৃঙ্খলার দায়িত্বে দেওয়া হয় । এখন পরিস্থিতি স্বাভাবিক ৷

আরও পড়ুন : Nupur Sharma: কলকাতা পুলিশের তলব এড়িয়ে চার সপ্তাহ সময় চাইলেন নূপুর, নারাজ লালবাজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.