ETV Bharat / city

Police Constables Arrest in Kolkata: রক্ষকই ভক্ষক! রুপো লুট করে গ্রেফতার দুই কনস্টেবল-সহ পাঁচ - কনস্টেবল গ্রেফতার

হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) দুই কনস্টেবলকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ ধৃতদের (Police Constables Arrest in Kolkata) নাম সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র ৷ তাঁদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে ৷

kolkata police arrest five including two constables of howrah city police
Police Constables Arrest in Kolkata:রক্ষকই ভক্ষক! রুপো লুট করে গ্রেফতার দুই কনস্টেবল-সহ পাঁচ
author img

By

Published : Jun 9, 2022, 6:12 PM IST

কলকাতা, 9 জুন: রক্ষকই ভক্ষক! খাস কলকাতায় গ্রেফতার দুই পুলিশকর্মী ! ধৃতদের বিরুদ্ধে উঠেছে লুটপাটের অভিযোগ ৷ সূত্রের খবর, অভিযুক্তরা দুজনেই হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) কনস্টেবল পদে নিযুক্ত রয়েছেন (Police Constables Arrest in Kolkata) ৷ তাঁরা প্রায় 6 কেজি রুপো লুট করেন বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে ৷ অভিযুক্ত দুই পুলিশকর্মী-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷

কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার জানান, ধৃত দুই পুলিশকর্মীর নাম সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র ৷ মঙ্গলবার বিকেলে কলকাতার বড়বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগটি করেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা সমীর মান্না ৷ ওই অভিযোগপত্রে তিনি দাবি করেন, হাওড়া স্টেশন চত্বরে বাস থেকে নামার সময় তাঁর সঙ্গে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে ৷ একটি সাদা গাড়িতে চারজন অচেনা যুবক তাঁকে তুলে নিয়ে চলে যান ! এরপর বিধাননগরের বিশ্ব বাংলা গেটের কাছে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় ৷ কিন্তু, সমীরের সঙ্গে থাকা ব্যগটি ছিনিয়ে নেন অপহরণকারীরা ৷ ওই ব্য়াগের ভিতরেই ছিল প্রায় 6 কেজি রুপোর গয়না।

আরও পড়ুন: Bhowanipore Gujarati Couple Murder: পরিকল্পনা করেই খুন গুজরাতি দম্পতি, জানালেন নগরপাল

এই অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ ৷ প্রথমে নারায়ণপুর থানা এলাকা থেকে ওই সাদা গাড়িটি বাজেয়াপ্ত করা হয় ৷ সেই গাড়ির চালক সঞ্জয় কুমার শাহকেও গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ তাঁকে জেরা করে বাকি অভিযুক্তদের সন্ধান মেলে ৷ সেই সূত্র ধরে ফিরোজ মণ্ডল নামে অন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় 4 কেজি রুপো। তাঁকে জেরা করে আরও তিনজনের খোঁজ পায় পুলিশ ৷ এই তিনজনের মধ্যেই ছিলেন সুরজিৎ ও সমীরণ ৷ পরে তাঁদেরও গ্রেফতার করা হয় ৷ পাকড়াও করা হয় ঘটনায় অভিযুক্ত পঞ্চম ব্যক্তিকেও ৷

কলকাতা, 9 জুন: রক্ষকই ভক্ষক! খাস কলকাতায় গ্রেফতার দুই পুলিশকর্মী ! ধৃতদের বিরুদ্ধে উঠেছে লুটপাটের অভিযোগ ৷ সূত্রের খবর, অভিযুক্তরা দুজনেই হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) কনস্টেবল পদে নিযুক্ত রয়েছেন (Police Constables Arrest in Kolkata) ৷ তাঁরা প্রায় 6 কেজি রুপো লুট করেন বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে ৷ অভিযুক্ত দুই পুলিশকর্মী-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷

কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার জানান, ধৃত দুই পুলিশকর্মীর নাম সুরজিৎ সরকার ও সমীরণ পাত্র ৷ মঙ্গলবার বিকেলে কলকাতার বড়বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগটি করেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা সমীর মান্না ৷ ওই অভিযোগপত্রে তিনি দাবি করেন, হাওড়া স্টেশন চত্বরে বাস থেকে নামার সময় তাঁর সঙ্গে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে ৷ একটি সাদা গাড়িতে চারজন অচেনা যুবক তাঁকে তুলে নিয়ে চলে যান ! এরপর বিধাননগরের বিশ্ব বাংলা গেটের কাছে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় ৷ কিন্তু, সমীরের সঙ্গে থাকা ব্যগটি ছিনিয়ে নেন অপহরণকারীরা ৷ ওই ব্য়াগের ভিতরেই ছিল প্রায় 6 কেজি রুপোর গয়না।

আরও পড়ুন: Bhowanipore Gujarati Couple Murder: পরিকল্পনা করেই খুন গুজরাতি দম্পতি, জানালেন নগরপাল

এই অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ ৷ প্রথমে নারায়ণপুর থানা এলাকা থেকে ওই সাদা গাড়িটি বাজেয়াপ্ত করা হয় ৷ সেই গাড়ির চালক সঞ্জয় কুমার শাহকেও গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ তাঁকে জেরা করে বাকি অভিযুক্তদের সন্ধান মেলে ৷ সেই সূত্র ধরে ফিরোজ মণ্ডল নামে অন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় 4 কেজি রুপো। তাঁকে জেরা করে আরও তিনজনের খোঁজ পায় পুলিশ ৷ এই তিনজনের মধ্যেই ছিলেন সুরজিৎ ও সমীরণ ৷ পরে তাঁদেরও গ্রেফতার করা হয় ৷ পাকড়াও করা হয় ঘটনায় অভিযুক্ত পঞ্চম ব্যক্তিকেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.