কলকাতা, 17 মে : কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের নামকরা সারমেয় জিপসি (Kolkata Police Dog Squad Member German Shepherd Gypsy) । সম্প্রতি দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাকুলিয়া স্ট্রিট এলাকায় খড়গপুর আইআইটির প্রাক্তনী সুবীর চাকি এবং তাঁর গাড়ি চালক রবীন মণ্ডলের খুনের ঘটনার কিনারায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কলকাতা পুলিশের এই জার্মান শেফার্ডটি ৷
শুধু গড়িয়াহাট কাকুলিয়া জোড়া খুন নয় (Gariahat Double Murder) । বরং দক্ষিণ কলকাতার আরও একটি খুনের ঘটনায় সাফল্যের সঙ্গে অভিযুক্তকে ধরিয়ে দিয়েছিল এই জিপসি । অথচ তার পরও ওই সারমেয়কে এখনও পুরস্কৃত করা হয়নি লালবাজারের তরফে ৷ যা নিয়ে আক্ষেপ শোনা যাচ্ছে কলকাতা পুলিশের একাংশের মধ্যে ৷ তার উপর ওই সারমেয়কে অবসর করিয়ে দেওয়া হয়েছে ৷ সেই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷
গত বছরের 4 নভেম্বর গড়িয়াহাট থানার চাকুলিয়া স্ট্রিটের একটি ঘর থেকে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র সুবীর চাকি এবং তাঁর গাড়িচালক রবীন মণ্ডলের দেহ । সেই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । কিন্তু এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একাধিক ব্যক্তি এবং একজন পরিচারিকাকে গ্রেফতারের পরেও কিছুতেই মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারছিল না পুলিশ ৷
এরপরই কলকাতা পুলিশের ডগ স্কোয়াড থেকে বাছাই করে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় জার্মান শেফার্ড প্রজাতির জিপসিকে । সেদিন জিপসির সঙ্গে ঘটনাস্থলে ছিলেন মোহন মণ্ডল । কাকুলিয়া স্ট্রিটের ঘটনাস্থল থেকে আততায়ীর গন্ধ শুঁকতে শুঁকতে বালিগঞ্জ স্টেশনের দিকে চলে যায় জিপসি । আর সেখান থেকেই গোটা ঘটনার কিনারা করতে সক্ষম হয় পুলিশ ৷ শেষে অভিযুক্তের সন্ধান মেলে৷ মুম্বই থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে ৷
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আনন্দপুরের গুলশান কলোনিতে অটোচালকের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তাল হয় এলাকা । সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দারা কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের থেকে বাছাই করে জার্মান শেফার্ড জিপসি এবং তার হ্যান্ডেলারকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ সেখানেও গন্ধ শুঁকে একেবারে আততায়ী বাড়িতে ঢুকে পড়েছিল এই জিপসি ।
তার পর এই সারমেয়র পুরস্কারের ব্যবস্থা কেন করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও কলকাতা পুলিশের কেউ এই নিয়ে কোনও মন্তব্য করেনি ৷
আরও পড়ুন : Mysterious death of Actress Pallavi Dey : পল্লবী দে-র রহস্যমৃত্যুতে ধৃত লিভ-ইন পার্টনার সাগ্নিক