ETV Bharat / city

বেসরকারি ল্যাবের COVID-19-এর রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ পৌরনিগমের - COVID-19

রাজ্যের দু'টি বেসরকারি ল্যাবের COVID-19-এর পরীক্ষা নিয়ে সন্তুষ্ট নয় কলকাতা পৌরনিগম । পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম এই বিষয়ে নজর দেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ করেছেন ।

Kolkata municipality is in dilema over COVID-19 reports of private labs
কোরোনার পরীক্ষা নিয়ে বেসরকারি ল্যাবের রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jun 24, 2020, 9:34 PM IST

কলকাতা, 24 জুন : COVID-19 এর পরীক্ষা করছে যে দু'টি বেসরকারি ল্যাব তাদের রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । বেসরকারি ল্যাব দু'টি থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে কলকাতা পৌরনিগম । তারা মনে করছে, এই রিপোর্ট 100 শতাংশ সঠিক নয় ৷ আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন করে কলকাতা পৌরনিগম । বেসরকারি ল্যাবের রিপোর্টগুলি পুনরায় পরীক্ষা করার আবেদন জানানো হয়েছে । রাজ্য সরকার রাজি থাকলে কলকাতা পৌরনিগম পরীক্ষা করবে ।

কলকাতা পৌরনিগমের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । বেসরকারি সংস্থা দু'টির রিপোর্ট নিয়ে বৈঠক করেন । কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, “কলকাতায় দু'টি বেসরকারি সংস্থা কোরোনার পরীক্ষা করছে । এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট নিয়ে সংশয় থেকে যাচ্ছে ৷ তাই আমরা যেভাবে ডেঙ্গি পরীক্ষার ক্ষেত্রে ক্রস চেক করে থাকি, সেভাবে এবার বেসরকারি সংস্থার রিপোর্টের পরে কলকাতা পৌরনিগম দ্বিতীয়বার পরীক্ষা করবে । যদি রাজ্য স্বাস্থ্য দপ্তর অনুমতি দেয়, তাহলে কলকাতা পৌরনিগম আর একবার করে সেই রিপোর্টের সত্যতা যাচাই করবে ।”

কলকাতা পৌরনিগমের তরফ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এই বিষয়ে জানানো হয়েছে । বেসরকারি ল্যাবগুলি বেশি আর্থিক মুনাফা কামাতে সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করছে বলে মনে করছে পৌরনিগম । তাই তাদের রিপোর্ট আদও কতটা সঠিক তা যাচাই করা প্রয়োজন বলে জানিয়েছেন অতীন ঘোষ ।

কলকাতা, 24 জুন : COVID-19 এর পরীক্ষা করছে যে দু'টি বেসরকারি ল্যাব তাদের রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । বেসরকারি ল্যাব দু'টি থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে কলকাতা পৌরনিগম । তারা মনে করছে, এই রিপোর্ট 100 শতাংশ সঠিক নয় ৷ আজ রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন করে কলকাতা পৌরনিগম । বেসরকারি ল্যাবের রিপোর্টগুলি পুনরায় পরীক্ষা করার আবেদন জানানো হয়েছে । রাজ্য সরকার রাজি থাকলে কলকাতা পৌরনিগম পরীক্ষা করবে ।

কলকাতা পৌরনিগমের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । বেসরকারি সংস্থা দু'টির রিপোর্ট নিয়ে বৈঠক করেন । কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, “কলকাতায় দু'টি বেসরকারি সংস্থা কোরোনার পরীক্ষা করছে । এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট নিয়ে সংশয় থেকে যাচ্ছে ৷ তাই আমরা যেভাবে ডেঙ্গি পরীক্ষার ক্ষেত্রে ক্রস চেক করে থাকি, সেভাবে এবার বেসরকারি সংস্থার রিপোর্টের পরে কলকাতা পৌরনিগম দ্বিতীয়বার পরীক্ষা করবে । যদি রাজ্য স্বাস্থ্য দপ্তর অনুমতি দেয়, তাহলে কলকাতা পৌরনিগম আর একবার করে সেই রিপোর্টের সত্যতা যাচাই করবে ।”

কলকাতা পৌরনিগমের তরফ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এই বিষয়ে জানানো হয়েছে । বেসরকারি ল্যাবগুলি বেশি আর্থিক মুনাফা কামাতে সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করছে বলে মনে করছে পৌরনিগম । তাই তাদের রিপোর্ট আদও কতটা সঠিক তা যাচাই করা প্রয়োজন বলে জানিয়েছেন অতীন ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.