ETV Bharat / city

তৎপর কলকাতা পুলিশ, আজ জমায়েত করলে তৎক্ষণাৎ ব্যবস্থা

রাম মন্দিরের ভূমিপুজো আজ ৷ অন্যদিকে আজ রাজ্যে সম্পূর্ণ লকডাউন ৷ ভূমি পুজোর দিন রাজ্য সরকারের এভাবে লকডাউন সমর্থন করেনি BJP ৷ রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে শহরের বেশ কয়েকটি জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানোর পরিকল্পনা নিয়েছে BJP । তবে তা কতটা কার্যকর হবে সে নিয়ে যথেষ্ট সন্দেহ ৷ কারণ লকডাউন সফল করতে পুলিশ সতর্ক ৷ লকডাউনে এমনিতেই চলবে নাকা চেকিং সহ বাড়তি নজরদারি। তার উপর আজ বিশেষ দিন হওয়ার কারণে স্পর্শকাতর এলাকাগুলিতে এক হাজারের বেশি অতিরিক্ত পুলিশ কর্মীকে নামানো হবে। তৈরি রাখা হচ্ছে QRT ভ্যান, HRFS, PCR ভ‍্যান। জানিয়েছেন নগরপাল অনুজ শর্মা।

kolkata police
ভূমিপুজোর দিন সতর্ক পুলিশ
author img

By

Published : Aug 5, 2020, 5:56 AM IST

কলকাতা, 5 অগাস্ট: রাম মন্দিরের ভূমি পুজোর দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তৎপর পুলিশ। এমনিতেই আজ সম্পূর্ণ লকডাউন। কলকাতা পুলিশের ঘোষিত নীতি, লকডাউনের দিনে অপ্রয়োজনে বাড়ি থেকে বের হলে প্রয়োজনে নেওয়া হবে আইনি পদক্ষেপ। সেই সূত্রে আজ বুধবার কোথাও যদি অপ্রয়োজনে জমায়েত করার চেষ্টা করা হয় তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর এমনই।


আজ রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে শহরের বেশ কয়েকটি জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানোর পরিকল্পনা নিয়েছে BJP । ভূমি পুজোর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য এই ব্যবস্থা। কিন্তু আদৌ সেই পরিকল্পনা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে যথেষ্টই। কারণ আজ লকডাউনের জন্য শহরজুড়ে সক্রিয় থাকবে পুলিশ। গতকাল শহরের বিভিন্ন প্রান্তে সেই বিষয়ে মাইকিং করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার অপ্রয়োজনে বাড়ি থেকে না বের হওয়ার জন্য। কোরোনা মোকাবিলায় মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব মানা, হাত ধোয়ার বিষয়গুলো নিয়েও চালানো হয়েছে প্রচার। তবে লালবাজার সূত্রের খবর, আজ বিশেষ নজর থাকবে শহরের 'স্পর্শকাতর' এলাকাগুলিতে। কোনওভাবেই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন স্বয়ং নগরপাল অনুজ শর্মা। কলকাতা স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন থাকছে অতিরিক্ত বাহিনী। এ প্রসঙ্গে লালবাজারের এক শীর্ষ কর্তা বলেন, “ লকডাউনে এমনিতেই চলবে নাকা চেকিং সহ বাড়তি নজরদারি। তার উপর বিশেষ দিন হওয়ার কারণে স্পর্শকাতর এলাকাগুলিতে এক হাজারের বেশি অতিরিক্ত পুলিশ কর্মীকে নামানো হবে। তৈরি রাখা হচ্ছে QRT ভ্যান, HRFS, PCR ভ‍্যান।"



এদিকে লকডাউন এর আগের দিনেই কলকাতা পুলিশের তরফে শহরের মোট 498 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত কনটেনমেন্ট জো়নগুলিতে লকডাউন ভাঙার চেষ্টা, রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলা, মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে তাদের। এরমধ্যে সামাজিক দূরত্ব না মানা কিংবা লকডাউন না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 175 জনকে। মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 296 জনকে। রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 27 জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে 31 টি গাড়ি।

কলকাতা, 5 অগাস্ট: রাম মন্দিরের ভূমি পুজোর দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তৎপর পুলিশ। এমনিতেই আজ সম্পূর্ণ লকডাউন। কলকাতা পুলিশের ঘোষিত নীতি, লকডাউনের দিনে অপ্রয়োজনে বাড়ি থেকে বের হলে প্রয়োজনে নেওয়া হবে আইনি পদক্ষেপ। সেই সূত্রে আজ বুধবার কোথাও যদি অপ্রয়োজনে জমায়েত করার চেষ্টা করা হয় তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর এমনই।


আজ রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে শহরের বেশ কয়েকটি জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানোর পরিকল্পনা নিয়েছে BJP । ভূমি পুজোর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য এই ব্যবস্থা। কিন্তু আদৌ সেই পরিকল্পনা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে যথেষ্টই। কারণ আজ লকডাউনের জন্য শহরজুড়ে সক্রিয় থাকবে পুলিশ। গতকাল শহরের বিভিন্ন প্রান্তে সেই বিষয়ে মাইকিং করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার অপ্রয়োজনে বাড়ি থেকে না বের হওয়ার জন্য। কোরোনা মোকাবিলায় মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব মানা, হাত ধোয়ার বিষয়গুলো নিয়েও চালানো হয়েছে প্রচার। তবে লালবাজার সূত্রের খবর, আজ বিশেষ নজর থাকবে শহরের 'স্পর্শকাতর' এলাকাগুলিতে। কোনওভাবেই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন স্বয়ং নগরপাল অনুজ শর্মা। কলকাতা স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন থাকছে অতিরিক্ত বাহিনী। এ প্রসঙ্গে লালবাজারের এক শীর্ষ কর্তা বলেন, “ লকডাউনে এমনিতেই চলবে নাকা চেকিং সহ বাড়তি নজরদারি। তার উপর বিশেষ দিন হওয়ার কারণে স্পর্শকাতর এলাকাগুলিতে এক হাজারের বেশি অতিরিক্ত পুলিশ কর্মীকে নামানো হবে। তৈরি রাখা হচ্ছে QRT ভ্যান, HRFS, PCR ভ‍্যান।"



এদিকে লকডাউন এর আগের দিনেই কলকাতা পুলিশের তরফে শহরের মোট 498 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত কনটেনমেন্ট জো়নগুলিতে লকডাউন ভাঙার চেষ্টা, রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলা, মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে তাদের। এরমধ্যে সামাজিক দূরত্ব না মানা কিংবা লকডাউন না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছে 175 জনকে। মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 296 জনকে। রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 27 জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে 31 টি গাড়ি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.