ETV Bharat / city

fake stamp paper case: জাল স্ট্যাম্প পেপার নিয়ে প্ৰতারণা, গ্রেফতার 2

জাল স্ট্যাম্প পেপার (fake stamp paper case) নিয়ে প্ৰতারণা করার অভিযোগে 2 জনকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ (Kasba Police Station) ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

kolkata-police-arrests-2-in-fake-stamp-paper-case
জাল স্ট্যাম্প পেপার নিয়ে প্ৰতারণা ! গ্রেফতার 2
author img

By

Published : Dec 28, 2021, 5:34 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টের অফিসারের স্ট্যাম্প পেপার (fake stamp paper case) জাল করে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল কসবা থানার পুলিশ (Kasba Police Station)। ধৃতদের নাম সুমিতকুমার ঘোষ ও মন্টু ভঞ্জ ।

এই ঘটনায় কলকাতা পুলিশের (kolkata police) ডেপুটি কমিশনার অফ পুলিশ (এসএসডি) রশিদ মনির খান জানান, এই ঘটনায় জড়িতদের নিজেদের হেফাজতে নিয়ে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে । পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টের আধিকারিক বিপ্লব রায় একটি অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্ট্যাম্প পেপার নকল করে জমি ক্রয়-বিক্রয় করে প্রতারণা (kolkata fraud case) করা হচ্ছে ।

আরও পড়ুন: Baduria Fraud Case : সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা, বাদুড়িয়ায় ধৃত যুবক

পুলিশ সূত্রে খবর, গত 27 ডিসেম্বর অভিযুক্ত দুই যুবক নকল স্ট্যাম্প পেপার এবং কাগজপত্র নিয়ে কসবা থানা এলাকার একটি জমি নিজেদের বলে দাবি করতে থাকে । কাগজপত্র দেখে সন্দেহ হয় ওই আধিকারিকের ৷ এরপরই তিনি কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের অফিসে একটি অভিযোগ দায়ের করেন ৷ পাশাপাশি স্থানীয় কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

আরও পড়ুন : Kolkata Doctor Arrested: 12 কোটি টাকার প্রতারণায় গ্রেফতার চিকিৎসক

সেই অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করে কসবা থানার পুলিশ । তাদের কাছে কীভাবে এই জাল স্ট্যাম্প পেপারগুলি এল, এই কারবারের সঙ্গে তারা কতদিন যুক্ত এবং আর কারা কারা এই কাণ্ডের সঙ্গে সামিল রয়েছে, তা জানার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে চায় কসবা থানার পুলিশ ।

আরও পড়ুন: Financial fraud at Mathurapur: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, 28 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টের অফিসারের স্ট্যাম্প পেপার (fake stamp paper case) জাল করে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল কসবা থানার পুলিশ (Kasba Police Station)। ধৃতদের নাম সুমিতকুমার ঘোষ ও মন্টু ভঞ্জ ।

এই ঘটনায় কলকাতা পুলিশের (kolkata police) ডেপুটি কমিশনার অফ পুলিশ (এসএসডি) রশিদ মনির খান জানান, এই ঘটনায় জড়িতদের নিজেদের হেফাজতে নিয়ে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে । পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টের আধিকারিক বিপ্লব রায় একটি অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্ট্যাম্প পেপার নকল করে জমি ক্রয়-বিক্রয় করে প্রতারণা (kolkata fraud case) করা হচ্ছে ।

আরও পড়ুন: Baduria Fraud Case : সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা, বাদুড়িয়ায় ধৃত যুবক

পুলিশ সূত্রে খবর, গত 27 ডিসেম্বর অভিযুক্ত দুই যুবক নকল স্ট্যাম্প পেপার এবং কাগজপত্র নিয়ে কসবা থানা এলাকার একটি জমি নিজেদের বলে দাবি করতে থাকে । কাগজপত্র দেখে সন্দেহ হয় ওই আধিকারিকের ৷ এরপরই তিনি কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের অফিসে একটি অভিযোগ দায়ের করেন ৷ পাশাপাশি স্থানীয় কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

আরও পড়ুন : Kolkata Doctor Arrested: 12 কোটি টাকার প্রতারণায় গ্রেফতার চিকিৎসক

সেই অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করে কসবা থানার পুলিশ । তাদের কাছে কীভাবে এই জাল স্ট্যাম্প পেপারগুলি এল, এই কারবারের সঙ্গে তারা কতদিন যুক্ত এবং আর কারা কারা এই কাণ্ডের সঙ্গে সামিল রয়েছে, তা জানার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে চায় কসবা থানার পুলিশ ।

আরও পড়ুন: Financial fraud at Mathurapur: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.