কলকাতা, 22 অগস্ট: ইডেন গার্ডেন্স চত্বর থেকে আগ্নেয়াস্ত্র ভর্তি ব্যাগ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Kolkata Police STF) । ধৃতের নাম ওয়াকিল খান ৷ তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ ইডেনের মতো বিশেষ নিরাপত্তায় ঘেরা এলাকা থেকে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Eden Gardens Arms Recovered) ৷
লালবাজার সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ইম্প্রোভাইজড সিঙ্গল শর্টার, কুড়ি রাউন্ড কার্তুজ । গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযুক্তকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (man arrested with arms from Kolkata) । লালবাজার সূত্রের খবর, এর আগেও রাজ্য পুলিশের বিভিন্ন থানা এলাকায় একাধিক অপরাধমূলক কাজকর্মে নাম জড়িয়েছে এই ব্যক্তির ৷ গ্রেফতারও করা হয়েছিল তাকে ।
আরও পড়ুন : বিহার পুলিশের চোখে ধুলে দিয়ে ফের পালাল কলকাতার ডাকাতির অভিযুক্ত
এদিন গোপন সূত্রে খবর পেয়ে ময়দান থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ ৷ মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা । কেন, সে এত আগ্নেয়াস্ত্র নিয়ে ইডেনের সামনে দাঁড়িয়েছিল তা জানার চেষ্টা করছে এসটিএফ ৷