কলকাতা, 9 সেপ্টেম্বর : কোরোনা সংক্রমণের জেরে কলকাতায় দুর্গাপুজোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে । কলকাতা পৌর নিগমের প্রায় আড়াইশোটি পার্কের দুর্গা পুজো হয় । কোরোনা সংক্রমনের জন্য রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কলকাতা পৌর নিগমের সবকটি পার্ক বন্ধ রাখা হয়েছে । পার্ক বন্ধ থাকার ফলে এই পুজোগুলির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । পুজোর বাকি মাত্র 40 দিন । ইতিমধ্যেই বহু জায়গায় মণ্ডপ তৈরি করার কাজ শুরু হয়ে গেছে । কিন্তু যে পুজোগুলি পৌরনিগমের পার্কগুলোতে হয় সেগুলির কী হবে তা এখনো স্পষ্ট নয়।
কলকাতা পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত দেবাশিস কুমার জানিয়েছেন, রাজ্য সরকার কোরোনা সংক্রমণে পার্ক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে । মার্চ মাস থেকে পার্ক বন্ধ রাখা হয়েছে । রাজ্য সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত পার্ক খোলা হবে না । তিনি জানিয়েছেন, প্রায় 250 দুর্গা পুজো হয় পৌরনিগমের বিভিন্ন পার্কে । এই পুজোগুলি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । কিন্তু রাজ্য সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত পার্ক খোলা হবে না ।
দেশপ্রিয় পার্কের পুজো কলকাতার অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে একটি । এই পুজোটা হয় কলকাতা পৌর নিগমের পার্কে । কিন্তু এ বছর পুজোর কোনও প্রস্তুতি নেই পুজো উদ্যোক্তাদের । এই পুজোর উদ্যোক্তা সুদীপ্ত কুমার জানিয়েছেন পুর নিগমের অনুমতি না মেলায় এ বছর মন্ডপ হবে না । অন্যান্য বছর প্রায় সাত-আট মাস আগে থেকে মন্ডপ তৈরি হওয়া কাজ শুরু হয়ে যায় । এবছর এখনও পর্যন্ত অনুমতি মেলেনি । তাই পার্কের মধ্যে থাকা ছোট্ট একটি মঞ্চে কাপড় দিয়ে ঘিরে একচালার প্রতিমায় পুজো হবে এ বছর ।
কুমোরটুলি পার্কের সেক্রেটারি অনুপম দাস জানিয়েছেন, এখনও কোনও অনুমতি মেলেনি পার্কের পুজো করার । বরং পুলিশ থেকে ফোন করে জানানো হয়েছে যাতে কোনওরকম কাঠামো তৈরি না করা হয়। তাই এ বছর ছোট প্রতিমাতে কাপড় ভিড়ে শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য পুজোর আয়োজন করা হবে ।