ETV Bharat / city

লকডাউনের আগের দিন থেকেই সক্রিয় পুলিশ, কলকাতায় গ্রেপ্তার 472 - সম্পূর্ণ লকডাউন

রাজ্যে অগাস্ট মাসের লকডাউনের আজ দ্বিতীয় দিন । গতকাল থেকেই সক্রিয় রয়েছে পুলিশ । নিয়ম ভঙ্গকারীদের জন্য নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা ।

aa
ব্যবস্থা
author img

By

Published : Aug 8, 2020, 5:06 PM IST

কলকাতা, 8 অগাস্ট: আজ সম্পূর্ণ লকডাউন রাজ্যে । গোষ্ঠী সংক্রমণের চেইন রুখতে অগাস্ট মাসে নয় দিন লকডাউনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । সেই সূত্রে আজ রাজ্যে কয়েকটি জরুরি ক্ষেত্র ছাড়া সবকিছুই বন্ধ থাকবে । চলবে না যানবাহন । সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা । লকডাউনের আগের দিন অর্থাৎ গতকাল কড়া হাতে দায়িত্ব পালন করছে পুলিশ । গতকাল থেকেই কলকাতাজুড়ে রীতিমতো সক্রিয় রয়েছে পুলিশ । শহরের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালানো হয় । পাশাপাশি শহরের বিভিন্ন জায়গা থেকে 472 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।



কোরোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ । বারবার দেওয়া হচ্ছে সতর্কবার্তা । বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । বারবার বলা হচ্ছে বাড়িতে থাকার জন্য । সেটাই সংক্রমণ এড়ানোর পথ । কিন্তু তারপরেও মানুষজন বেরিয়ে পড়েছেন পথে । তবে নাছরবান্দা পুলিশও । লকডাউনের জন্য শহরজুড়ে চলছে নাকা চেকিং । মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । পুলিশের তরফে বিলি করা হয়েছে মাস্ক । প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মাঝখানে বিনা কারণে রাস্তায় বের হওয়া মানুষজনকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিল পুলিশ । কিন্তু তাতেও টনক নড়েনি । এক শ্রেণীর মানুষের মনে কোনওভাবেই দাগ কাটা যায়নি । তাঁরা সরকারি নির্দেশিকা মানছেন না । আর সেই কারণে মাস্ক আপ কলকাতা নাম দিয়ে শুরু হয়েছে ব্যপক প্রচার অভিযান । কিন্তু তারপরেও মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছেন মানুষ ।


কলকাতা পুলিশের পক্ষ থেকে গতকাল শহরের বিভিন্ন প্রান্তে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয় । জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে । প্রত্যেককে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে । চাওয়া হয়েছে মানুষের সহযোগিতা । লালবাজার সূত্রে খবর, নিয়ম না মানলে চালানো হবে দেদার ধরপাকড় । গতকাল নিয়ম ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়েছে 142 জনকে । মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 397 জনকে । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 33 জনকে । সিজ় করা হয়েছে 24 টি গাড়ি ।

কলকাতা, 8 অগাস্ট: আজ সম্পূর্ণ লকডাউন রাজ্যে । গোষ্ঠী সংক্রমণের চেইন রুখতে অগাস্ট মাসে নয় দিন লকডাউনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । সেই সূত্রে আজ রাজ্যে কয়েকটি জরুরি ক্ষেত্র ছাড়া সবকিছুই বন্ধ থাকবে । চলবে না যানবাহন । সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা । লকডাউনের আগের দিন অর্থাৎ গতকাল কড়া হাতে দায়িত্ব পালন করছে পুলিশ । গতকাল থেকেই কলকাতাজুড়ে রীতিমতো সক্রিয় রয়েছে পুলিশ । শহরের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালানো হয় । পাশাপাশি শহরের বিভিন্ন জায়গা থেকে 472 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।



কোরোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ । বারবার দেওয়া হচ্ছে সতর্কবার্তা । বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার । চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা । বারবার বলা হচ্ছে বাড়িতে থাকার জন্য । সেটাই সংক্রমণ এড়ানোর পথ । কিন্তু তারপরেও মানুষজন বেরিয়ে পড়েছেন পথে । তবে নাছরবান্দা পুলিশও । লকডাউনের জন্য শহরজুড়ে চলছে নাকা চেকিং । মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । পুলিশের তরফে বিলি করা হয়েছে মাস্ক । প্রাথমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মাঝখানে বিনা কারণে রাস্তায় বের হওয়া মানুষজনকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিল পুলিশ । কিন্তু তাতেও টনক নড়েনি । এক শ্রেণীর মানুষের মনে কোনওভাবেই দাগ কাটা যায়নি । তাঁরা সরকারি নির্দেশিকা মানছেন না । আর সেই কারণে মাস্ক আপ কলকাতা নাম দিয়ে শুরু হয়েছে ব্যপক প্রচার অভিযান । কিন্তু তারপরেও মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছেন মানুষ ।


কলকাতা পুলিশের পক্ষ থেকে গতকাল শহরের বিভিন্ন প্রান্তে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয় । জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে । প্রত্যেককে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে । চাওয়া হয়েছে মানুষের সহযোগিতা । লালবাজার সূত্রে খবর, নিয়ম না মানলে চালানো হবে দেদার ধরপাকড় । গতকাল নিয়ম ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়েছে 142 জনকে । মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 397 জনকে । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 33 জনকে । সিজ় করা হয়েছে 24 টি গাড়ি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.